প্রশ্ন – ১
যদি আল্লাহকে কেউ নাই দেখে থাকে (Quran 42:51, 6:102-103), তার লিঙ্গ নির্ধারন সম্ভব নয় ! তাহলে তাকে কেন পুরুষ বাচকে আহবান করা হয় (Quran 42:51, 6:102-103) ?
প্রশ্ন – ২
কোন কথা আস্থাযোগ্য না হলেই মানুষ শপথ করে / কছম কাটে ! তবে কেন আল্লাহকে কুরানে এতোবার কছম কাটতে হলো (Quran 57:1-4, 52:1-6, 53:1, 56:75, 70:40, 74:31-34, 84:16-18, 89:1-4, 92:1-3, 95:1-3 … ইত্যাদি) ?
প্রশ্ন – ৩
কুরানের আয়াত (2:1, 29:1, 30:1, 7:1) ‘আলিফ লাম মিম’ বা (27:1) ‘ত্বা-সীন’ এর অর্থ কি সেটা কোন মুসলিমই জানে না ! তাহলে এটাকে কুরানে অন্তর্ভুক্ত হওয়ার মানে কি যেখানে কুরানেই বার বার বলা হয়েছে যে তা সহজ এবং পরিষ্কার ভাবে নাজিল হয়েছে যেন সবাই বুঝতে পারে (Quran 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:138, 12:2, 43:3, 54:32, 54:40, 54:22, 54:17, 24:18) ?
প্রশ্ন – ৪
কুরানের আয়াত (Quran 6:101) অনুযায়ী আল্লাহর কোন সন্তান থাকতে পারেন না যেহেতু তাঁর কোন সঙ্গি নেই ! আবার এও বলে যে মেরির গর্ভে সন্তান আসে কোন পিতা ছাড়াই (Quran 19:20-21) কিভাবে মেরির ক্ষেত্রে এমন একটা ব্যাপার ঘটলো যেটা আল্লাহ পারে না ? এটা কি আল্লাহর ক্ষমতার (Omnipotence means unlimited power, capable of doing absolutely anything) দিকে প্রশ্ন তোলে না ?
প্রশ্ন – ৫
কুরান ‘বৈদিক’ বা ‘বৌদ্ধ’ ধর্মের মত গুরুত্বপুর্ণ ধর্ম গুলো বাদ দিয়ে কেন এমন একটা ধর্মের উল্লেখ করে যার অস্তিত্ব বিলুপ্ত (যেমন Sabians : Quran 2:62) এর মানে কি এই দাড়ায় না যে নবী মুহম্মদের সেসকল ধর্ম সম্পর্কে কোন ধারনাই ছিলো না ?
প্রশ্ন – ৬
মুসলিম দের দাবী অনুসারে কুরান যদি মানুষের জন্যে সৃষ্টকর্তার পাঠানো জীবন বিধানই হবে, তবে কেন এতে পুরো একটা সুরা জুড়ে স্থান পাবে Abu Lahab নামক তৎকালিন এক ব্যক্তির প্রতি আল্লাহর আক্রোশ এবং অভিশাপ পূর্ণ বানী (Quran 111:1-5) এটা কি একজন সৃষ্টিকর্তার জন্যে হাস্যকর নয় ?
প্রশ্ন – ৭
কুরানের ভাষ্যমতে, এটা যদি আল্লাহ ব্যাতিত অন্য কারো রচিত হত তবে তাতে বৈপরিত্য দেখা যেত (Quran 4:82) ! কিন্তু কুরানে প্রচুর আয়াত খুঁজে পাওয়া যায় যেগুলো একটার সাথে অন্যটা সাঙ্ঘর্ষিক (যেমন Quran 29:46 and 9:29) ! এর মানে কি এই নয় যে কুরান আসলে মুহম্মদেরই রচনা ?
প্রশ্ন – ৮
সুরা ফাতিহা’র (Quran 1:1-7) আয়াতগুলো দ্বারা মুহম্মদ কত্রিক আল্লাহর প্রশংসা করাটাকেই বোঝায় ! তাহলে কুরান কি করে আল্লাহর থেকে পাঠানো বানী হতে পারে ?
প্রশ্ন – ৯
কুরানে রয়েছে আল্লাহর প্রতি প্রচুর প্রশংসা / গুন বাচক শব্দ (Quran 2:37,54,105,115,127-129,137,143,148, 173,182,199,209,126-128 …. ইত্যাদি) ! কোন সৃষ্টি কর্তার দ্বারা কি এমন (মানুষের মত) হাস্যকর কাজ করা সম্ভব (নিজের ঢোল নিজে পেটানো) ?
প্রশ্ন – ১০
কুরান আল্লাহর পাঠানো বানী হলে তাতে সর্বদা থাকবে প্রথম পুরুষ বাচক শব্দ (যেমন Quran 2:38) কিন্তু কুরান জুড়েই রয়েছে তিনি/যিনি/তাঁর/আমরা/আল্লাহ (নিজের নাম) ইত্যাদি সহস্র ব্যাকরণগত ভুল (Quran 1:1-7, 2:7-10,26-29,31,33, …. 3:2-9,18-21,32-34,40-41,50-55,62-63,70,73-74, …. 4:1,5,11-15,17,19,26-29,32,34,36, …. 5:7-8,11-12,47,51,54-56, …. ইত্যাদি) ! এ থেকে কি এটাই প্রতিয়মান হয় না যে কুরান নিরক্ষর মুহম্মদের নিজের মুখের কথা ?
প্রশ্ন – ১১
Quran 2:117 অনুযায়ী আল্লাহ যখন কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন তখন তিনি বলেন, ‘হয়ে যাও’ আর তৎক্ষণাৎ তা হয়ে যায় । তাহলে আকাশ এবং পৃথিবী সৃষ্টিতে তাঁর ৬ দিন (period) লাগলো কেন (Quran 7:54; 10:3; 11:7; 25:59; 32:4; 50:38; 57:4) ? এখানে কি আল্লাহর কাজে এবং কথায় কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে না ?
প্রশ্ন – ১৩
মুসলিমরা দাবি করে কুরান সকল প্রকার অসামঞ্জস্যতা মুক্ত ! তাই যদি হয় তবে এতে কেন একই কথার
এতোবার পুনরাবৃতি ঘটেছে (Quran 54:17, 22, 32, 40 … 55:13, 16, 18, 21, 23, 25, 28, 30, 32, 34, 36, 38,
40, 42, 45, 47, 49, 51, 53, 55, 57, 59, 61, 63, 65, 67, 69, 71, 73, 75, 77… 26:107-110, 125-127, 131, 144, 150, 163, 179 … 109:3, 5 … 2:1, 29:1, 30:1 … ইত্যাদি) ?
প্রশ্ন – ১৫
কুরানের বহু আয়াত রয়েছে শূধু মাত্র নবী মুহম্মদের ব্যাক্তিগত সমস্যার সমাধানের উদ্দেশ্যে (Quran 33:28-30, 33:32-33, 33:37-38, 33:50-53, 33:55-59, 66:1-5) ? সমগ্র মানব জাতির জন্যে রচিত জীবন বিধানে নবীর জন্যে আল্লাহর এধরনের ‘বিশেষ’ মাথা ব্যাথা থাকবে কেন ?
একজন মানুষের ভবিষ্যৎ তার মাতৃগর্ভেই লিখে দেওয়া হয় (Sahih Bukhari 55:550) এবং তাদেরকে ভুল পথে চালিত করার মূলে রয়েছেন স্বয়ং আল্লাহ (Quran 2:6-7, 6:125, 35:8) ! তাহলে কেন তাদের কে কৃত কর্মের জন্যে কিংবা কাফের/অবিশ্বাসী হওয়ার জন্যে পরকালে সাজা পেতে হবে (Quran 2:24, 2:39, 2:90, 2:104, 2:114, 2:126, 2:162, 2:167, 2:174, 2:257, 3:10, 3:12, 3:77, 3:85, 3:106, 3:197, 4:18, 4:55, 4:115, 4:140, 5:34, 6:128, 7:38, 9:73, 9:61, 9:113, 14:17, 22:19, 48:13, 69:30-33) ?
প্রশ্ন – ১৮
কুরান ভুলবশত (?) হত্যার বেলায় একটা সহজ সাজা নির্ধারন করে দিয়েছে – একজন দাস মুক্তি / রক্ত পণ অর্পন (ক্ষতি পূরণ) / দুই মাস সিয়াম (রোজা পালন), যদিও ইচ্ছেকৃত হত্যার বেলায় বেঁচে থাকতে তাঁর কোন সাজা নেই (Quran 4:92-93) ! আপনার কি মনে হয় এটা কোন আল্লাহর তৈরি আইন হতে পারে ?
প্রশ্ন – ১৯
ইসলামি বেহেস্তে রয়েছে পুরুষের জন্যে স্বর্গীয় সুখের আশ্বাস (Quran 52:17-20, 37:40-49, 44:51-54, 55:54-56, 55:72-74, 78:31-34, 56:16-22), কিন্তু নারীর জন্যে কিছুই নয়, বরং তাদের অধিকাংশের জন্যে রয়েছে দোজখের আগুন (Sahih Bukhari 2:24:541) ! আপনার (for women) কি মনে হয় না মুহম্মদের আল্লাহ একজন নারী বিদ্বেষী ?
প্রশ্ন – ২০
কোন বিষয়ে প্রশ্ন করা আল্লাহ ও তার নবীর পছন্দ নয় (Quran 5:101, 5:102, Sahih Bukhari 2:24:555) ! কেন এই চিন্তার পরাধীনতা ? এর কারন কি এই যে তাতে করে ধর্মের মিথ্যা দিক গুলো প্রকাশ পেয়ে যেতে পারে ?
প্রশ্ন – ২১
আল্লাহর ভাষ্যমতে, মৃত্যুর পরে সকল প্রানী (পশুপাখি থেকে শুরু করে কীটপতঙ্গ) মানুষের সাথে যোগ দেবে, যাদের একইসাথে পাপকাজের বিচার অনুষ্ঠিত হবে (Quran 6:38) ! প্রশ্ন হলো, অন্যান্য জীবের বেলায় পাপ কাজের মাপকাটি ধরা যায় কিভাবে ? মানুষের মত তাদের মাঝেও কি কোন নবী নির্বাচিত হয় বা কোন আসমানি কিতাব দেওয়া হয় ? তাদের কি আল্লাহ/সৃষ্টিকর্তা ব্যাপারটা বোঝার মত কোন ধরনের বোধবুদ্ধি আছে ? কিংবা আছে তাঁকে অস্বীকার করার মত কোন বিষয় (অর্থাৎ কাফেরের উপস্থিতি) ?
প্রশ্ন – ২২
মৌমাছি বেঁচে থাকে মধু খেয়ে ! কিন্তু কুরানে উল্লেখ আছে তাদের খাদ্য ফল (Quran 16:68-69) ! এটা কি মুহম্মদের ভুল অনুমানের ফসল নয় ?
প্রশ্ন – ২৩
আল্লাহ ঘোড়া, গাধা এবং খচ্চর কে তৈরি করে দিয়েছেন মানুষের আরোহনের জন্যে (Quran 16:8) ! কিন্তু তিনি কি এটা জানতে না যে এগুলোকে পোষ মানাতে মানুষের বহু বছর লেগেছে (Horses were domesticated approximately 4,000 years ago in East Europe or Central Asia) যার পূর্বে তা ছিল বন্য ? আর ভবিষ্যতে মানুষ আরোহনের জন্যে যে অন্য কিছু ব্যবহার করবে তাও কি তার অজানা ছিলো ?
প্রশ্ন – ২৪
আরব অঞ্চলে সচরাচর যে সকল জীব দেখা যায় অর্থাৎ – যেগুলো বুকে হেটে চলে (সাপ), দুই পায়ে (মানুষ) এবং চার পায়ে (অন্যান্য জন্তু, গিরগিটি) চলে সেগুলোর কথাই উঠে এসেছে কুরানে (Quran 24:45) ! অথচ হাজার পা যুক্ত প্রানীও পৃথিবিতে বিদ্যমান (Millipedes) ! এসব কি মুহম্মদের অজ্ঞতার ফসল নয় ?
প্রশ্ন – ২৫
ইহুদিরা (Jews) সম্পূর্ণ রূপে একেশ্বরবাদী থাকা সত্বেও কুরান কিসের ভিত্তিতে দাবি করে তারা বহুঈশ্বরে বিশ্বাসি (Quran 9:30) ?
http://en.wikipedia.org/wiki/Judaism%27s_view_of_Jesus
প্রশ্ন – ২৬
কুরানে উল্লেখ আছে আল্লাহ মুহম্মদ কে Masjid al-Haram (Sacred Mosque) থেকে Masjid al-Aqsa (farthest
Mosque) পর্যন্ত ভ্রমন করান (Quran 17:1) ! কিন্তু মুহম্মদের জীবনকালে Masjid al-Aqsa ‘র কোন অস্তিত্বই ছিল না ! তাহলে এধরনের মিথ্যাচারের কারন কি ?
http://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque
প্রশ্ন – ২৭
কুরান বলে একজন মুসলিম কে সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত রোজা পালন করতে হবে (Quran 2:187) ! আবার প্রার্থনার ব্যাপারটাও সুর্যোদয় এবং সুর্যাস্তের সাথে সম্পর্কিত (Quran 17:78) ! কিন্তু সমগ্র মানুষের এই জীবন বিধানে Eskimo দের ব্যাপারে কোন নির্দেশনা নেই ! এটা কি কুরান রচয়িতার অজ্ঞতা নয় ?
In polar regions, there are six months without sunlight and six months perpetual night during winter and summer.
প্রশ্ন – ২৮
কুরান অনুসারে, পবিত্র মক্কা মুসলিম দের জন্যে একটা সুরক্ষিত বা নিরাপদ জায়গা (Quran 2:125, 5:97) (যেটা আল্লাহর একটা মিথ্যা প্রতিশ্রুতি) ! অথচ তিনি কি ভবিষ্যতে এই মক্কাতেই মুসলিম নিধনের ব্যাপারে অজ্ঞেয় ছিলেন না ?
Juhayman al-Otaybi and Abd-Allah ibn al-Zubayr, and Abu Tahir al-Janabi killed thousands of Muslim pilgrims in Mecca. Moreover, Yazid Bin Muawiya sent a battalion of army to attack Mecca and desecrated the Kaaba.
http://www.webcitation.org/mainframe.php
http://news.bbc.co.uk/2/hi/middle_east/2749231.stm
http://topnews.us/content/28575-77-muslims-killed-while-performing-hajj-saudi-floods
http://www.webcitation.org/query?url=http://www.emirates247.com/news/region/20-miscarriage-cases-in-haj-2011-11-05-1.426972&date=2011-11-05
প্রশ্ন – ২৯
আল্লাহর ভাষ্য অনুযায়ী, অমুসলিম/কাফের সম্প্রদায় মূখ, বধির এবং অন্ধ (Quran 2:18) ! অথচ সমগ্র মুসলিম বিশ্বের যাবতিয় বিজ্ঞান ও প্রযুক্তির মূলে রয়েছে ওই সব অমুসলিমদের অবদান/আবিষ্কার ! তাহলে আল্লাহর এ ধরনের হাস্যকর দাবির ভিত্তি টা কোথায় ?
Computers, TV’s, space shuttles, helicopters, ipods, nuclear bombs, cameras, satellites, birth control pills, vaccination for smallpox, telephones, radios, light bulbs, microchips, CDs, playstations, refrigerators, microwaves, stainless steel, plastic, aluminium, x-rays, polio-vaccine, anti-biotics, heart-transplants etc. were all invented by non-Muslims. Moreover, statistics show correlation studies indicating that religious conviction diminishes with education level.
