যেহেতু মহাবিশ্বের সবকিছুই পরষ্পর থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে তাই সৌরজগতেও এমনটাই হচ্ছে অর্থাৎ সূর্য থেকে প্রতিটি গ্রহ উপগ্রহ পরষ্পর দূরে সরে যাচ্ছে। অর্থাৎ মঙ্গলগ্রহ আজ যেখানে আছে হয়তো অনেক কাল আগে এটা সূর্যের আরো নিকটে ছিলো। এবং অতীতে মঙ্গল ও সূর্য এমন অবস্থানে ছিলো যখন মঙ্গলে প্রাণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিলো। তাই মঙ্গলে অতীতে প্রাণের বিকাশ ঘটেছিলো এমন ভাবাটা হয়তো খুব বেশি অযৌক্তিক হবে না।
প্রাণ সৃষ্টির জন্য কি প্রয়োজন?
অনুকূল তাপ, চাপ। পৃথিবী ও সূর্যের দূরত্ব যখন এমন পর্যায়ে আসে তখম পৃথিবীতে তরল পানি (H2O) ও জলিয়োবাষ্পের সৃষ্টি হয় অর্থাৎ পানি চক্রের শুরু হয়। এবং বাতাসে মিশ্রিত নাইট্রোজেনের সাথে জলিয়োবাষ্পের বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিক এসিড এবং পরবর্তীতে নাইট্রিক এসিড থেকে ডি,এন,এ সৃষ্টি।
তাই এখন যদি বলি মহাকাশের বেশিরভাগ গ্রহেই প্রাণের বিকাশ ঘটেছিলো। তাহলে হয়তো বলাটা খুব বেশি ভুল হবে না।