আমরা জানি বস্তু থেকে আলোর প্রতিফলন ই হলো বস্তুর অস্তিত্ব।
আলোর প্রতিফলন না হলে আমরা কখনো কোন বস্তুকে দেখতে পেতাম না।
ধরেন আজ থেকে ৬৫ মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে ডাইনোসরের বসবাস ছিলো!
এখন ৬৫ মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে থাকা ডাইনোসরের উপর আলোর যে প্রতিফলন হয়েছে তা আলোর গতিতে ভ্রমন করে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে চলে গেছে। এখন এই মূহুর্তে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরের কোন বুদ্ধিমান প্রানী যদি উন্নতমানের একটা টেলিস্কোপ নিয়ে তাদের স্পেসে আলো ডিটেক্ট করতে তাকে তখন সে আমাদের বর্তমান পৃথিবী কে আন্দাজ ও করতে পারবেনা।কারন সে ৬৫ মিলিয়ন বছর আগের পৃথিবী কে দেখতে পাবে আইমিন ডাইনোসর। এটা সত্যি এতে কোন সন্দেহ নেই। অবাক হচ্ছেন ৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরের কোন বুদ্ধিমান প্রানী আজকে ৬৫ মিলিয়ন আগের পৃথিবীতে অবস্থান করা ডাইনোসর দেখতেছে! উফ! বিষয় টা কেমন যেন তাই না? আসলে আপনি যদি আলোর প্রতিফলন, আর গতি প্রকৃতি সম্পর্কে বুঝেন তাহলে উফ মনে হবেনা।
এইবার আসি মূল কথায়, টাইম ট্রাভেল মানে আলোর গতিতে ভ্রমন যা সময় কে স্থীর করে দেয়!
টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া একেবারে অসম্ভব কারন যা ঘটেনি তার কোন অস্তিত্বই নেই।সুতরাং আগামীকালের অস্তিত্ব মহাজাগতিক কোন স্থানেই নেই।
তাহলে অতীতে ভ্রমন করা সম্ভব কি?
এখন ভ্রমন বলতে আমরা কি বুজি? আজ থেকে ১০০ বছর আগেও মানুষ ভার্চুয়াল ভ্রমন সম্পর্কে জানতোনা,অর্থাৎ থ্রী ডি গ্লাস পরে বন্ধ একটা রুমে বসে থাকলে মনে হবে আপনি ঐ সমস্ত জায়গা গুলো স্বশরীরে ভ্রমণ করতেছেন!যারা করেছেন তারা জানেন,আমিও করেছি। এরকম ভ্রমন হলে আপনি থ্রীডির মাধ্যমে কোটি কোটি বছর অতীত কিংবা ভবিষ্যতে কল্পনা করে ভ্রমন করতে পারবেন নিঃসন্দেহে! আমরা টাইম ট্রাভেল করে আমাদের পৃথিবীর অতীত কে কখনো স্বশরীরে কিংবা প্রতিফলিত আলোকে ও ডিটেক্ট করতে পারবোনা।
আমরা জানি আলো ৩লক্ষ কিলোমিটার গতিতে প্রতি সেকেন্ডে এক বছরে যে পথ অতিক্রম করে সেই পরিমাণ দূরত্ব কে এক আলোকবর্ষ বলে।
ধরেন আজকে আমরা টাইম ট্রাভেল প্রথম করতে সক্ষম হলাম, মানে আলোর গতিতে ভ্রমন করতে সক্ষম হলাম।আর তাই আলোর গতিতে আমরা ৬৫ মিলিয়ন বছর ভ্রমন করলাম। করে আমরা সেখানে গিয়ে একটা গ্রহে অবস্থান করলাম,, করার পর পৃথিবীর দিকে একটা টেলিস্কোপ বসালাম আর পৃথিবী থেকে আলো প্রতিফলিত হয়ে আসছে এই গ্রহে তখন আমরা কি দেখতে পাবো সেই টেলিস্কোপে? সহজ উত্তর আমাদের পৃথিবী ছাড়ার পর সেখানের মানুষ জন বা প্রকৃতি কি আচরণ করেছে সেসব দেখতে পাবো। হ্যাঁ এটা অতীত দেখা হলো কিন্তু তা স্ব শরীরে নয়,বরং সেই থ্রীডির মত।
আমাদের সেই অতীত কে পরিবর্তন করার কোন শক্তি থাকবেনা কারন তা অলরেডি ঘটে গেছে।
যদি কখনো মানুষ এক সেকেন্ডে ৫ বিলিয়ন আলোকবর্ষ পাড়ি দিতে সক্ষম হয় আর সেখান থেকে আমাদের সৌর জগত কে পর্যবেক্ষণ করার চেষ্টা করে তাহলে সে যে পৃথিবী থেকে এসেছে তা কখনো দেখতে পাবেনা!কারন তখন পৃথিবীর অস্তিত্ব ছিলোনা।
এখন গানিতিক সমীকরণ আমাদের কে বলে মিনিমাম ভরযুক্ত কোন বস্তু আলোর গতিতে ভ্রমন অসম্ভব আর আলোর গতির চেয়ে দ্রুত সেটাতো বিলাসী মনোভাব ছাড়া কিছু নয়! অতএব গানিতিক এবং লজিক্যালি পৃথিবীর অতীত দেখা সম্ভব হলেও বাস্তবে তা অসম্ভব।
তবে হ্যাঁ আমরা অন্যান্য গ্যালাক্সি এবং কি আমরা যা স্বচক্ষে দেখি তাও অতীত! আমাদের ধ্রুবতারা যেটা আমরা এখন আজকে দেখতেছি সেটাও ৩.২ বছর আগের তারা দেখতেছি।আজকের ধ্রুবতারা দেখা যাবে পৃথিবী থেকে আগামী ৩.২ বছর পর!
আশাকরি টাইম ট্রাভেল আর টাইম মেশিন নিয়ে কিছুটা বুজাতে সক্ষম হয়েছি।