প্রশ্ন – ৩০
পৃথিবীর সকল প্রানীই কি মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে (Quran 6:38) ? কুরান
রচয়িতার কি জাগুয়ার (jaguar), লেপার্ড (leopard) বা মাকর্সা (spiders) এদের ব্যাপারে অজানা ছিল ?
প্রশ্ন – ৩১
পৃথিবীতে প্রায় ৫০০০-১০০০০ এর মাঝামাঝি ভাষা রয়েছে ! এর মাঝে শুধু মাত্র আরবীতে কুরান নাজিল (Quran 43:3) হওয়ার মানেই হল অন্য ভাষাভাষিদের জন্যে তা বোঝার (অনুবাদ হওয়া সত্বেও) এবং পড়ার সমস্যার সৃষ্টি হওয়া ! আল্লাহ কেন এই ব্যাপার টার কোন সমাধান তার পূর্নাঙ্গ জীবন বিধানে উল্লেখ করলেন না ? তবে কি ধরে নেওয়া যায় তিনি শুধু আরবীয়দের ঈশ্বর ?
প্রশ্ন – ৩২
কুরানে উত্তরাধিকার সম্পত্তি বন্টনে কেন এমন ভুল থাকবে (Quran 4:11-12) ? একজন সৃষ্টিকর্তার পক্ষে কি মানুষের মত কোন রূপ ভুল হওয়া আদৌ সম্ভব ?
Wife: 1/8 = 3/24
Daughters: 2/3 = 16/24
Father: 1/6 = 4/24
Mother: 1/6 = 4/24
Total = 27/24 = 1.125 (Not equal to 1)
প্রশ্ন – ৩৩
মহাশূন্য ভ্রমনের পথপ্রদর্শক হল অমুসলিমরা প্রায় ৫০ বছর আগে ! বর্তমান প্রযুক্তি ব্যবহার করে মানুষ ইতিমধ্যে সৌরজগতের শেষ সীমা উৎঘাটন করে ফেলেছে ! অথচ কুরান দাবি করে আল্লাহর অনুমতি ব্যতিত কারো পক্ষে আকাশ ভ্রমন বা পৃথিবীর সীমা অতিক্রম সম্ভভপর নয় (Quran 55:33) ! তাহলে কি বলা যায় যে আল্লাহর ইচ্ছে অমুসলিমদের বেলায় কাজ করে না ?
প্রশ্ন – ৩৪
আল্লাহ যদি সর্বজ্ঞ হন (Quran 49:16) তবে তার বান্দাদের পরিক্ষা করে দেখার কোন মানে আছে কি (Quran 2:155) ?
প্রশ্ন – ৩৫
Quran 43:11 অনুসারে আল্লাহ পৃথিবিতে পরিমিত পরিমান বৃষ্টিপাত ঘটান ! তাহলে আপনি কিভাবে বন্যা হওয়ার বিষয়টাকে ব্যাখ্যা করবেন ? এটা কি এই নয় যে, বৃষ্টিপাত বিহিন মরু অঞ্চলে থাকার ফলে কুরান রচয়িতার প্রবল ধরনের ধ্বংসাত্মক বৃষ্টিপাত সম্বন্ধে কোন ধারনাই ছিলো না ?
প্রশ্ন – ৩৬
আল্লাহ জানান যে, মুহম্মদ শুধুমাত্র একজন সাধারন মানুষ ব্যতিত আর কিছু নয় যে (Quran 17:90-96) কাফের দের কোন অবিশ্বাস্য ঘটনা দেখাবেন ! আবার এও বলে, মুহম্মদ কাফের দের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন (Quran 54:1-2 Sahih Bukhari 4:56:830, 4:56:831) ! এখানে কি আল্লাহ কে মিথ্যাবাদি বলে মনে হচ্ছে না ?
প্রশ্ন – ৩৭
কুরান অনুসারে, একজন পালিত পুত্র কখনোই পরিবারের অন্তর্গত হতে পারে না (Quran 33:4) ফলে তাদের তালাক প্রাপ্ত স্ত্রিকে বিয়ে করায় কোন দোষ নেই ! অন্যদিকে একজন দুধ মাতা বা সেই দিক থেকে বোনেরা পরিবারের অন্তর্গত (Quran 4:23) যাদের বিয়ে করায় রয়েছে নিষেধাজ্ঞা ! এমন একটা ব্যাপার কি আপনার কাছে একটুও দৃষ্টিকটূ লাগে না ?
প্রশ্ন – ৩৮
আল্লাহ দাবি করেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব তিনি নিজে গ্রহন করেননি (Quran 11:6) ! তাহলে আফ্রিকার লাখ লাখ মানুষকে অনাহারে রাখার পেছনে তাঁর ভুমিকা কি ?
http://thepeacefulplanet.org/2011/01/12/africa-hungry/
http://www.salem-news.com/articles/june062010/world-hunger-cf.php
প্রশ্ন – ৩৯
আল্লাহ কি আসলেই দয়ালু এবং ক্ষমাশীল (Quran 1:3) যিনি কিনা একটা উঠ হত্যার জন্যে পুরো গোষ্টির লোকেদের মেরে ফেলতে পারেন (Quran 7:73-78, 54:26-31) ?
প্রশ্ন – ৪০
যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরন করে তবে তাঁর জন্যে দোজখে রয়েছে অনন্তকালের শাস্তি (Quran 3:85) ! এটা কি ভয় দেখিয়ে আল্লাহর নিজ দল ভারী করার কৌশল নয় ? এতে কি তাঁর শক্তির মাপকাঠি নিয়ে প্রশ্ন জাগে না (Quran 2:117) ? কিংবা এগুলো যদি তাঁর ‘পরীক্ষার বিষয়’ হয়ে থাকে তবে কি বলা যায় না তিনি সর্বজ্ঞ নন (Quran 49:16) ?
প্রশ্ন – ৪১
আল্লাহ যদি আদমকে আরবী ভাষা শিখিয়েই পৃথিবিতে পাঠান (Quran 2:31-33) তবে তাঁর বংশধরেরা যেখানেই বসবাস শুরু করুক না কেন আরবী ভাষাই ব্যবহার করবে ! তবে আজ সারা পৃথিবি জুড়ে প্রায় পাঁচ হাজারের ওপরে ভাষা বিরাজ করছে কি করে ?
প্রশ্ন – ৪২
পুরো কুরান জুড়ে রয়েছে বহু অতিপ্রাকৃত গাল-গল্পের ছড়াছড়ি ! এগুলো যদি শুধু মুহম্মদের কথা শুনেই বিশ্বাস আনতে হয় তবে ‘আলাদিনের চেরাগ’ কিংবা ‘হ্যারিপটারের জাদুর ছড়ি’ -তে বিশ্বাস করতে নিশ্চই কোন সমস্যা নেই আপনার ?
১ মানুষের বানরে রূপান্তর (Quran 2:65)
২ পৌরানিক werewolves (ইয়াজুজ মাজুজ) দের পৃথিবীতে অবস্থান (Quran 21:96)
৩ আকাশ থেকে খাদ্যের আবির্ভাব (Quran 5:114-115)
৪ লাঠি নিক্ষেপের পর সাপ হয়ে যাওয়া (Quran 7:107)
৫ সোলেমানের জ্বিন আর পাখির সৈন্য থাকা (Quran 27:16-17, 20-22, 23)
৬ নবী ইউনুসের মাছের পেটে যাওয়া এবং প্রার্থনা করা (Quran 37:142)
৭ সোলেমানের পিপড়ার সাথে কথা বলা (Quran 27:18)
৮ পাখা যুক্ত ঘোড়ায় চড়ে মুহম্মদের স্বর্গে গমন (Quran 17:1)
৯ দেহের বিভিন্ন প্রত্যঙ্গ কতৃক মানুষের বিরুদ্ধে সাক্ষ্যদান (Quran 24:24)
১০ সমুদ্রের দুই ভাগ হয়ে যাওয়া (Quran 2:50)
১১ সোলেমান কতৃক বায়ুকে নিয়ন্ত্রন করার ক্ষমতা (Quran 38:36)
১২ মৃত ব্যক্তি কতৃক তার খুনিকে চিহ্নিত করন (Quran 2:72)
১৩ দানবের সাথে মানুষের কথপোকথন (Quran 27:82)
১৪ দ্যুতিময় যাদুর হাত (Quran 20:22)
১৫ জড় পদার্থ (আকাশ ও পৃথিবী) কতৃক অস্বীকার জানানো (Quran 33:72)
১৬ মহাবিশ্বের সীমানায় সিদরাতুলমুন্তাহার নামক বৃক্ষ (Quran 53:13-18)
প্রশ্ন – ৪৩
Quran 12:2, 33:53, 9:5 আয়াতগুলো পড়েও কি মনে হয় কুরান সকল সময় এবং সকল স্থানের জন্যে প্রযোজ্য ?
প্রশ্ন – ৪৪
কুরানের পাতায় পাতায় রয়েছে অমুসলিমদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য, গালাগালি আর অভিশাপ (Quran 2:7, 2:10, 2:15, 2:17, 2:26, 2:88, 2:161, 3:61, 3:87, 3:178, 4:46-47, 4:88, 4:115, 4:143, 4:155, 5:13, 5:14, 5:41, 5:49, 5:60, 5:64, 5:67, 6:25, 6:110, 6:123 … ইত্যাদি) ! স্বাভাবিক দৃষ্টিতে একজন সৃষ্টিকর্তার জন্যে মানুষের মতন এমন আচরন কি হাস্যকর নয় ?
প্রশ্ন – ৪৫
আল্লাহ কি মনে করেন পুরুষের একমাত্র চাহিদা অক্ষত-যোনী রমনী সম্ভগ যার কারনে বেহেস্তে তার লোভ দেখানো হয়েছে বারংবার (Quran 55:56, 37:48-49, 52:20, 55:58, 55:72, 78:33-34, 56:22-23, 56:35-38) (এছাড়াও পুরুষের জন্যে রয়েছে গেলমান বা কিশোর 52:24) ? আল্লাহ কি মুহম্মদের মতই কামুক মনোভাবাপন্ন নয় ?
প্রশ্ন – ৪৬
আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে কুরানে উল্লেখিত সকল চরিত্রের কথা বলার ভঙ্গি একই ধরনের (Jesus, his disciples, Mary’s neighbors, Angels, Abraham, Moses, Jews, Lot, the people of Sodom, the Israelites, and the mythical jinn also spoke just like Allah) ? এ থেকেই কি কুরান রচয়িতা হিসেবে মুহম্মদ কে সন্দেহ করা যায় না ?
Quran 5:112 ~ the disciples, said: O Jesus the son of Mary! Quran 3:55 Allah said: O jesus! Quran 5:114 Said jesus the son of Mary: O Allah our Lord! Quran 61:6 jesus the son of Mary, said: O Children of Israel! Quran 19:27 They said: O Mary! Quran 19:28 O sister of Aaron! Quran 19:42 Abraham said to his father: O my father! Quran 19:43, 19:44, 19:45 O my father! Quran 5:20 Moses said to his people: O my people! Quran 5:21 O my people! Quran 26:169 O my Lord! deliver me (Lot) Quran 26:167 They said: If thou desist not, O Lut! Quran 46:30 They (jinn) said: O our people! Quran 46:31 O our people!
প্রশ্ন – ৪৭
আল্লাহ দাবি করেছেন তিনিই কুরানের সংরক্ষক (Quran 15:9) ! তবে তার পাঠানো কিছু আয়াত (রজম ও বয়স্ক লোকের দুধপান সম্পর্কিত) কি করে ছাগলের পেটে যেতে পারে [Musnad Ahmad bin Hanbal. vol. 6. page 269; Sunan Ibn Majah, page 626; Ibn Qutbah, Tawil Mukhtalafi ‘l-Hadith (Cairo: Maktaba al-Kulliyat al-Azhariyya. 1966) page 310; As-Suyuti, ad-Durru ‘l-Manthur, vol. 2. page 13] ?
প্রশ্ন – ৪৮
কুরান দাবি করে যে ‘New Testament’ (ইঞ্জিল) হল এমন একটি কিতাব যা ইসা (Jesus) কে দেওয়া হয়েছিল (Quran 5:46) ! কিন্তু প্রকৃত পক্ষে এটা লেখা হয়েছে যিশুর অনুসারিদের দ্বারা ! এধরনের মিথ্যাচারের উদ্দেশ্য কি ?
http://godisforus.com/information/bible/ntdocs/authors.htm
প্রশ্ন – ৪৯
আল্লাহ মুহম্মদকে বলেন, যে অধিক শপথ করে তার আনুগত্য যেন তিনি না করেন (Quran 68:10) ! অথচ কুরানে আল্লাহ নিজেই নিজের সৃষ্ট বস্তুর প্রতি (এমন কি কখনো নিজের প্রতিও) কছম আর শপথ করেছেন বহুবার (Quran 51:1-4,7, 52:1-6, 53:1, 103:1, 44:2, 50:1, 56:75, 68:1, 78:33-34, 75:1-2, 77:1-5, 79:1-5, 81:15-18, 84:16-18, 85:1-3, 86:1, 11-12, 89:1-4, 90:1-3, 92:1-3, 93:1-3, 95:1-3, 100:1-5, 51:23, 70:40, 91:5-7) ! আল্লাহর কথাবার্তা এমন অসংলগ্ন কেন ?
প্রশ্ন – ৫০
আল্লাহ মুহম্মদকে যুদ্ধ ও সংঘর্ষে হস্তগত গনিমতের মালের হিস্যা হিসেবে এক-পঞ্চমাংশ মুহম্মদের আর বাকি চার-পঞ্চমাংশ অংশগ্রহণকারী অনুসারীদের মাঝে বাটোয়ারার নির্দেশ দিয়েছেন (Quran 8:41) ! যুদ্ধ-ছাড়া ত্রাস-হুমকি-ভীতি প্রদর্শনে হস্তগত মাল আল্লাহ ও মুহম্মদের (Quran 59:6-7) ! এগুলোই কি একজন সৃষ্টি কর্তার বৈশিষ্ট হওয়া উচিত বলে আপনি মনে করেন ?
প্রশ্ন – ৫১
কেয়ামতের সময় আট জন ফেরেশতা আল্লাহর আরশকে তাদের উর্ধ্বে বহন করবে (Quran 69:17) ! এই
আয়াত পড়েও কি আপনার মনে হয় আল্লাহ আসলেই নিরাকার এবং সর্ব শক্তিমান ?
প্রশ্ন – ৫২
আল্লাহ কি আসলেই সর্ব শক্তিমান বা সবজান্তা ? তাহলে তাঁর নাজিলকৃত আয়াত রহিত করা বা পরিবর্তন করার প্রয়োজন পড়বে কেন (Quran 2:106) ?
প্রশ্ন – ৫৩
আল্লাহ দাবি করেন যে, অবিশ্বাসিরা পারলে কুরানের আয়াতের মতন কোন আয়াত লিখে দেখাক (Quran 52:34) ! কিন্তু এটা কি খুবই কঠিন কিছু, বিশেষ করে Quran 108:1-3 এর মতন আয়াতগুলোর ক্ষেত্রে ?
প্রশ্ন – ৫৪
তৎকালিন কাল্পনিক প্যাগান দেবীদের (লাত, উজযা ও মানাত) নিয়ে আল্লাহর (একজন সৃষ্টিকর্তার) এতো মাথা ব্যাথা থাকবে কেন (Quran 53:19-20) ?
