Friday, September 7, 2018

যয়নাব-মুহাম্মাদ সম্পর্ক বিশ্লেষণ


লিখেছেন: তামান্না ঝুমু
যয়নাব ছিল মুহাম্মদের আপন ফুফাত বোন। যায়েদ ছিল পালিতপুত্র। তাই যয়নাবকে যায়েদ ডাকতো ফুফু।
মুহাম্মদ নিজে ঘটকালি করে ফুফু-ভাতিজার বিবাহ দিয়ে দিলেন। বিয়ের পর ফুফু-ভাতিজা হয়ে গেল স্বামী-স্ত্রী।
ভাতিজা, ফুফুকে ডাকতে লাগলো বিবি। ফুফু, ভাতিজাকে ডাকতে লাগল স্বামী।
অপরদিকে মামাত ভাই মুহাম্মদ হয়ে গেল যয়নাবের শ্বশুর-আব্বা।
ভাইজানকে, যয়নাব ডাকতে লাগলো আব্বা।
আবার কাজিন হতে বধূ যয়নাবকে মুহাম্মদ বিবাহ করে ফেললেন। মুহাম্মদের বাকি বিবিরা আগে ছিল যয়নাবের ভাবী; তারপরে হল আম্মা, অবশেষে হল সতীন!
এবার যায়েদের বৌ হয়ে গেল তারই নিজের আম্মা।
আবার ভাজিতা থেকে স্বামী যায়েদ হয়ে গেল যয়নাবের পুত্র!
আবার মুজাম্মদের ফুফাত বোন হতে বধূ, বধূ হতে বিবি!
মুহাম্মদ হল যয়নাবের একাধারে ভাই-আব্বা-স্বামী।
ভাগ্যের কী নিদারুণ ঠাট্টা!