Friday, April 21, 2017

ইহকাল ও পরকালের এত সাদৃশ্য কেন???

পরকালের অন্তর্গত কবর,হাশর,দোজখ ইত্যাদির যে সকল বর্ণনা পাওয়া যায় তার প্রায় প্রত্যেকটি পৃথিবীর বিষয়বস্তুর অনুকরণ বা আনুসরন।যথা:

কবরে:

1>সাওয়াল বা প্রশ্ন

2>গুর্জ বা গদা।

3>সুরঙ্গ

4>স্নিগ্ধ সমীকরণ

5>উত্তপ্ত বায়ু

6>সাপ,বিচ্ছু

7>আগুন ইত্যাদি।



হাশর ময়দানে:

1>তামার পাত

2>সুর্যের তাপ

3>সাক্ষ-জবানবন্দী

4>দাঁড়ি-পাল্লা

5>বিচার

6>ছায়া

7>সুপারিশ

8>সাঁকো বা পুলসেরাত

9>বিশেষ সরবত

10>নেকি ভিক্ষার চেষ্টা ইত্যাদি।



বেহেস্ত:

1>সুস্বাদু ফল

2>সুপেয় জল

3>দুধ

4>মধু

5>সুন্দরী রমনী

6>সুন্দর ঘর

7>সুন্দর ফুল

8>অনেক জমি ইত্যাদি।



দোজাখ:

1>অগ্নি

2>পুঁজ

3>রক্ত

4>গরম জল

5>পোল

6>সাঁড়াশী

7>চামড়া পোড়ানো

8>অঙ্গ কাঁটা

9>উত্তপ্ত পাদুকা ইত্যাদি।



এতে কি প্রমানিত হয় না এসব দুনিয়ার কারো মনগড়া কল্পনা যা কিছুটা পরিবর্ধিত এবং পরিবর্তিত???