মুহম্মদ দাবি করেন উক্ত আয়াতদ্বয় (Satanic verses) শয়তান কতৃক তার ওপর নাজিল কৃত (যদিও তা ছিল তৎকালিন মুর্তিপুজক কুরাইশদের নিজ ছায়াতলে আনার চেষ্টা মাত্র) ! শয়তান কি তাহলে আল্লাহর কাজেও বিগ্ন ঘটাতে সক্ষম ?
http://www.answering-islam.org/Hahn/satanicverses.htm
http://en.wikipedia.org/wiki/Satanic_Verses#Tabar.C4.AB.27s_account
প্রশ্ন – ৫৫
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস না আনলে তিনি তাকে আগুনে পোড়াতে থাকবেন আর চামড়াগুলো বারবার পালটে দেবেন যাতে করে সে কষ্টটা আস্বাদন করতে পারে (Quran 4:56) ! এমন হিংসাত্মক নির্দেশনা কি প্রতিহিংসা পরায়ন মুহম্মদের ব্যাতিত প্রকৃতপক্ষেই কোন সৃষ্টিকর্তার থেকে আসতে পারে বলে আপনার মনে হয় ?
প্রশ্ন – ৫৬
আল্লাহ দাবি করেন তিনি প্রত্যেক জাতির জন্যে একজন নবী প্রেরন করেছেন যাতে করে তাঁর বানী লোকেদের নিকট সুস্পষ্ট হয় (Quran 14:4) ! আপনি কি বাঙ্গালি/ চায়নিজ/ জাপানিজ/ ভারতীয়/ আমেরিকান/ আফ্রিকান দের জন্যে পাঠানো নবীর ব্যাপারে কিছু জানেন (in quran or hadis) ?
প্রশ্ন – ৫৭
কুরানে বার বার উল্লেখ আছে যে একজন মুসলিমকে অবশ্যই আল্লাহ এবং মুহম্মদ দুজনের আদেশই মান্য করে চলতে হবে (Quran 8:1, 8:20-21, 3:132, 33:31, 4:13, 4:80, 33:36, 4:14, 4:42, 58:20) ! এতে কি আল্লাহ আর মুহম্মদকে সমতুল্য হিসেবে বোঝাচ্ছে না ?
প্রশ্ন – ৫৮
মুহম্মদের আল্লাহ কি এমনি নারী বিদ্বেষি যে 128000 পয়গম্বরের মধ্যে একজন নারীও নবী বা রাসুল হবার উপযুক্ত ছিলেন না (Quran 12:109) ?
প্রশ্ন – ৫৯
আল্লাহ মুসলিমদের কিবলা পরিবর্তন করে মুখ মসজিদে হারামের দিকে ফেরানোর নির্দেশ দেন (Quran 2:144 Sahih Bukhari 8:392) ! আরব বাসীদের জন্যে (অথবা যদি পৃথিবি সমতল হয়) নির্দেশিত দিকে মুখ করে নামাজ পড়ার একটা অর্থ রয়েছে, কিন্তু তিনি কি পৃথিবীর অপর পৃষ্ঠের মানুষদের ব্যাপারে অজ্ঞাত ছিলেন ?
প্রশ্ন – ৬০
আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায় (Quran 2:117) তবে তাঁর কোন সাহায্যকারী (ফেরেস্তা) লাগার কি অর্থ থাকতে পারে ?
http://en.wikipedia.org/wiki/Islamic_view_of_angels#Angel_hierarchy
প্রশ্ন – ৬১
আল্লাহ যদি কুরান বিশুদ্ধ আরবিতে রচনা করেছেন বলে দাবি করেন (Quran 16:103) তবে এতে কেন রয়েছে এতো বিদেশী শব্দের সমাহার (Click the link) ?
http://www.answering-islam.org/Books/Jeffery/Vocabulary/index.htm
প্রশ্ন – ৬২
কোন সৃষ্টিকর্তার রচিত গ্রন্থে কেন এতো ব্যাকরনগত ভুল থাকবে ?
(2:177) aaman should be tu’minuu. (2:177) aata should be tu’tuu (2 times). (2:177) aqaama should be tuqimuu. (2:177) sasbriina should be saabiruuna (because its position in the sentence – and plural should be masculine). 5 mistakes in one verse. (3:59) Kun feekunu should be Kun fekaana. (4:162) mukiimiin (feminine plural) should be mukiimuun (masculine plural – see 7/160). (5:69) Saabbi’uuna should be Sabi’iina. (= Sabians). (7:56) qaribun should be qariba. (7:160) asbatan (feminine plural) should be sebtan (masculine – human plurals are male in Arab). (20:63) haazaani should be haazayn. (21:3) ‘asarru should be ‘assarra. (22:19) ‘ikhtasamuu should be ‘ikhtasamaa. (41:11) at’e’een should be at’e’atain. (49:9) ‘eq-tatalu should be ‘eqtatalata. (63:10) ‘akun should be ‘akuuna. (63:20) hadhane (nominative) should be hadhayne (accusative). (91:5) ma should be man.
http://answering-islam.org/Authors/Newton/grammar.html
প্রশ্ন – ৬৩
Quran 2:117 অনুসারে আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায় তবে তিনি যখন উচ্চারন করলেন ‘আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে’ (Quran 111:1), তাতেও উক্ত ব্যাক্তির কিছুই হল না কেন ভেবে দেখেছেন ?
প্রশ্ন – ৬৪
যখন কোন সৃষ্টি কর্তা বলেন যে তারও কোন শত্রু রয়েছে (Quran 60:1) তখন সেটা কি আপনার কাছে হাস্যকর বিবেচিত হয় না ?
প্রশ্ন – ৬৫
কুরানের সকল বাক্য এমন হতে হবে যেন তা আল্লাহ বলছেন অথবা মুহম্মদকে বলতে বলছেন (Arabic word ‘Qul’ should be used. ‘Qul’ means “Say” or “Proclaim”) ! কিন্তু কুরানে অনেক বাক্য পাওয়া যায় (Quran 6:104, 6:114, 11:2-3, 27:91, 42:10, 51:50-51, 3:8-9, 26:107-110, 26:125-127) যাতে দেখা যায় যে মুহম্মদ সরাসরি নিজের কথা ব্যক্ত করছেন [যেসব বাক্যের শুরুতে ‘Qul’ (Say/Proclaim) অথবা ‘solat’ (pray) উল্লেখ নেই] ! (Quran 45:6 পড়ে বোঝা যায় এখানে জিব্রাইল তার মতামত দিচ্ছে) এর পরেও কি মনে হয় কুরান মুহম্মদের রচনা নয় ?
প্রশ্ন – ৬৬
আল্লাহ কি কোন ব্যাক্তি বিশেষ ? যদি তা না হয় তবে তাঁর আরোহনের জন্যে আরশের প্রয়োজন হবে কেন (Quran 10:3, 69:17) ?
প্রশ্ন – ৬৭
আল্লাহ বলেন, তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা তাঁর প্রতি ঈমান আনেনি (Quan 8:55) ! পৃথিবীর প্রায় ৭০% মানুষের জন্য এই আয়াত প্রযোজ্য ! শুধুমাত্র বিশ্বাস (প্রমানহীন) বা অবিশ্বাসই কি মানুষের উৎকৃষ্টতা বা নিকৃষ্টতা নির্ধারন করতে পারে ?
প্রশ্ন – ৬৮
মানুষের সবকিছুই পূর্বনির্ধারিত ! কেননা, যাবতীয় কিছু ঘটে আল্লাহর ইচ্ছেয় (Quran 3:14, 6:59, 7:188, 9:51) প্রত্যেকের ভাগ্য নির্ধারন করেন তিনি (Quran 2:272, 2:284, 4:88, 5:18, 5:40-41, 6:125, 7:178-179, 11:34, 11:117-119, 14:4, 17:16, 39:23, 39:37-38, 42:44-46, 76:31) তিনিই নির্ধারন করেন কেউ বিশ্বাসী হবে কিনা (Quran 10:99-100, 58:22) প্রত্যেকের ইচ্ছে তাঁর দ্বারা নিয়ন্ত্রিত (Quran 74:55-56, 76:29-30, 81:28-29) ! তাহলে আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি অর্থাৎ তাঁকে অবিশ্বাস করি (আল্লাহর ইচ্ছেয়) তবে পরকালে কেন সাজা পেতে হবে ?
সংশ্লিষ্ট হাদিস (Sahih Bukhari 2:23:444, 2:23:465, 7:71:665, 6:60:473, 4:54:430, 9:93:641, 9:93:546, 8:77:593, 8:77:609, 8:77:611, 4:54:430, 4:55:549, 6:60:473 Sahih Muslim 33:6406, 1:1, 1:6, 33:6390, 33:6436, 33:6421–22)
প্রশ্ন – ৬৯
সমগ্র কুরানে প্রায় অসংখ্য আয়াত রয়েছে যা জানায় যে অবিশ্বাসি হলেই তাকে প্রবেশ করতে হবে দোজখের ভয়াবহ পরিনামে (Quran 2:24, 2:39, 2:90, 2:104, 2:114, 2:121, 2:126, 2:162, 2:167, 2:174, 2:175, 2:191, 2:216, 2:257, 2:264, 3:4, 3:10, 3:12, 3:19, 3:21, 3:77, 3:85, 3:91, 3:102, 3:105, 3:106, 3:116, 3:131, 3:151, 3:176, 3:177, 3:178, 3:197, 4:14, 4:18, 4:37, 4:55, 4:56, 4:115, 4:137, 4:138, 4:140, 4:145, 4:151, 4:161, 5:3, 5:5, 5:10, 5:14, 5:33, 5:36, 5:72, 5:73, 5:86, 6:49, 6:70, 6:93, 6:125, 6:128, 7:36, 7:38, 7:41, 7:50, 8:14, 8:35, 8:37, 8:50, 9:3, 9:13, 9:17, 9:49, 9:61, 9:63, 9:68, 9:73, 9:74, 9:90, 9:113 … ইত্যাদি) ! যেহেতু কোন ব্যাক্তির অবিশ্বাসি হওয়ার জন্যে দায়ি আল্লাহ এবং তার সমস্ত কৃতকর্মও নির্ধারন করেন তিনি, তবে উক্ত ব্যাক্তিকে সাজা দেওয়ার অর্থ কি ?
সমস্ত অবিশ্বাসি দোজখে যাবে (Click the link)
http://www.islamweb.net/emainpage/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=5750
প্রশ্ন – ৭০
শর্ত হল ~ আল্লাহ সর্বশক্তিমান, তাঁর ইচ্ছেয় সবকিছু ঘটে, তিনি ভুল করতে পারেন না ! মানুষ সৃষ্টির সময় তিনিই নির্ধারন করেন কারা বেহেস্ত এ প্রবেশ করবে আর কারা দোজখে ! তাই পৃথিবীতে মানব জীবন কোন পরীক্ষা ক্ষেত্র হতে পারে না যেহেতু কেউ যদি তার ভাগ্য কাজের দ্বারা পরিবর্তন করে তবে বলা যায় আল্লাহ তার ভাগ্য নির্ধারনে ভুল করেছেন ! এ থেকে প্রতিয়মান হয়, মানুষের বেলায় নিজস্ব ইচ্ছে বলে কিছু থাকতে পারে না (Quran 10:99-100, 76:29-30, 17:13, 7:178-179, 32:13 Sahih Bukhari 4:54:430, 4:55:549, 8:77:593, 9:93:546 Sahih Muslim 33:6390) !
প্রশ্ন – ৭১
নিচের কোন আয়াতটি আল্লাহর থেকে আসলে সঠিক বোধ হত বলুন তো ?
১) অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে, যা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে ।
২) অতএব, মানুষের দেখা উচিত কোন উৎস থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত শুক্রানু (যা উৎপন্ন হয় পুরুষের শুক্রাশয় থেকে) এবং নারীর জড়ায়ুতে সংরক্ষিত ডিম্বানুর মিলনের মাধ্যমে । (Quran 86:5-7)
যদি আপনার উত্তর ২ নং হয় তবে আল্লাহকে ‘all knowing’ (Quran 34:26) বলার কোন কারন থাকে কি ?
প্রশ্ন – ৭২
আল্লাহ বলেছেন, তার কাছে কোন বিষয়ে প্রার্থনা করলে তা তিনি কবুল করে নেন (Quran 2:186) ! কেউ যদি ৩০০ বছর বেঁচে থাকার প্রার্থনা করে তবে কি তা মঞ্জুর হবে ?
প্রশ্ন – ৭৩
কখনো কি প্রশ্ন করেছেন, কেন আল্লাহ ব্যাতিত অন্যান্য সৃষ্টিকর্তায় বিশ্বাসের ব্যাপারে কুরান তাদের প্রমান হাজির করতে বলে (Quran 21:24, 23:117, 27:64) অথচ কুরানের ব্যাপারে সন্দেহাতিত ভাবে বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয় (Quran 2:147, 49:15) নয়তো তাদের জন্যে রয়েছে জাহান্নাম (Quran 9:73) ?
প্রশ্ন – ৭৪
কোন সৃষ্টিকর্তা যদি প্রকৃতপক্ষেই দয়ালু হয়ে থাকেন (Quran 21:83) তবে কি করে তার ৮০% ‘র ওপর সৃষ্ট মানুষকে (বিধর্মী বা অবিশ্বাসি) দোজখের আগুনে পোড়ানোর কথা বলেতে পারেন (Quran 9:73) ?
প্রশ্ন – ৭৫
কুরানের দৃষ্টিতে অমুসলিমদের বৈশিষ্ঠ্য গুলো কেমন মনে হয় দেখুন তো ?
তারা অহংকারী এবং বিরোধিতায় লিপ্ত (Quran 38:2) তাদের অন্তর ব্যাধিগ্রস্থ (Quran 2:6, 2:9-10, 47:23-24) তারা বধির বোবা এবং অন্ধ (Quran 2:171) তারা খারাপ প্রকৃতির (Quran 2:254, 5:45, 62:5, 24:55, 7:27, 7:177) লোভী (Quran 2:96) পশুর সমতুল্য (Quran 7:176, 2:65, 5:60, 7:166, 25:44) উচ্ছশৃংখল (Quran 9:30, 63:4) অপরিষ্কার (Quran 9:28) বুদ্ধিহীন (Quran 8:65) এবং সর্বপরি সৃষ্টির নিকৃষ্ট জীব (Quran 8:22, 8:55, 98:6) !
প্রশ্ন – ৭৬
আল্লাহ দাবি করেন, তার ইচ্ছে ব্যাতিত কেউ মরতে পারে না (Quran 3:145) ! কোন টেররিস্ট অ্যাটাকে যত লোক মারা যায় তারা সবাই কি তবে গুনাহগার ? কেউ কি নিরীহ নয় (এমনকি শিশুরাও) ? যদি নিরীহদের মারাই তার উদ্দেশ হয় তবে কি তাকে দয়ালু বলা চলে ?
প্রশ্ন – ৭৭
প্রায় ৬.৫ কোটি বছর পূর্বে পৃথিবীতে গ্রহাণুর ধাক্কায় সংগঠিত মহাপ্রলয়ে মারা গিয়েছিল ডাইনোসরের মত বৃহৎ প্রাণীসহ জীবিত প্রায় অধিকাংশ প্রাণী, যার উল্লেখ কোরানের একটি আয়াতেও নেই ! বরং উল্লেখ আছে ৬০০০ বছর পূর্বের নূহের প্লাবনের কথা (Quran 11:37-44) যার কোন এভিডেন্স এখন পর্যন্ত খুজে পাওয়া যায়নি ! এধরনের অসঙ্গতি কি আপনার চোখে কখনোই ধরা পরেনি ?
