Thursday, June 15, 2017

মুসলিমদের কিছু হাস্যকর বিশ্বাস


লেখাটির লেখক আমি নই কপি-পেস্ট।
একজন শিক্ষিত মানুষ যখন ধর্মে বিশ্বাস করেন তখন তিনি মনের অজান্তেই এমন অনেক বিষয় বিশ্বাস করেন যা আপাত দৃষ্টিতে শুধু মাত্র অযৌক্তিকই না, অনেক ক্ষেত্রে চরম হাস্যকর ও বটে। সেই হাস্যকর বিষয়গুলো নিয়ে আবার কেউ হাসাহাসি করলেও তার মনে ব্যথা লাগে।
আমি পার্সোনালি ইসলামিক পরিবার থেকে উঠে আসা জিজ্ঞাসু। আজকে আলাপ করবো ইসলামিক সেই সকল হাস্যকর তথা অযৌক্তিক বিষয় গুলো নিয়ে।
১। একজন শিক্ষিত মুসলিম বিশ্বাস করেন পৃথিবীর সকল পাহাড় বা পর্বতমালা আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর খুঁটি হিসেবে যাতে পৃথিবী নিজের জায়গায় স্থির থাকতে পারে। যদিও সেই খুটির গোড়া পৃথিবীতেই সমাপ্ত।
২। তিনি বিশ্বাস করেন আকাশ হলো একটি কঠিন ছাদ। সেই ছাদে সাজানো আছে লক্ষ কোটি তারকারাজি।
৩। তিনি বিশ্বাস করেন শয়তান এমন এক ক্যারেক্টার যে রাতের বেলা মানুষের নাকের ডগায় ঘুমায়, কানে পশ্রাব করে, আজান শুনে পেঁদে দেয় এবং বাঁ হাতে খাবার খায়।
৪। তিনি বিশ্বাস করেন আগুনের তৈরী জ্বিন জাতির অস্তিত্বে। যাদের প্রধান খাবার হলো হাড়গোড় এবং শুকনা গোবর।
৫। তিনি বিশ্বাস করেন উল্কা হলো জ্বিন দৌড়ানোর জন্যে নির্মিত আল্লার বিশেষ মেশিনগান।
৬। তিনি বিশ্বাস করেন সূর্য রাতে(!) আল্লার কাছে সেজদা দেয়। যদিও রাত দিন শুধু মাত্র পৃথিবীর আপেক্ষিক একটা ব্যপার।
৭। তিনি বিশ্বাস করেন পেটে ব্যথার অব্যর্থ ঔষধ হলো মধু। যদিও মধু খেলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
৮। তিনি বিশ্বাস করেন কালোজিয়া মরণ ছাড়া সর্ব রোগের অব্যর্থ ঔষধ। ইনক্লুডিং এইডস। I mean Seriously?
৯। তিনি বিশ্বাস করেন পুরুষ মানুষ তৈরি হয়েছে কাঁদা মাটি থেকে আর মেয়ে মানুষ তৈরী হয়েছে পুরুষের বুকের হাঁড় থেকে।
১০। তিনি বিশ্বাস করেন ১৪০০ বছর আগে কোনো আরব্য বুড়ো নারীমাথা ওয়ালা হাফ-ঘোড়া এবং হাফ-মানুষ এমন এক জন্তুর পীঠে করে মহাকাশ ঘুরে এসেছেন।
১১। তিনি বিশ্বাস করেন এই বিশ্ব ভ্রাম্যন্ডের সৃষ্টিকর্তা সাত আসমানের উপরে চেয়ার পেতে বসে আছেন।
১২। তিনি বিশ্বাস করেন দাবার মত সুন্দর খেলাটি হলো এমন এক খেলা যা আসলে শুকরের মাংস ও রক্ত দ্বারা হাত নষ্ট করার সমান।
১৩। তিনি বিশ্বাস করেন একদিন মানুষের হাত-পা-কান সব কিছুর ভোকালকর্ড জন্মাবে। তারা কথা বলবে।
১৪। তিনি বিশ্বাস করেন ইমামের আগে সেজদা থেকে মাথা তুললে আল্লা তার মাথা গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন।
১৫। তিনি বিশ্বাস করেন পৃথিবীর জন্যে রহমত স্বরূপ এমন এক নবী এসেছেন যিনি কুকুর, টিকটিকি সহ আরও কিছু নিরীহ প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে গেছেন।
১৬। তিনি বিশ্বাস করেন জ্বর হলে মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হলো জাহান্নামের তাপ।
১৭...আরো অসংখ্য।
মাদ্রাসায় পড়া বিজ্ঞান না বুঝা গণ্ডমূর্খ গুলো না হয় বুঝেনা তাই এইসব বিষয় বিশ্বাস করে। কিন্তু আপনি? আপনি তো শিক্ষিত। আপনারতো জ্ঞান চক্ষু আছে, আপনার বিবেক আছে এবং আপনার কমনসেন্স আছে। আপনি যুক্তি দিয়ে ভালো মন্দ বিচার করতে শিখেছেন, তারপরেও এইসব হাস্যকর বিষয় আপনি কিভাবে বিশ্বাস করেন বলুন তো?
আপনাকে কে বলেছে শিক্ষিত হতে? তারচেয়ে আপনি মাদ্রসায় পরে মোল্লা হতেন, মাইকে মাইকে আজান দিতেন, শীতকালে ওয়াজ করতেন আর প্রতি শুক্রবারে মানুষের বাড়িতে-বাড়িতে মিলাদ পড়িয়ে খয়রাতি মোল্লার তাকমা নিতেন, সেটাই ভালো ছিলো না?