প্রশ্ন – ৭৮
কুরানের কিছু আয়াত সরাসরি নির্দেশ দেয় মুহম্মদের নিজস্ব ব্যাপারে, কিছু তার নির্দিষ্ট অনুসারি আর তার তৎকালীন পত্নীদের উদ্দেশ্যে (Quran 33:28, 30, 32, 50-53, 55, 59; 49:2; 58:1, 8-9, 12; 66:3, 5) ! সৃষ্টিকর্তার পাঠানো জীবন বিধান কি করে ব্যাক্তি নির্দিষ্ট বা কোন বিশেষ ঘটনার প্রেক্ষিতে হতে পারে ?
প্রশ্ন – ৭৯
আল্লাহর ইচ্ছে ব্যাতিত কেউ তার ওপর বিশ্বাস আনতে পারে না এবং তিনিই তাদের ভুল পথে চালিত করেন (Quran 10:100, 4:88, 4:143, 6:39, 6:125, 7:178, 7:186, 14:4, 16:37, 16:93, 17:97, 35:8, 39:23) ! তাহলে সেই আল্লাহ কতৃকই ~ অবিশ্বাসিদের (80% of the world’s population) জন্যে আছে জাহান্নামের আগুন বা তাদের ধরে ধরে হত্যা করো ~ জাতিয় নির্দেশনার অর্থ কি ?
প্রশ্ন – ৮০
ভাষা সৃষ্টির ইতিহাস খুব বেশি দিনের নয়, তবে আল্লাহ আদমকে কোন ভাষায় সব কিছুর নাম শিখিয়ে পড়িয়ে দিলেন (Quran 2:29-36) ? ভাষা যদি শিখিয়েই দেন তবে আদম সন্তানদের (মানুষদের) আবার ভাষা শেখার প্রয়োজন পড়লো কি জন্যে অথবা এতো হাজার প্রকার ভাষার উৎপত্তির ব্যাখ্যা কি ?
http://en.wikipedia.org/wiki/Language
প্রশ্ন – ৮১
কুরান কখনোই বলে না পূর্ববর্তি পাঠানো গ্রন্থসমূহ লিখিত ভাবে বিকৃত করা হয়েছে, বরং জানায় তারা শুধু সেসব পাঠানো বানীর ব্যাখ্যা দিতে ভুল করছে (Quran 2:59, 2:77, 2:140, 3:78, 3:79, 3:187, 4:46, 5:13, 5:15, 5:41) ! তাহলে কুরান কেন বাইবেলের বানীর সাথে কন্ট্রাডিকশন তৈরি করে ? [যেখানে মুহম্মদ পূর্ব সময়ের পান্ডুলিপি (সংরক্ষিত) আর বর্তমানের বাইবেল একই] !
Quran charges that the Jews and Christian’s corrupted their scriptures, but only in their oral recitations. Early Islamic scholars such as Ibn al-Layth, Ibn Rabban, Ibn Qutayba, Al-Ya’qubi, Al-Tabari, Al-Baqillani, Al-Mas’udi, and Al-Bukhari confirm that the Taurat and Injil were not physically corrupted. ~ Camilla Adang (1996), Muslim Writers on Judaism & the Hebrew Bible from Ibn Rabban to Ibn Hazm, Leiden: Brill.
প্রশ্ন – ৮২
যদি কুরান পূর্ববর্তি গ্রন্থ সমূহের সত্যায়নকারী হয়ে থাকে (Quran 2:89, 2:91, 2:101, 2:140, 3:3, 3:8, 14:47, 5:43-48, 20:133) তবে আল্লাহ পরমূহুর্তেই মুসলিমদের কি করে নির্দেশ দেন যে ইহুদি আর খৃষ্টানদের বন্ধু হিসেবে গ্রহন করা যাবে না (Quran 5:51) ?
প্রশ্ন – ৮৩
আল্লাহ জিব্রাইল কতৃক মুহম্মদের ওপর কুরান নাজিল করেছেন যার একমাত্র প্রমান মুহম্মদের কথা, অর্থাৎ তাকে অন্ধভাবে বিশ্বাস করলে কুরান সত্য নয়তো নয় ! তারপরও আল্লাহ কি করে দাবি করেন তিনি প্রমান সহ কুরান নাজিল করেছেন (Quran 6:57, 6:157, 45:20, 2:185, 4:174) ?
প্রশ্ন – ৮৪
কুরানের বহু আয়াত তার অন্য আয়াত দ্বারা নাকচ হয়ে যায় (নিচে দেখুন) ! কুরান কোন সৃষ্টিকর্তা প্রদত্ত মানব নির্দেশনা হলে সেটা কি এমন হওয়ার কথা ?
2:62 (Abrogated) > 3:85 (Abrogator) 2:83 (Abrogated) > 9:5 (Abrogator)
2:109 (Abrogated) > 9:29 (Abrogator) 2:115 (Abrogated) > 2:144 (Abrogator)
2:139 (Abrogated) > 9:5 (Abrogator) 2:158 (Abrogated) > 2:130 (Abrogator)
2:178 (Abrogated) > 5:45, 17:33 (Abrogator) 2:180 (Abrogated) > 4:7, 4:11 (Abrogator)
2:183–184 (Abrogated) > 2:185 (Abrogator) 2:190 (Abrogated) > 9:5, 9:36 (Abrogator)
2:191–192 (Abrogated) > 9:5 (Abrogator) 2:215 (Abrogated) > 9:60 (Abrogator)
2:217 (Abrogated) > 9:5 (Abrogator) 2:219 (Abrogated) > 4:43, 5:90 (Abrogator)
2:221 (Abrogated) > 5:5 (Abrogator) 2:228 (Abrogated) > 2:229–230 (Abrogator)
2:234 (Abrogated) > 2:240 (Abrogator) 2:256 (Abrogated) > 9:5 (Abrogator)
3:20 (Abrogated) > 9:5 (Abrogator) 3:28 (Abrogated) > 8:57, 9:5, 51:55 (Abrogator)
3:111 (Abrogated) > 9:29 (Abrogator) 3:145 (Abrogated) > 17:18 (Abrogator)
3:186 (Abrogated) > 9:29 (Abrogator)
4:43 (Abrogated) > 5:90 (Abrogator) 4:63 (Abrogated) > 9:5 (Abrogator)
4:64 (Abrogated) > 9:80 (Abrogator) 4:71 (Abrogated) > 9:122 (Abrogator)
4:80–81 (Abrogated) > 9:5 (Abrogator) 4:84 (Abrogated) > 9:5 (Abrogator)
4:90-91 (Abrogated) > 9:5 (Abrogator) 4:92 (Abrogated) > 9:1 (Abrogator)
4:93 (Abrogated) > 25:68-70 (Abrogator) 4:140 (Abrogated) > 9:5 (Abrogator)
5:2, 5:13, 5:99 (Abrogated) > 9:5, 9:29 (Abrogator) 6:121 (Abrogated) > 5:5 (Abrogator)
6:66, 6:68, 6:70, 6:91, 6:104, 6:106–108, 6:112, 6:137, 6:159 (Abrogated) > 9:5 (Abrogator)
11:12, 10:121–122, 15:3, 16:125, 19:39, 19:75, 20:130, 24:54 (Abrogated) > 9:5 (Abrogator)
31:23, 33:48, 35:23, 41:34, 42:6, 43:83, 43:89, 45:14, 47:4, 52:45 (Abrogated) > 9:5 (Abrogator)
7:199 (Abrogated) > 9:5 (Abrogator) 8:61, 8:72–73 (Abrogated) > 9:5, 9:29 (Abrogator)
8:65 (Abrogated) > 8:66 (Abrogator) 9:7 (Abrogated) > 9:5 (Abrogator)
9:97–98 (Abrogated) > 9:99 (Abrogator) 10:41, 10:99, 10:108 (Abrogated) > 9:5 (Abrogator)
16:67 (Abrogated) > 5:90 (Abrogator) 17:23-24 (Abrogated) > 9:113 (Abrogator)
24:27 (Abrogated) > 24:29(Abrogator) 25:68–69 (Abrogated) > 25:70 (Abrogator)
29:46 (Abrogated) > 9:29 (Abrogator) 33:52 (Abrogated) > 33:50 (Abrogator)
39:13 (Abrogated) > 48:2 (Abrogator) 46:9 (Abrogated) > 48:1-6 (Abrogator)
42:20 (Abrogated) > 17:18 (Abrogator) 42:23 (Abrogated) > 34:47 (Abrogator)
53:39 (Abrogated) > 52:21 (Abrogator) 58:12 (Abrogated) > 58:13 (Abrogator)
80:12 (Abrogated) > 81:29 (Abrogator) 73:19 (Abrogated) > 76:30 (Abrogator)
81:28 (Abrogated) > 81:29 (Abrogator) 95:8, 109:6 (Abrogated) > 9:5 (Abrogator)
প্রশ্ন – ৮৫
কুরানের আয়াত 7:155-157 অনুসারে, আল্লাহ মুসা (Moses) কে বলেন যে, উম্মী (unlettered) নবী (মুহম্মদ) এর ব্যাপারে তাদের কাছে থাকা তৌরাত এবং ইঞ্জিলে বলা আছে ! অন্যদিকে আয়াত 5:46 অনুসারে আল্লাহ ইশা (jesus) কে ইঞ্জিল কিতাব দিয়ে পাঠিয়েছেন ! উক্ত দাবির ভিত্তি তাহলে কোথায় যেহেতু মুসা জন্ম নিয়েছিলেন ইশার প্রায় ১৪০০ বছর পূর্বে ?
Rabbinical Judaism calculated a lifespan of Moses corresponding to 1391–1271 BCE; Christian tradition has tended to assume an earlier date. http://en.wikipedia.org/wiki/Moses
প্রশ্ন – ৮৬
আয়াত 10:90-92 অনুসারে, যখন আল্লাহ ফেরাউন কে শাস্তি দিতে উদ্যত হলেন, তখন যে আল্লাহতে বিশ্বাস নিয়ে আসলো ! কিন্তু অন্য আয়াত 4:18 এবং 40:83-85 অনুসারে, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে শেষ মুহুর্তে নিয়ে আসা ঈমানের কোন মূল্য তিনি দেন না বরং তাদের জন্যে শাস্তিই বরাদ্ধ ! অন্য দিকে আয়াত 10:100 অনুসারে, আল্লাহর ইচ্চে ব্যাতিত কেউ বিশ্বাস আনতে পারে না ! আপনি কি এবার ভেতরের অসামঞ্জস্যতা ধরতে সক্ষম হয়েছেন ?
প্রশ্ন – ৮৭
আয়াত 3:7 অনুসারে, কুরান দাবি করে যে এতে উল্লেখিত কিছু আয়াত ব্যাবহৃত হয়েছে রূপক অর্থে যা আল্লাহ ছাড়া অন্য সবাই বুঝতে অক্ষম ! অন্য দিকে একই আয়াতে দাবি করা হয় যে একমাত্র বোধবুদ্ধি সম্পন্নরাই তা অনুধাবন করতে পারবে ! বিষয়টা যে একটা স্ববিরোধিতা তা কি বুঝতে পারছেন ?
প্রশ্ন – ৮৮
সৃষ্টিকর্তা আসলে কতজন যে আল্লাহ তাদের মাঝে অন্যতম (Quran 23:14, 37:125 l-khāliqīna means the Creators) ?
প্রশ্ন – ৮৯
জড় বস্তুর কি চিন্তা বা অনুভব করার ক্ষমতা অথবা নিজস্ব ইচ্ছা আছে ? তাহলে কি করে আকাশ, পৃথিবী ও পর্বতমালা আল্লাহর আমানত অস্বীকার করে বা ভীত হয় (Quran 33:72) ?
প্রশ্ন – ৯০
আল্লাহ সূর্য এবং চন্দ্রকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন যারা নিয়ম অনুসারে আবর্তন করে (Quran 14:33) ! রূপকথা ছাড়া কথাটা কোন দিক দিয়ে মানানসই ?
প্রশ্ন – ৯১
কুরান অনুসারে (Quran 28:38), ফেরাউন তার অনুসারীদের ইট পুড়িয়ে প্রাসাদ নির্মানের নির্দেশ দেন ! কিন্তু উক্ত বক্তব্যটি কি একটি ঐতিহাসিক ভুল নয়, যেহেতু মিশরিয়রা কখনোই ইট পুড়িয়ে নয় বরং পাথর কেটে ঘর বানাতো ? (প্রকৃতপক্ষে এই অসত্যটি মুহম্মদ কপি করেছেন বাইবেল Genesis 11:3-4 থেকে)
The Egyptians constructed their public buildings with cut stone, not bricks. The Mesopotamians, by comparison, constructed most of their public buildings with baked bricks since they lacked a good source of cut stone. Except for some minor ruins at Nebesheh and Defenneh, baked [or burnt] bricks were not used in Egypt before the Roman period (Manual of Egyptian Archaeology, G. Maspero, H. Grevel, p. 4).
প্রশ্ন – ৯২
কুরানের আয়াত 25:35-38 দাবি করে, আল্লাহ মুসা ও তার ভ্রাতা হারুন কে পাঠিয়েছেন অবিশ্বাসী মিশরীয় এবং ইজ্রাইলিদের কাছে এবং তাদের সমূলে ধ্বংস করে দিয়েছেন ! কিন্তু প্রকৃতপক্ষে তা সংগঠিত হয়নি যেহেতু উক্ত জাতি এখনো বিদ্যমান ! এগুলোর উদ্দেশ্য কি তাহলে মুহম্মদ কতৃক মিথ্যার আশ্রয় নিয়ে এবং ভয় দেখিয়ে তার অনুসারীর সংখ্যা বাড়ানো ?
প্রশ্ন – ৯৩
আল্লাহ কোন প্রেক্ষিতে দাবি করেন (Quran 33:4) তিনি মানুষকে কখনো দুইটা হৃদপিন্ড দেন না, যেখানে দুই হৃদপিন্ড বিশিষ্ট মানুষ পাওয়া দুষ্কর নয় [G. M. Gould, W. L. Pyle (Julian Press, 1896) Anomalies and Curiosities of Medicine p. 296] ?
প্রশ্ন – ৯৪
মুহম্মদ ভুলবসত নিজেই স্বীকার করে নিয়েছেন যে কুরান তার নিজের বানী (Quran 69:40, 81:19) tub’ṣirūna [you see] innahu [Indeed, it (is)] laqawlu [surely (the) Word] rasūlin [(of) a Messenger] ! এই ত্রুটি গুলো কি আপনার চোখে পড়ে না ?
প্রশ্ন – ৯৫
মানুষের জন্যে নাজিলকৃত পূর্নাঙ্গ জীবন বিধান কুরানের আয়াত গুলো কি কখনো বিশ্লেষন করে দেখেছেন ?
1 কুরানে ৩০০ টির মত আয়াত রয়েছে শুধুমাত্র আল্লাহ কে ভয় করার ব্যাপারে !
2 মাত্র ৪৯ টি আয়াত রয়েছে ভালোবাসা সম্পর্কিত (যার মধ্যে ১৪ টা আয়াত নেতিবাচক অর্থে, ৩ টি আয়াত মানবজাতিকে নির্দেশ দেয় আল্লাহ কে ভালবাসতে, ২ টি আয়াত আল্লাহ কিভাবে বিশ্বাসিদের ভালোবাসেন সে ব্যাপারে ! প্রায় ২৫ টির মত আয়াত আছে আল্লাহ অবিশ্বাসিদের ভালোবাসেন না সে ব্যাপারে ! ৩ টি আয়াত আছে নিজ আত্মিয় বা মুসলিম ভাইদের ভালোবাসার ব্যাপারে, ১ টি আয়াত মুসলিমদের নির্দেশ দেয় আল্লাহকে ভালোবাসতে ! অন্য ১ আয়াতে আছে ভালোবেসে দান খয়রাতের ব্যাপারে) !
3 প্রায় ৬৭% মক্কান আয়াত রয়েছে মুহম্মদ কে মেনে না নেওয়ার কারনে অবিশ্বাসিদের শাস্তি দেওয়া প্রসঙ্গে !
4 প্রায় ৫০% এর ওপর মদিনান আয়াত রয়েছে মুশরিক এবং অবিশ্বাসিদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া প্রসঙ্গে !
5 সমগ্র কুরানে প্রায় ৫০০ ‘র কাছাকাছি আয়াত রয়েছে (বলতে গেলে প্রতি ১২ টার মধ্যে ১ টা) যা মানুষকে জানান দেয় দোজখের ব্যাপারে !
6 কুরানে দোজখ শব্দটা কুরানে উল্লেখ আছে ১৪৬ বার, যার মধ্যে ৯ বার উল্লেখ আছে নীতিবোধ থেকে পতিত হওয়ার অপরাধে ! বাকি ১৩৭ বার অনন্তকাল দোজখে থাকার কথা বলা আছে শুধুমাত্র মুহম্মদের সাথে একমত না হওয়ার জন্যে !
7 প্রায় ৪০০ টির মত আয়াত শিক্ষা দেয় ইহুদি, খৃষ্টান, পৌত্তলিক এবং কাফের দের ঘৃনা করার ব্যাপারে !
8 প্রায় ১৪ টির মত আয়াত আছে যা মুসলিমদের কোন অমুসলিম বা কাফের দের সাথে বন্ধুত্ব করতে মানা করে !
9 প্রায় ১৬৪ টির মত আয়াত রয়েছে যা পরিস্কারভাবে সরাসরি মুসলিমদের নির্দেশ দেয় যুদ্ধ বা জিহাদে অংশ নেওয়া প্রসঙ্গে !
10 কুরান, হাদিস এবং সিরাত – এই তিনটির মাঝে মাত্র ১৭% আল্লাহর সাথে সম্পর্কিত, আর বাকি ৮৩% মুহম্মদের কার্যকলাপ আর কথাসমষ্টির অংশ বিশেষ !
http://godofreason.com/new-page-105.htm
http://www.yoel.info/koranwarpassages.htm
যদি আল্লাহকে কেউ নাই দেখে থাকে (Quran 42:51, 6:102-103), তার লিঙ্গ নির্ধারন সম্ভব নয় ! তাহলে তাকে কেন পুরুষ বাচকে আহবান করা হয় (Quran 42:51, 6:102-103) ?
প্রশ্ন – ২
কোন কথা আস্থাযোগ্য না হলেই মানুষ শপথ করে / কছম কাটে ! তবে কেন আল্লাহকে কুরানে এতোবার কছম কাটতে হলো (Quran 57:1-4, 52:1-6, 53:1, 56:75, 70:40, 74:31-34, 84:16-18, 89:1-4, 92:1-3, 95:1-3 … ইত্যাদি) ?
প্রশ্ন – ৩
কুরানের আয়াত (2:1, 29:1, 30:1, 7:1) ‘আলিফ লাম মিম’ বা (27:1) ‘ত্বা-সীন’ এর অর্থ কি সেটা কোন মুসলিমই জানে না ! তাহলে এটাকে কুরানে অন্তর্ভুক্ত হওয়ার মানে কি যেখানে কুরানেই বার বার বলা হয়েছে যে তা সহজ এবং পরিষ্কার ভাবে নাজিল হয়েছে যেন সবাই বুঝতে পারে (Quran 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:138, 12:2, 43:3, 54:32, 54:40, 54:22, 54:17, 24:18) ?
প্রশ্ন – ৪
কুরানের আয়াত (Quran 6:101) অনুযায়ী আল্লাহর কোন সন্তান থাকতে পারেন না যেহেতু তাঁর কোন সঙ্গি নেই ! আবার এও বলে যে মেরির গর্ভে সন্তান আসে কোন পিতা ছাড়াই (Quran 19:20-21) কিভাবে মেরির ক্ষেত্রে এমন একটা ব্যাপার ঘটলো যেটা আল্লাহ পারে না ? এটা কি আল্লাহর ক্ষমতার (Omnipotence means unlimited power, capable of doing absolutely anything) দিকে প্রশ্ন তোলে না ?
প্রশ্ন – ৫
কুরান ‘বৈদিক’ বা ‘বৌদ্ধ’ ধর্মের মত গুরুত্বপুর্ণ ধর্ম গুলো বাদ দিয়ে কেন এমন একটা ধর্মের উল্লেখ করে যার অস্তিত্ব বিলুপ্ত (যেমন Sabians : Quran 2:62) এর মানে কি এই দাড়ায় না যে নবী মুহম্মদের সেসকল ধর্ম সম্পর্কে কোন ধারনাই ছিলো না ?
প্রশ্ন – ৬
মুসলিম দের দাবী অনুসারে কুরান যদি মানুষের জন্যে সৃষ্টকর্তার পাঠানো জীবন বিধানই হবে, তবে কেন এতে পুরো একটা সুরা জুড়ে স্থান পাবে Abu Lahab নামক তৎকালিন এক ব্যক্তির প্রতি আল্লাহর আক্রোশ এবং অভিশাপ পূর্ণ বানী (Quran 111:1-5) এটা কি একজন সৃষ্টিকর্তার জন্যে হাস্যকর নয় ?
প্রশ্ন – ৭
কুরানের ভাষ্যমতে, এটা যদি আল্লাহ ব্যাতিত অন্য কারো রচিত হত তবে তাতে বৈপরিত্য দেখা যেত (Quran 4:82) ! কিন্তু কুরানে প্রচুর আয়াত খুঁজে পাওয়া যায় যেগুলো একটার সাথে অন্যটা সাঙ্ঘর্ষিক (যেমন Quran 29:46 and 9:29) ! এর মানে কি এই নয় যে কুরান আসলে মুহম্মদেরই রচনা ?
প্রশ্ন – ৮
সুরা ফাতিহা’র (Quran 1:1-7) আয়াতগুলো দ্বারা মুহম্মদ কত্রিক আল্লাহর প্রশংসা করাটাকেই বোঝায় ! তাহলে কুরান কি করে আল্লাহর থেকে পাঠানো বানী হতে পারে ?
প্রশ্ন – ৯
কুরানে রয়েছে আল্লাহর প্রতি প্রচুর প্রশংসা / গুন বাচক শব্দ (Quran 2:37,54,105,115,127-129,137,143,148, 173,182,199,209,126-128 …. ইত্যাদি) ! কোন সৃষ্টি কর্তার দ্বারা কি এমন (মানুষের মত) হাস্যকর কাজ করা সম্ভব (নিজের ঢোল নিজে পেটানো) ?
প্রশ্ন – ১০
কুরান আল্লাহর পাঠানো বানী হলে তাতে সর্বদা থাকবে প্রথম পুরুষ বাচক শব্দ (যেমন Quran 2:38) কিন্তু কুরান জুড়েই রয়েছে তিনি/যিনি/তাঁর/আমরা/আল্লাহ (নিজের নাম) ইত্যাদি সহস্র ব্যাকরণগত ভুল (Quran 1:1-7, 2:7-10,26-29,31,33, …. 3:2-9,18-21,32-34,40-41,50-55,62-63,70,73-74, …. 4:1,5,11-15,17,19,26-29,32,34,36, …. 5:7-8,11-12,47,51,54-56, …. ইত্যাদি) ! এ থেকে কি এটাই প্রতিয়মান হয় না যে কুরান নিরক্ষর মুহম্মদের নিজের মুখের কথা ?
প্রশ্ন – ১১
Quran 2:117 অনুযায়ী আল্লাহ যখন কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন তখন তিনি বলেন, ‘হয়ে যাও’ আর তৎক্ষণাৎ তা হয়ে যায় । তাহলে আকাশ এবং পৃথিবী সৃষ্টিতে তাঁর ৬ দিন (period) লাগলো কেন (Quran 7:54; 10:3; 11:7; 25:59; 32:4; 50:38; 57:4) ? এখানে কি আল্লাহর কাজে এবং কথায় কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে না ?
প্রশ্ন – ১২
কল্পকাহিনী পড়ে ছোট বাচ্ছাদের মনে বিশ্বাস তৈরি হয় যে ”সিন্ডেরেলা” আসলেই পাখি বা ইদুরের সাথে কথা বলতে পারে ! একজন বয়স্ক মানুষ যখন বিশ্বাস করে সোলেমান আসলেই কোন পিপড়ার সাথে কথা বলেছে (Quran 27:18-19), তখন কি তাকে কোন বাচ্চা থেকে পৃথক মনে হয় ?প্রশ্ন – ১৩
মুসলিমরা দাবি করে কুরান সকল প্রকার অসামঞ্জস্যতা মুক্ত ! তাই যদি হয় তবে এতে কেন একই কথার
এতোবার পুনরাবৃতি ঘটেছে (Quran 54:17, 22, 32, 40 … 55:13, 16, 18, 21, 23, 25, 28, 30, 32, 34, 36, 38,
40, 42, 45, 47, 49, 51, 53, 55, 57, 59, 61, 63, 65, 67, 69, 71, 73, 75, 77… 26:107-110, 125-127, 131, 144, 150, 163, 179 … 109:3, 5 … 2:1, 29:1, 30:1 … ইত্যাদি) ?
প্রশ্ন – ১৪
আল্লাহর কি প্রয়োজন পড়লো তার অনুসারিদের লুটের মাল ঘুষ দেওয়ার (Quran 48:20, 8:41) ?প্রশ্ন – ১৫
কুরানের বহু আয়াত রয়েছে শূধু মাত্র নবী মুহম্মদের ব্যাক্তিগত সমস্যার সমাধানের উদ্দেশ্যে (Quran 33:28-30, 33:32-33, 33:37-38, 33:50-53, 33:55-59, 66:1-5) ? সমগ্র মানব জাতির জন্যে রচিত জীবন বিধানে নবীর জন্যে আল্লাহর এধরনের ‘বিশেষ’ মাথা ব্যাথা থাকবে কেন ?
প্রশ্ন – ১৬
আল্লাহ কেন Cousin দের মধ্যে বিয়ের অনুমোদন দিয়েছেন (Quran 4:23), এমনকি উৎসাহিত পর্যন্ত করেছেন (মুহম্মদের ক্ষেত্রে, Quran 33:37) ? তিনি কি জানতেন না যে এর ফলে পরবর্তি প্রজন্মে genetic disorder ঘটে থাকে ?http://www.pnas.org/content/107/suppl.1/1779.full
প্রশ্ন – ১৭একজন মানুষের ভবিষ্যৎ তার মাতৃগর্ভেই লিখে দেওয়া হয় (Sahih Bukhari 55:550) এবং তাদেরকে ভুল পথে চালিত করার মূলে রয়েছেন স্বয়ং আল্লাহ (Quran 2:6-7, 6:125, 35:8) ! তাহলে কেন তাদের কে কৃত কর্মের জন্যে কিংবা কাফের/অবিশ্বাসী হওয়ার জন্যে পরকালে সাজা পেতে হবে (Quran 2:24, 2:39, 2:90, 2:104, 2:114, 2:126, 2:162, 2:167, 2:174, 2:257, 3:10, 3:12, 3:77, 3:85, 3:106, 3:197, 4:18, 4:55, 4:115, 4:140, 5:34, 6:128, 7:38, 9:73, 9:61, 9:113, 14:17, 22:19, 48:13, 69:30-33) ?
প্রশ্ন – ১৮
কুরান ভুলবশত (?) হত্যার বেলায় একটা সহজ সাজা নির্ধারন করে দিয়েছে – একজন দাস মুক্তি / রক্ত পণ অর্পন (ক্ষতি পূরণ) / দুই মাস সিয়াম (রোজা পালন), যদিও ইচ্ছেকৃত হত্যার বেলায় বেঁচে থাকতে তাঁর কোন সাজা নেই (Quran 4:92-93) ! আপনার কি মনে হয় এটা কোন আল্লাহর তৈরি আইন হতে পারে ?
প্রশ্ন – ১৯
ইসলামি বেহেস্তে রয়েছে পুরুষের জন্যে স্বর্গীয় সুখের আশ্বাস (Quran 52:17-20, 37:40-49, 44:51-54, 55:54-56, 55:72-74, 78:31-34, 56:16-22), কিন্তু নারীর জন্যে কিছুই নয়, বরং তাদের অধিকাংশের জন্যে রয়েছে দোজখের আগুন (Sahih Bukhari 2:24:541) ! আপনার (for women) কি মনে হয় না মুহম্মদের আল্লাহ একজন নারী বিদ্বেষী ?
প্রশ্ন – ২০
কোন বিষয়ে প্রশ্ন করা আল্লাহ ও তার নবীর পছন্দ নয় (Quran 5:101, 5:102, Sahih Bukhari 2:24:555) ! কেন এই চিন্তার পরাধীনতা ? এর কারন কি এই যে তাতে করে ধর্মের মিথ্যা দিক গুলো প্রকাশ পেয়ে যেতে পারে ?
প্রশ্ন – ২১
আল্লাহর ভাষ্যমতে, মৃত্যুর পরে সকল প্রানী (পশুপাখি থেকে শুরু করে কীটপতঙ্গ) মানুষের সাথে যোগ দেবে, যাদের একইসাথে পাপকাজের বিচার অনুষ্ঠিত হবে (Quran 6:38) ! প্রশ্ন হলো, অন্যান্য জীবের বেলায় পাপ কাজের মাপকাটি ধরা যায় কিভাবে ? মানুষের মত তাদের মাঝেও কি কোন নবী নির্বাচিত হয় বা কোন আসমানি কিতাব দেওয়া হয় ? তাদের কি আল্লাহ/সৃষ্টিকর্তা ব্যাপারটা বোঝার মত কোন ধরনের বোধবুদ্ধি আছে ? কিংবা আছে তাঁকে অস্বীকার করার মত কোন বিষয় (অর্থাৎ কাফেরের উপস্থিতি) ?
প্রশ্ন – ২২
মৌমাছি বেঁচে থাকে মধু খেয়ে ! কিন্তু কুরানে উল্লেখ আছে তাদের খাদ্য ফল (Quran 16:68-69) ! এটা কি মুহম্মদের ভুল অনুমানের ফসল নয় ?
প্রশ্ন – ২৩
আল্লাহ ঘোড়া, গাধা এবং খচ্চর কে তৈরি করে দিয়েছেন মানুষের আরোহনের জন্যে (Quran 16:8) ! কিন্তু তিনি কি এটা জানতে না যে এগুলোকে পোষ মানাতে মানুষের বহু বছর লেগেছে (Horses were domesticated approximately 4,000 years ago in East Europe or Central Asia) যার পূর্বে তা ছিল বন্য ? আর ভবিষ্যতে মানুষ আরোহনের জন্যে যে অন্য কিছু ব্যবহার করবে তাও কি তার অজানা ছিলো ?
প্রশ্ন – ২৪
আরব অঞ্চলে সচরাচর যে সকল জীব দেখা যায় অর্থাৎ – যেগুলো বুকে হেটে চলে (সাপ), দুই পায়ে (মানুষ) এবং চার পায়ে (অন্যান্য জন্তু, গিরগিটি) চলে সেগুলোর কথাই উঠে এসেছে কুরানে (Quran 24:45) ! অথচ হাজার পা যুক্ত প্রানীও পৃথিবিতে বিদ্যমান (Millipedes) ! এসব কি মুহম্মদের অজ্ঞতার ফসল নয় ?
প্রশ্ন – ২৫
ইহুদিরা (Jews) সম্পূর্ণ রূপে একেশ্বরবাদী থাকা সত্বেও কুরান কিসের ভিত্তিতে দাবি করে তারা বহুঈশ্বরে বিশ্বাসি (Quran 9:30) ?
http://en.wikipedia.org/wiki/Judaism%27s_view_of_Jesus
প্রশ্ন – ২৬
কুরানে উল্লেখ আছে আল্লাহ মুহম্মদ কে Masjid al-Haram (Sacred Mosque) থেকে Masjid al-Aqsa (farthest
Mosque) পর্যন্ত ভ্রমন করান (Quran 17:1) ! কিন্তু মুহম্মদের জীবনকালে Masjid al-Aqsa ‘র কোন অস্তিত্বই ছিল না ! তাহলে এধরনের মিথ্যাচারের কারন কি ?
http://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque
প্রশ্ন – ২৭
কুরান বলে একজন মুসলিম কে সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত রোজা পালন করতে হবে (Quran 2:187) ! আবার প্রার্থনার ব্যাপারটাও সুর্যোদয় এবং সুর্যাস্তের সাথে সম্পর্কিত (Quran 17:78) ! কিন্তু সমগ্র মানুষের এই জীবন বিধানে Eskimo দের ব্যাপারে কোন নির্দেশনা নেই ! এটা কি কুরান রচয়িতার অজ্ঞতা নয় ?
In polar regions, there are six months without sunlight and six months perpetual night during winter and summer.
প্রশ্ন – ২৮
কুরান অনুসারে, পবিত্র মক্কা মুসলিম দের জন্যে একটা সুরক্ষিত বা নিরাপদ জায়গা (Quran 2:125, 5:97) (যেটা আল্লাহর একটা মিথ্যা প্রতিশ্রুতি) ! অথচ তিনি কি ভবিষ্যতে এই মক্কাতেই মুসলিম নিধনের ব্যাপারে অজ্ঞেয় ছিলেন না ?
Juhayman al-Otaybi and Abd-Allah ibn al-Zubayr, and Abu Tahir al-Janabi killed thousands of Muslim pilgrims in Mecca. Moreover, Yazid Bin Muawiya sent a battalion of army to attack Mecca and desecrated the Kaaba.
http://www.webcitation.org/mainframe.php
http://news.bbc.co.uk/2/hi/middle_east/2749231.stm
http://topnews.us/content/28575-77-muslims-killed-while-performing-hajj-saudi-floods
http://www.webcitation.org/query?url=http://www.emirates247.com/news/region/20-miscarriage-cases-in-haj-2011-11-05-1.426972&date=2011-11-05
প্রশ্ন – ২৯
আল্লাহর ভাষ্য অনুযায়ী, অমুসলিম/কাফের সম্প্রদায় মূখ, বধির এবং অন্ধ (Quran 2:18) ! অথচ সমগ্র মুসলিম বিশ্বের যাবতিয় বিজ্ঞান ও প্রযুক্তির মূলে রয়েছে ওই সব অমুসলিমদের অবদান/আবিষ্কার ! তাহলে আল্লাহর এ ধরনের হাস্যকর দাবির ভিত্তি টা কোথায় ?
Computers, TV’s, space shuttles, helicopters, ipods, nuclear bombs, cameras, satellites, birth control pills, vaccination for smallpox, telephones, radios, light bulbs, microchips, CDs, playstations, refrigerators, microwaves, stainless steel, plastic, aluminium, x-rays, polio-vaccine, anti-biotics, heart-transplants etc. were all invented by non-Muslims. Moreover, statistics show correlation studies indicating that religious conviction diminishes with education level.
প্রশ্ন – ৩০
পৃথিবীর সকল প্রানীই কি মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে (Quran 6:38) ? কুরান
রচয়িতার কি জাগুয়ার (jaguar), লেপার্ড (leopard) বা মাকর্সা (spiders) এদের ব্যাপারে অজানা ছিল ?
প্রশ্ন – ৩১
পৃথিবীতে প্রায় ৫০০০-১০০০০ এর মাঝামাঝি ভাষা রয়েছে ! এর মাঝে শুধু মাত্র আরবীতে কুরান নাজিল (Quran 43:3) হওয়ার মানেই হল অন্য ভাষাভাষিদের জন্যে তা বোঝার (অনুবাদ হওয়া সত্বেও) এবং পড়ার সমস্যার সৃষ্টি হওয়া ! আল্লাহ কেন এই ব্যাপার টার কোন সমাধান তার পূর্নাঙ্গ জীবন বিধানে উল্লেখ করলেন না ? তবে কি ধরে নেওয়া যায় তিনি শুধু আরবীয়দের ঈশ্বর ?
প্রশ্ন – ৩২
কুরানে উত্তরাধিকার সম্পত্তি বন্টনে কেন এমন ভুল থাকবে (Quran 4:11-12) ? একজন সৃষ্টিকর্তার পক্ষে কি মানুষের মত কোন রূপ ভুল হওয়া আদৌ সম্ভব ?
Wife: 1/8 = 3/24
Daughters: 2/3 = 16/24
Father: 1/6 = 4/24
Mother: 1/6 = 4/24
Total = 27/24 = 1.125 (Not equal to 1)
প্রশ্ন – ৩৩
মহাশূন্য ভ্রমনের পথপ্রদর্শক হল অমুসলিমরা প্রায় ৫০ বছর আগে ! বর্তমান প্রযুক্তি ব্যবহার করে মানুষ ইতিমধ্যে সৌরজগতের শেষ সীমা উৎঘাটন করে ফেলেছে ! অথচ কুরান দাবি করে আল্লাহর অনুমতি ব্যতিত কারো পক্ষে আকাশ ভ্রমন বা পৃথিবীর সীমা অতিক্রম সম্ভভপর নয় (Quran 55:33) ! তাহলে কি বলা যায় যে আল্লাহর ইচ্ছে অমুসলিমদের বেলায় কাজ করে না ?
প্রশ্ন – ৩৪
আল্লাহ যদি সর্বজ্ঞ হন (Quran 49:16) তবে তার বান্দাদের পরিক্ষা করে দেখার কোন মানে আছে কি (Quran 2:155) ?
প্রশ্ন – ৩৫
Quran 43:11 অনুসারে আল্লাহ পৃথিবিতে পরিমিত পরিমান বৃষ্টিপাত ঘটান ! তাহলে আপনি কিভাবে বন্যা হওয়ার বিষয়টাকে ব্যাখ্যা করবেন ? এটা কি এই নয় যে, বৃষ্টিপাত বিহিন মরু অঞ্চলে থাকার ফলে কুরান রচয়িতার প্রবল ধরনের ধ্বংসাত্মক বৃষ্টিপাত সম্বন্ধে কোন ধারনাই ছিলো না ?
প্রশ্ন – ৩৬
আল্লাহ জানান যে, মুহম্মদ শুধুমাত্র একজন সাধারন মানুষ ব্যতিত আর কিছু নয় যে (Quran 17:90-96) কাফের দের কোন অবিশ্বাস্য ঘটনা দেখাবেন ! আবার এও বলে, মুহম্মদ কাফের দের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন (Quran 54:1-2 Sahih Bukhari 4:56:830, 4:56:831) ! এখানে কি আল্লাহ কে মিথ্যাবাদি বলে মনে হচ্ছে না ?
প্রশ্ন – ৩৭
কুরান অনুসারে, একজন পালিত পুত্র কখনোই পরিবারের অন্তর্গত হতে পারে না (Quran 33:4) ফলে তাদের তালাক প্রাপ্ত স্ত্রিকে বিয়ে করায় কোন দোষ নেই ! অন্যদিকে একজন দুধ মাতা বা সেই দিক থেকে বোনেরা পরিবারের অন্তর্গত (Quran 4:23) যাদের বিয়ে করায় রয়েছে নিষেধাজ্ঞা ! এমন একটা ব্যাপার কি আপনার কাছে একটুও দৃষ্টিকটূ লাগে না ?
প্রশ্ন – ৩৮
আল্লাহ দাবি করেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব তিনি নিজে গ্রহন করেননি (Quran 11:6) ! তাহলে আফ্রিকার লাখ লাখ মানুষকে অনাহারে রাখার পেছনে তাঁর ভুমিকা কি ?
http://thepeacefulplanet.org/2011/01/12/africa-hungry/
http://www.salem-news.com/articles/june062010/world-hunger-cf.php
প্রশ্ন – ৩৯
আল্লাহ কি আসলেই দয়ালু এবং ক্ষমাশীল (Quran 1:3) যিনি কিনা একটা উঠ হত্যার জন্যে পুরো গোষ্টির লোকেদের মেরে ফেলতে পারেন (Quran 7:73-78, 54:26-31) ?
প্রশ্ন – ৪০
যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরন করে তবে তাঁর জন্যে দোজখে রয়েছে অনন্তকালের শাস্তি (Quran 3:85) ! এটা কি ভয় দেখিয়ে আল্লাহর নিজ দল ভারী করার কৌশল নয় ? এতে কি তাঁর শক্তির মাপকাঠি নিয়ে প্রশ্ন জাগে না (Quran 2:117) ? কিংবা এগুলো যদি তাঁর ‘পরীক্ষার বিষয়’ হয়ে থাকে তবে কি বলা যায় না তিনি সর্বজ্ঞ নন (Quran 49:16) ?
প্রশ্ন – ৪১
আল্লাহ যদি আদমকে আরবী ভাষা শিখিয়েই পৃথিবিতে পাঠান (Quran 2:31-33) তবে তাঁর বংশধরেরা যেখানেই বসবাস শুরু করুক না কেন আরবী ভাষাই ব্যবহার করবে ! তবে আজ সারা পৃথিবি জুড়ে প্রায় পাঁচ হাজারের ওপরে ভাষা বিরাজ করছে কি করে ?
প্রশ্ন – ৪২
পুরো কুরান জুড়ে রয়েছে বহু অতিপ্রাকৃত গাল-গল্পের ছড়াছড়ি ! এগুলো যদি শুধু মুহম্মদের কথা শুনেই বিশ্বাস আনতে হয় তবে ‘আলাদিনের চেরাগ’ কিংবা ‘হ্যারিপটারের জাদুর ছড়ি’ -তে বিশ্বাস করতে নিশ্চই কোন সমস্যা নেই আপনার ?
১ মানুষের বানরে রূপান্তর (Quran 2:65)
২ পৌরানিক werewolves (ইয়াজুজ মাজুজ) দের পৃথিবীতে অবস্থান (Quran 21:96)
৩ আকাশ থেকে খাদ্যের আবির্ভাব (Quran 5:114-115)
৪ লাঠি নিক্ষেপের পর সাপ হয়ে যাওয়া (Quran 7:107)
৫ সোলেমানের জ্বিন আর পাখির সৈন্য থাকা (Quran 27:16-17, 20-22, 23)
৬ নবী ইউনুসের মাছের পেটে যাওয়া এবং প্রার্থনা করা (Quran 37:142)
৭ সোলেমানের পিপড়ার সাথে কথা বলা (Quran 27:18)
৮ পাখা যুক্ত ঘোড়ায় চড়ে মুহম্মদের স্বর্গে গমন (Quran 17:1)
৯ দেহের বিভিন্ন প্রত্যঙ্গ কতৃক মানুষের বিরুদ্ধে সাক্ষ্যদান (Quran 24:24)
১০ সমুদ্রের দুই ভাগ হয়ে যাওয়া (Quran 2:50)
১১ সোলেমান কতৃক বায়ুকে নিয়ন্ত্রন করার ক্ষমতা (Quran 38:36)
১২ মৃত ব্যক্তি কতৃক তার খুনিকে চিহ্নিত করন (Quran 2:72)
১৩ দানবের সাথে মানুষের কথপোকথন (Quran 27:82)
১৪ দ্যুতিময় যাদুর হাত (Quran 20:22)
১৫ জড় পদার্থ (আকাশ ও পৃথিবী) কতৃক অস্বীকার জানানো (Quran 33:72)
১৬ মহাবিশ্বের সীমানায় সিদরাতুলমুন্তাহার নামক বৃক্ষ (Quran 53:13-18)
প্রশ্ন – ৪৩
Quran 12:2, 33:53, 9:5 আয়াতগুলো পড়েও কি মনে হয় কুরান সকল সময় এবং সকল স্থানের জন্যে প্রযোজ্য ?
প্রশ্ন – ৪৪
কুরানের পাতায় পাতায় রয়েছে অমুসলিমদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য, গালাগালি আর অভিশাপ (Quran 2:7, 2:10, 2:15, 2:17, 2:26, 2:88, 2:161, 3:61, 3:87, 3:178, 4:46-47, 4:88, 4:115, 4:143, 4:155, 5:13, 5:14, 5:41, 5:49, 5:60, 5:64, 5:67, 6:25, 6:110, 6:123 … ইত্যাদি) ! স্বাভাবিক দৃষ্টিতে একজন সৃষ্টিকর্তার জন্যে মানুষের মতন এমন আচরন কি হাস্যকর নয় ?
প্রশ্ন – ৪৫
আল্লাহ কি মনে করেন পুরুষের একমাত্র চাহিদা অক্ষত-যোনী রমনী সম্ভগ যার কারনে বেহেস্তে তার লোভ দেখানো হয়েছে বারংবার (Quran 55:56, 37:48-49, 52:20, 55:58, 55:72, 78:33-34, 56:22-23, 56:35-38) (এছাড়াও পুরুষের জন্যে রয়েছে গেলমান বা কিশোর 52:24) ? আল্লাহ কি মুহম্মদের মতই কামুক মনোভাবাপন্ন নয় ?
প্রশ্ন – ৪৬
আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে কুরানে উল্লেখিত সকল চরিত্রের কথা বলার ভঙ্গি একই ধরনের (Jesus, his disciples, Mary’s neighbors, Angels, Abraham, Moses, Jews, Lot, the people of Sodom, the Israelites, and the mythical jinn also spoke just like Allah) ? এ থেকেই কি কুরান রচয়িতা হিসেবে মুহম্মদ কে সন্দেহ করা যায় না ?
Quran 5:112 ~ the disciples, said: O Jesus the son of Mary! Quran 3:55 Allah said: O jesus! Quran 5:114 Said jesus the son of Mary: O Allah our Lord! Quran 61:6 jesus the son of Mary, said: O Children of Israel! Quran 19:27 They said: O Mary! Quran 19:28 O sister of Aaron! Quran 19:42 Abraham said to his father: O my father! Quran 19:43, 19:44, 19:45 O my father! Quran 5:20 Moses said to his people: O my people! Quran 5:21 O my people! Quran 26:169 O my Lord! deliver me (Lot) Quran 26:167 They said: If thou desist not, O Lut! Quran 46:30 They (jinn) said: O our people! Quran 46:31 O our people!
প্রশ্ন – ৪৭
আল্লাহ দাবি করেছেন তিনিই কুরানের সংরক্ষক (Quran 15:9) ! তবে তার পাঠানো কিছু আয়াত (রজম ও বয়স্ক লোকের দুধপান সম্পর্কিত) কি করে ছাগলের পেটে যেতে পারে [Musnad Ahmad bin Hanbal. vol. 6. page 269; Sunan Ibn Majah, page 626; Ibn Qutbah, Tawil Mukhtalafi ‘l-Hadith (Cairo: Maktaba al-Kulliyat al-Azhariyya. 1966) page 310; As-Suyuti, ad-Durru ‘l-Manthur, vol. 2. page 13] ?
প্রশ্ন – ৪৮
কুরান দাবি করে যে ‘New Testament’ (ইঞ্জিল) হল এমন একটি কিতাব যা ইসা (Jesus) কে দেওয়া হয়েছিল (Quran 5:46) ! কিন্তু প্রকৃত পক্ষে এটা লেখা হয়েছে যিশুর অনুসারিদের দ্বারা ! এধরনের মিথ্যাচারের উদ্দেশ্য কি ?
http://godisforus.com/information/bible/ntdocs/authors.htm
প্রশ্ন – ৪৯
আল্লাহ মুহম্মদকে বলেন, যে অধিক শপথ করে তার আনুগত্য যেন তিনি না করেন (Quran 68:10) ! অথচ কুরানে আল্লাহ নিজেই নিজের সৃষ্ট বস্তুর প্রতি (এমন কি কখনো নিজের প্রতিও) কছম আর শপথ করেছেন বহুবার (Quran 51:1-4,7, 52:1-6, 53:1, 103:1, 44:2, 50:1, 56:75, 68:1, 78:33-34, 75:1-2, 77:1-5, 79:1-5, 81:15-18, 84:16-18, 85:1-3, 86:1, 11-12, 89:1-4, 90:1-3, 92:1-3, 93:1-3, 95:1-3, 100:1-5, 51:23, 70:40, 91:5-7) ! আল্লাহর কথাবার্তা এমন অসংলগ্ন কেন ?
প্রশ্ন – ৫০
আল্লাহ মুহম্মদকে যুদ্ধ ও সংঘর্ষে হস্তগত গনিমতের মালের হিস্যা হিসেবে এক-পঞ্চমাংশ মুহম্মদের আর বাকি চার-পঞ্চমাংশ অংশগ্রহণকারী অনুসারীদের মাঝে বাটোয়ারার নির্দেশ দিয়েছেন (Quran 8:41) ! যুদ্ধ-ছাড়া ত্রাস-হুমকি-ভীতি প্রদর্শনে হস্তগত মাল আল্লাহ ও মুহম্মদের (Quran 59:6-7) ! এগুলোই কি একজন সৃষ্টি কর্তার বৈশিষ্ট হওয়া উচিত বলে আপনি মনে করেন ?
প্রশ্ন – ৫১
কেয়ামতের সময় আট জন ফেরেশতা আল্লাহর আরশকে তাদের উর্ধ্বে বহন করবে (Quran 69:17) ! এই
আয়াত পড়েও কি আপনার মনে হয় আল্লাহ আসলেই নিরাকার এবং সর্ব শক্তিমান ?
প্রশ্ন – ৫২
আল্লাহ কি আসলেই সর্ব শক্তিমান বা সবজান্তা ? তাহলে তাঁর নাজিলকৃত আয়াত রহিত করা বা পরিবর্তন করার প্রয়োজন পড়বে কেন (Quran 2:106) ?
প্রশ্ন – ৫৩
আল্লাহ দাবি করেন যে, অবিশ্বাসিরা পারলে কুরানের আয়াতের মতন কোন আয়াত লিখে দেখাক (Quran 52:34) ! কিন্তু এটা কি খুবই কঠিন কিছু, বিশেষ করে Quran 108:1-3 এর মতন আয়াতগুলোর ক্ষেত্রে ?
প্রশ্ন – ৫৪
তৎকালিন কাল্পনিক প্যাগান দেবীদের (লাত, উজযা ও মানাত) নিয়ে আল্লাহর (একজন সৃষ্টিকর্তার) এতো মাথা ব্যাথা থাকবে কেন (Quran 53:19-20) ?
মুহম্মদ দাবি করেন উক্ত আয়াতদ্বয় (Satanic verses) শয়তান কতৃক তার ওপর নাজিল কৃত (যদিও তা ছিল তৎকালিন মুর্তিপুজক কুরাইশদের নিজ ছায়াতলে আনার চেষ্টা মাত্র) ! শয়তান কি তাহলে আল্লাহর কাজেও বিগ্ন ঘটাতে সক্ষম ?
http://www.answering-islam.org/Hahn/satanicverses.htm
http://en.wikipedia.org/wiki/Satanic_Verses#Tabar.C4.AB.27s_account
প্রশ্ন – ৫৫
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস না আনলে তিনি তাকে আগুনে পোড়াতে থাকবেন আর চামড়াগুলো বারবার পালটে দেবেন যাতে করে সে কষ্টটা আস্বাদন করতে পারে (Quran 4:56) ! এমন হিংসাত্মক নির্দেশনা কি প্রতিহিংসা পরায়ন মুহম্মদের ব্যাতিত প্রকৃতপক্ষেই কোন সৃষ্টিকর্তার থেকে আসতে পারে বলে আপনার মনে হয় ?
প্রশ্ন – ৫৬
আল্লাহ দাবি করেন তিনি প্রত্যেক জাতির জন্যে একজন নবী প্রেরন করেছেন যাতে করে তাঁর বানী লোকেদের নিকট সুস্পষ্ট হয় (Quran 14:4) ! আপনি কি বাঙ্গালি/ চায়নিজ/ জাপানিজ/ ভারতীয়/ আমেরিকান/ আফ্রিকান দের জন্যে পাঠানো নবীর ব্যাপারে কিছু জানেন (in quran or hadis) ?
প্রশ্ন – ৫৭
কুরানে বার বার উল্লেখ আছে যে একজন মুসলিমকে অবশ্যই আল্লাহ এবং মুহম্মদ দুজনের আদেশই মান্য করে চলতে হবে (Quran 8:1, 8:20-21, 3:132, 33:31, 4:13, 4:80, 33:36, 4:14, 4:42, 58:20) ! এতে কি আল্লাহ আর মুহম্মদকে সমতুল্য হিসেবে বোঝাচ্ছে না ?
প্রশ্ন – ৫৮
মুহম্মদের আল্লাহ কি এমনি নারী বিদ্বেষি যে 128000 পয়গম্বরের মধ্যে একজন নারীও নবী বা রাসুল হবার উপযুক্ত ছিলেন না (Quran 12:109) ?
প্রশ্ন – ৫৯
আল্লাহ মুসলিমদের কিবলা পরিবর্তন করে মুখ মসজিদে হারামের দিকে ফেরানোর নির্দেশ দেন (Quran 2:144 Sahih Bukhari 8:392) ! আরব বাসীদের জন্যে (অথবা যদি পৃথিবি সমতল হয়) নির্দেশিত দিকে মুখ করে নামাজ পড়ার একটা অর্থ রয়েছে, কিন্তু তিনি কি পৃথিবীর অপর পৃষ্ঠের মানুষদের ব্যাপারে অজ্ঞাত ছিলেন ?
প্রশ্ন – ৬০
আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায় (Quran 2:117) তবে তাঁর কোন সাহায্যকারী (ফেরেস্তা) লাগার কি অর্থ থাকতে পারে ?
http://en.wikipedia.org/wiki/Islamic_view_of_angels#Angel_hierarchy
প্রশ্ন – ৬১
আল্লাহ যদি কুরান বিশুদ্ধ আরবিতে রচনা করেছেন বলে দাবি করেন (Quran 16:103) তবে এতে কেন রয়েছে এতো বিদেশী শব্দের সমাহার (Click the link) ?
http://www.answering-islam.org/Books/Jeffery/Vocabulary/index.htm
প্রশ্ন – ৬২
কোন সৃষ্টিকর্তার রচিত গ্রন্থে কেন এতো ব্যাকরনগত ভুল থাকবে ?
(2:177) aaman should be tu’minuu. (2:177) aata should be tu’tuu (2 times). (2:177) aqaama should be tuqimuu. (2:177) sasbriina should be saabiruuna (because its position in the sentence – and plural should be masculine). 5 mistakes in one verse. (3:59) Kun feekunu should be Kun fekaana. (4:162) mukiimiin (feminine plural) should be mukiimuun (masculine plural – see 7/160). (5:69) Saabbi’uuna should be Sabi’iina. (= Sabians). (7:56) qaribun should be qariba. (7:160) asbatan (feminine plural) should be sebtan (masculine – human plurals are male in Arab). (20:63) haazaani should be haazayn. (21:3) ‘asarru should be ‘assarra. (22:19) ‘ikhtasamuu should be ‘ikhtasamaa. (41:11) at’e’een should be at’e’atain. (49:9) ‘eq-tatalu should be ‘eqtatalata. (63:10) ‘akun should be ‘akuuna. (63:20) hadhane (nominative) should be hadhayne (accusative). (91:5) ma should be man.
http://answering-islam.org/Authors/Newton/grammar.html
প্রশ্ন – ৬৩
Quran 2:117 অনুসারে আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায় তবে তিনি যখন উচ্চারন করলেন ‘আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে’ (Quran 111:1), তাতেও উক্ত ব্যাক্তির কিছুই হল না কেন ভেবে দেখেছেন ?
প্রশ্ন – ৬৪
যখন কোন সৃষ্টি কর্তা বলেন যে তারও কোন শত্রু রয়েছে (Quran 60:1) তখন সেটা কি আপনার কাছে হাস্যকর বিবেচিত হয় না ?
প্রশ্ন – ৬৫
কুরানের সকল বাক্য এমন হতে হবে যেন তা আল্লাহ বলছেন অথবা মুহম্মদকে বলতে বলছেন (Arabic word ‘Qul’ should be used. ‘Qul’ means “Say” or “Proclaim”) ! কিন্তু কুরানে অনেক বাক্য পাওয়া যায় (Quran 6:104, 6:114, 11:2-3, 27:91, 42:10, 51:50-51, 3:8-9, 26:107-110, 26:125-127) যাতে দেখা যায় যে মুহম্মদ সরাসরি নিজের কথা ব্যক্ত করছেন [যেসব বাক্যের শুরুতে ‘Qul’ (Say/Proclaim) অথবা ‘solat’ (pray) উল্লেখ নেই] ! (Quran 45:6 পড়ে বোঝা যায় এখানে জিব্রাইল তার মতামত দিচ্ছে) এর পরেও কি মনে হয় কুরান মুহম্মদের রচনা নয় ?
প্রশ্ন – ৬৬
আল্লাহ কি কোন ব্যাক্তি বিশেষ ? যদি তা না হয় তবে তাঁর আরোহনের জন্যে আরশের প্রয়োজন হবে কেন (Quran 10:3, 69:17) ?
প্রশ্ন – ৬৭
আল্লাহ বলেন, তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা তাঁর প্রতি ঈমান আনেনি (Quan 8:55) ! পৃথিবীর প্রায় ৭০% মানুষের জন্য এই আয়াত প্রযোজ্য ! শুধুমাত্র বিশ্বাস (প্রমানহীন) বা অবিশ্বাসই কি মানুষের উৎকৃষ্টতা বা নিকৃষ্টতা নির্ধারন করতে পারে ?
প্রশ্ন – ৬৮
মানুষের সবকিছুই পূর্বনির্ধারিত ! কেননা, যাবতীয় কিছু ঘটে আল্লাহর ইচ্ছেয় (Quran 3:14, 6:59, 7:188, 9:51) প্রত্যেকের ভাগ্য নির্ধারন করেন তিনি (Quran 2:272, 2:284, 4:88, 5:18, 5:40-41, 6:125, 7:178-179, 11:34, 11:117-119, 14:4, 17:16, 39:23, 39:37-38, 42:44-46, 76:31) তিনিই নির্ধারন করেন কেউ বিশ্বাসী হবে কিনা (Quran 10:99-100, 58:22) প্রত্যেকের ইচ্ছে তাঁর দ্বারা নিয়ন্ত্রিত (Quran 74:55-56, 76:29-30, 81:28-29) ! তাহলে আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি অর্থাৎ তাঁকে অবিশ্বাস করি (আল্লাহর ইচ্ছেয়) তবে পরকালে কেন সাজা পেতে হবে ?
সংশ্লিষ্ট হাদিস (Sahih Bukhari 2:23:444, 2:23:465, 7:71:665, 6:60:473, 4:54:430, 9:93:641, 9:93:546, 8:77:593, 8:77:609, 8:77:611, 4:54:430, 4:55:549, 6:60:473 Sahih Muslim 33:6406, 1:1, 1:6, 33:6390, 33:6436, 33:6421–22)
প্রশ্ন – ৬৯
সমগ্র কুরানে প্রায় অসংখ্য আয়াত রয়েছে যা জানায় যে অবিশ্বাসি হলেই তাকে প্রবেশ করতে হবে দোজখের ভয়াবহ পরিনামে (Quran 2:24, 2:39, 2:90, 2:104, 2:114, 2:121, 2:126, 2:162, 2:167, 2:174, 2:175, 2:191, 2:216, 2:257, 2:264, 3:4, 3:10, 3:12, 3:19, 3:21, 3:77, 3:85, 3:91, 3:102, 3:105, 3:106, 3:116, 3:131, 3:151, 3:176, 3:177, 3:178, 3:197, 4:14, 4:18, 4:37, 4:55, 4:56, 4:115, 4:137, 4:138, 4:140, 4:145, 4:151, 4:161, 5:3, 5:5, 5:10, 5:14, 5:33, 5:36, 5:72, 5:73, 5:86, 6:49, 6:70, 6:93, 6:125, 6:128, 7:36, 7:38, 7:41, 7:50, 8:14, 8:35, 8:37, 8:50, 9:3, 9:13, 9:17, 9:49, 9:61, 9:63, 9:68, 9:73, 9:74, 9:90, 9:113 … ইত্যাদি) ! যেহেতু কোন ব্যাক্তির অবিশ্বাসি হওয়ার জন্যে দায়ি আল্লাহ এবং তার সমস্ত কৃতকর্মও নির্ধারন করেন তিনি, তবে উক্ত ব্যাক্তিকে সাজা দেওয়ার অর্থ কি ?
সমস্ত অবিশ্বাসি দোজখে যাবে (Click the link)
http://www.islamweb.net/emainpage/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=5750
প্রশ্ন – ৭০
শর্ত হল ~ আল্লাহ সর্বশক্তিমান, তাঁর ইচ্ছেয় সবকিছু ঘটে, তিনি ভুল করতে পারেন না ! মানুষ সৃষ্টির সময় তিনিই নির্ধারন করেন কারা বেহেস্ত এ প্রবেশ করবে আর কারা দোজখে ! তাই পৃথিবীতে মানব জীবন কোন পরীক্ষা ক্ষেত্র হতে পারে না যেহেতু কেউ যদি তার ভাগ্য কাজের দ্বারা পরিবর্তন করে তবে বলা যায় আল্লাহ তার ভাগ্য নির্ধারনে ভুল করেছেন ! এ থেকে প্রতিয়মান হয়, মানুষের বেলায় নিজস্ব ইচ্ছে বলে কিছু থাকতে পারে না (Quran 10:99-100, 76:29-30, 17:13, 7:178-179, 32:13 Sahih Bukhari 4:54:430, 4:55:549, 8:77:593, 9:93:546 Sahih Muslim 33:6390) !
প্রশ্ন – ৭১
নিচের কোন আয়াতটি আল্লাহর থেকে আসলে সঠিক বোধ হত বলুন তো ?
১) অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে, যা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে ।
২) অতএব, মানুষের দেখা উচিত কোন উৎস থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত শুক্রানু (যা উৎপন্ন হয় পুরুষের শুক্রাশয় থেকে) এবং নারীর জড়ায়ুতে সংরক্ষিত ডিম্বানুর মিলনের মাধ্যমে । (Quran 86:5-7)
যদি আপনার উত্তর ২ নং হয় তবে আল্লাহকে ‘all knowing’ (Quran 34:26) বলার কোন কারন থাকে কি ?
প্রশ্ন – ৭২
আল্লাহ বলেছেন, তার কাছে কোন বিষয়ে প্রার্থনা করলে তা তিনি কবুল করে নেন (Quran 2:186) ! কেউ যদি ৩০০ বছর বেঁচে থাকার প্রার্থনা করে তবে কি তা মঞ্জুর হবে ?
প্রশ্ন – ৭৩
কখনো কি প্রশ্ন করেছেন, কেন আল্লাহ ব্যাতিত অন্যান্য সৃষ্টিকর্তায় বিশ্বাসের ব্যাপারে কুরান তাদের প্রমান হাজির করতে বলে (Quran 21:24, 23:117, 27:64) অথচ কুরানের ব্যাপারে সন্দেহাতিত ভাবে বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয় (Quran 2:147, 49:15) নয়তো তাদের জন্যে রয়েছে জাহান্নাম (Quran 9:73) ?
প্রশ্ন – ৭৪
কোন সৃষ্টিকর্তা যদি প্রকৃতপক্ষেই দয়ালু হয়ে থাকেন (Quran 21:83) তবে কি করে তার ৮০% ‘র ওপর সৃষ্ট মানুষকে (বিধর্মী বা অবিশ্বাসি) দোজখের আগুনে পোড়ানোর কথা বলেতে পারেন (Quran 9:73) ?
প্রশ্ন – ৭৫
কুরানের দৃষ্টিতে অমুসলিমদের বৈশিষ্ঠ্য গুলো কেমন মনে হয় দেখুন তো ?
তারা অহংকারী এবং বিরোধিতায় লিপ্ত (Quran 38:2) তাদের অন্তর ব্যাধিগ্রস্থ (Quran 2:6, 2:9-10, 47:23-24) তারা বধির বোবা এবং অন্ধ (Quran 2:171) তারা খারাপ প্রকৃতির (Quran 2:254, 5:45, 62:5, 24:55, 7:27, 7:177) লোভী (Quran 2:96) পশুর সমতুল্য (Quran 7:176, 2:65, 5:60, 7:166, 25:44) উচ্ছশৃংখল (Quran 9:30, 63:4) অপরিষ্কার (Quran 9:28) বুদ্ধিহীন (Quran 8:65) এবং সর্বপরি সৃষ্টির নিকৃষ্ট জীব (Quran 8:22, 8:55, 98:6) !
প্রশ্ন – ৭৬
আল্লাহ দাবি করেন, তার ইচ্ছে ব্যাতিত কেউ মরতে পারে না (Quran 3:145) ! কোন টেররিস্ট অ্যাটাকে যত লোক মারা যায় তারা সবাই কি তবে গুনাহগার ? কেউ কি নিরীহ নয় (এমনকি শিশুরাও) ? যদি নিরীহদের মারাই তার উদ্দেশ হয় তবে কি তাকে দয়ালু বলা চলে ?
প্রশ্ন – ৭৭
প্রায় ৬.৫ কোটি বছর পূর্বে পৃথিবীতে গ্রহাণুর ধাক্কায় সংগঠিত মহাপ্রলয়ে মারা গিয়েছিল ডাইনোসরের মত বৃহৎ প্রাণীসহ জীবিত প্রায় অধিকাংশ প্রাণী, যার উল্লেখ কোরানের একটি আয়াতেও নেই ! বরং উল্লেখ আছে ৬০০০ বছর পূর্বের নূহের প্লাবনের কথা (Quran 11:37-44) যার কোন এভিডেন্স এখন পর্যন্ত খুজে পাওয়া যায়নি ! এধরনের অসঙ্গতি কি আপনার চোখে কখনোই ধরা পরেনি ?
প্রশ্ন – ৭৮
কুরানের কিছু আয়াত সরাসরি নির্দেশ দেয় মুহম্মদের নিজস্ব ব্যাপারে, কিছু তার নির্দিষ্ট অনুসারি আর তার তৎকালীন পত্নীদের উদ্দেশ্যে (Quran 33:28, 30, 32, 50-53, 55, 59; 49:2; 58:1, 8-9, 12; 66:3, 5) ! সৃষ্টিকর্তার পাঠানো জীবন বিধান কি করে ব্যাক্তি নির্দিষ্ট বা কোন বিশেষ ঘটনার প্রেক্ষিতে হতে পারে ?
প্রশ্ন – ৭৯
আল্লাহর ইচ্ছে ব্যাতিত কেউ তার ওপর বিশ্বাস আনতে পারে না এবং তিনিই তাদের ভুল পথে চালিত করেন (Quran 10:100, 4:88, 4:143, 6:39, 6:125, 7:178, 7:186, 14:4, 16:37, 16:93, 17:97, 35:8, 39:23) ! তাহলে সেই আল্লাহ কতৃকই ~ অবিশ্বাসিদের (80% of the world’s population) জন্যে আছে জাহান্নামের আগুন বা তাদের ধরে ধরে হত্যা করো ~ জাতিয় নির্দেশনার অর্থ কি ?
প্রশ্ন – ৮০
ভাষা সৃষ্টির ইতিহাস খুব বেশি দিনের নয়, তবে আল্লাহ আদমকে কোন ভাষায় সব কিছুর নাম শিখিয়ে পড়িয়ে দিলেন (Quran 2:29-36) ? ভাষা যদি শিখিয়েই দেন তবে আদম সন্তানদের (মানুষদের) আবার ভাষা শেখার প্রয়োজন পড়লো কি জন্যে অথবা এতো হাজার প্রকার ভাষার উৎপত্তির ব্যাখ্যা কি ?
http://en.wikipedia.org/wiki/Language
প্রশ্ন – ৮১
কুরান কখনোই বলে না পূর্ববর্তি পাঠানো গ্রন্থসমূহ লিখিত ভাবে বিকৃত করা হয়েছে, বরং জানায় তারা শুধু সেসব পাঠানো বানীর ব্যাখ্যা দিতে ভুল করছে (Quran 2:59, 2:77, 2:140, 3:78, 3:79, 3:187, 4:46, 5:13, 5:15, 5:41) ! তাহলে কুরান কেন বাইবেলের বানীর সাথে কন্ট্রাডিকশন তৈরি করে ? [যেখানে মুহম্মদ পূর্ব সময়ের পান্ডুলিপি (সংরক্ষিত) আর বর্তমানের বাইবেল একই] !
Quran charges that the Jews and Christian’s corrupted their scriptures, but only in their oral recitations. Early Islamic scholars such as Ibn al-Layth, Ibn Rabban, Ibn Qutayba, Al-Ya’qubi, Al-Tabari, Al-Baqillani, Al-Mas’udi, and Al-Bukhari confirm that the Taurat and Injil were not physically corrupted. ~ Camilla Adang (1996), Muslim Writers on Judaism & the Hebrew Bible from Ibn Rabban to Ibn Hazm, Leiden: Brill.
প্রশ্ন – ৮২
যদি কুরান পূর্ববর্তি গ্রন্থ সমূহের সত্যায়নকারী হয়ে থাকে (Quran 2:89, 2:91, 2:101, 2:140, 3:3, 3:8, 14:47, 5:43-48, 20:133) তবে আল্লাহ পরমূহুর্তেই মুসলিমদের কি করে নির্দেশ দেন যে ইহুদি আর খৃষ্টানদের বন্ধু হিসেবে গ্রহন করা যাবে না (Quran 5:51) ?
প্রশ্ন – ৮৩
আল্লাহ জিব্রাইল কতৃক মুহম্মদের ওপর কুরান নাজিল করেছেন যার একমাত্র প্রমান মুহম্মদের কথা, অর্থাৎ তাকে অন্ধভাবে বিশ্বাস করলে কুরান সত্য নয়তো নয় ! তারপরও আল্লাহ কি করে দাবি করেন তিনি প্রমান সহ কুরান নাজিল করেছেন (Quran 6:57, 6:157, 45:20, 2:185, 4:174) ?
প্রশ্ন – ৮৪
কুরানের বহু আয়াত তার অন্য আয়াত দ্বারা নাকচ হয়ে যায় (নিচে দেখুন) ! কুরান কোন সৃষ্টিকর্তা প্রদত্ত মানব নির্দেশনা হলে সেটা কি এমন হওয়ার কথা ?
2:62 (Abrogated) > 3:85 (Abrogator) 2:83 (Abrogated) > 9:5 (Abrogator)
2:109 (Abrogated) > 9:29 (Abrogator) 2:115 (Abrogated) > 2:144 (Abrogator)
2:139 (Abrogated) > 9:5 (Abrogator) 2:158 (Abrogated) > 2:130 (Abrogator)
2:178 (Abrogated) > 5:45, 17:33 (Abrogator) 2:180 (Abrogated) > 4:7, 4:11 (Abrogator)
2:183–184 (Abrogated) > 2:185 (Abrogator) 2:190 (Abrogated) > 9:5, 9:36 (Abrogator)
2:191–192 (Abrogated) > 9:5 (Abrogator) 2:215 (Abrogated) > 9:60 (Abrogator)
2:217 (Abrogated) > 9:5 (Abrogator) 2:219 (Abrogated) > 4:43, 5:90 (Abrogator)
2:221 (Abrogated) > 5:5 (Abrogator) 2:228 (Abrogated) > 2:229–230 (Abrogator)
2:234 (Abrogated) > 2:240 (Abrogator) 2:256 (Abrogated) > 9:5 (Abrogator)
3:20 (Abrogated) > 9:5 (Abrogator) 3:28 (Abrogated) > 8:57, 9:5, 51:55 (Abrogator)
3:111 (Abrogated) > 9:29 (Abrogator) 3:145 (Abrogated) > 17:18 (Abrogator)
3:186 (Abrogated) > 9:29 (Abrogator)
4:43 (Abrogated) > 5:90 (Abrogator) 4:63 (Abrogated) > 9:5 (Abrogator)
4:64 (Abrogated) > 9:80 (Abrogator) 4:71 (Abrogated) > 9:122 (Abrogator)
4:80–81 (Abrogated) > 9:5 (Abrogator) 4:84 (Abrogated) > 9:5 (Abrogator)
4:90-91 (Abrogated) > 9:5 (Abrogator) 4:92 (Abrogated) > 9:1 (Abrogator)
4:93 (Abrogated) > 25:68-70 (Abrogator) 4:140 (Abrogated) > 9:5 (Abrogator)
5:2, 5:13, 5:99 (Abrogated) > 9:5, 9:29 (Abrogator) 6:121 (Abrogated) > 5:5 (Abrogator)
6:66, 6:68, 6:70, 6:91, 6:104, 6:106–108, 6:112, 6:137, 6:159 (Abrogated) > 9:5 (Abrogator)
11:12, 10:121–122, 15:3, 16:125, 19:39, 19:75, 20:130, 24:54 (Abrogated) > 9:5 (Abrogator)
31:23, 33:48, 35:23, 41:34, 42:6, 43:83, 43:89, 45:14, 47:4, 52:45 (Abrogated) > 9:5 (Abrogator)
7:199 (Abrogated) > 9:5 (Abrogator) 8:61, 8:72–73 (Abrogated) > 9:5, 9:29 (Abrogator)
8:65 (Abrogated) > 8:66 (Abrogator) 9:7 (Abrogated) > 9:5 (Abrogator)
9:97–98 (Abrogated) > 9:99 (Abrogator) 10:41, 10:99, 10:108 (Abrogated) > 9:5 (Abrogator)
16:67 (Abrogated) > 5:90 (Abrogator) 17:23-24 (Abrogated) > 9:113 (Abrogator)
24:27 (Abrogated) > 24:29(Abrogator) 25:68–69 (Abrogated) > 25:70 (Abrogator)
29:46 (Abrogated) > 9:29 (Abrogator) 33:52 (Abrogated) > 33:50 (Abrogator)
39:13 (Abrogated) > 48:2 (Abrogator) 46:9 (Abrogated) > 48:1-6 (Abrogator)
42:20 (Abrogated) > 17:18 (Abrogator) 42:23 (Abrogated) > 34:47 (Abrogator)
53:39 (Abrogated) > 52:21 (Abrogator) 58:12 (Abrogated) > 58:13 (Abrogator)
80:12 (Abrogated) > 81:29 (Abrogator) 73:19 (Abrogated) > 76:30 (Abrogator)
81:28 (Abrogated) > 81:29 (Abrogator) 95:8, 109:6 (Abrogated) > 9:5 (Abrogator)
প্রশ্ন – ৮৫
কুরানের আয়াত 7:155-157 অনুসারে, আল্লাহ মুসা (Moses) কে বলেন যে, উম্মী (unlettered) নবী (মুহম্মদ) এর ব্যাপারে তাদের কাছে থাকা তৌরাত এবং ইঞ্জিলে বলা আছে ! অন্যদিকে আয়াত 5:46 অনুসারে আল্লাহ ইশা (jesus) কে ইঞ্জিল কিতাব দিয়ে পাঠিয়েছেন ! উক্ত দাবির ভিত্তি তাহলে কোথায় যেহেতু মুসা জন্ম নিয়েছিলেন ইশার প্রায় ১৪০০ বছর পূর্বে ?
Rabbinical Judaism calculated a lifespan of Moses corresponding to 1391–1271 BCE; Christian tradition has tended to assume an earlier date. http://en.wikipedia.org/wiki/Moses
প্রশ্ন – ৮৬
আয়াত 10:90-92 অনুসারে, যখন আল্লাহ ফেরাউন কে শাস্তি দিতে উদ্যত হলেন, তখন যে আল্লাহতে বিশ্বাস নিয়ে আসলো ! কিন্তু অন্য আয়াত 4:18 এবং 40:83-85 অনুসারে, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে শেষ মুহুর্তে নিয়ে আসা ঈমানের কোন মূল্য তিনি দেন না বরং তাদের জন্যে শাস্তিই বরাদ্ধ ! অন্য দিকে আয়াত 10:100 অনুসারে, আল্লাহর ইচ্চে ব্যাতিত কেউ বিশ্বাস আনতে পারে না ! আপনি কি এবার ভেতরের অসামঞ্জস্যতা ধরতে সক্ষম হয়েছেন ?
প্রশ্ন – ৮৭
আয়াত 3:7 অনুসারে, কুরান দাবি করে যে এতে উল্লেখিত কিছু আয়াত ব্যাবহৃত হয়েছে রূপক অর্থে যা আল্লাহ ছাড়া অন্য সবাই বুঝতে অক্ষম ! অন্য দিকে একই আয়াতে দাবি করা হয় যে একমাত্র বোধবুদ্ধি সম্পন্নরাই তা অনুধাবন করতে পারবে ! বিষয়টা যে একটা স্ববিরোধিতা তা কি বুঝতে পারছেন ?
প্রশ্ন – ৮৮
সৃষ্টিকর্তা আসলে কতজন যে আল্লাহ তাদের মাঝে অন্যতম (Quran 23:14, 37:125 l-khāliqīna means the Creators) ?
প্রশ্ন – ৮৯
জড় বস্তুর কি চিন্তা বা অনুভব করার ক্ষমতা অথবা নিজস্ব ইচ্ছা আছে ? তাহলে কি করে আকাশ, পৃথিবী ও পর্বতমালা আল্লাহর আমানত অস্বীকার করে বা ভীত হয় (Quran 33:72) ?
প্রশ্ন – ৯০
আল্লাহ সূর্য এবং চন্দ্রকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন যারা নিয়ম অনুসারে আবর্তন করে (Quran 14:33) ! রূপকথা ছাড়া কথাটা কোন দিক দিয়ে মানানসই ?
প্রশ্ন – ৯১
কুরান অনুসারে (Quran 28:38), ফেরাউন তার অনুসারীদের ইট পুড়িয়ে প্রাসাদ নির্মানের নির্দেশ দেন ! কিন্তু উক্ত বক্তব্যটি কি একটি ঐতিহাসিক ভুল নয়, যেহেতু মিশরিয়রা কখনোই ইট পুড়িয়ে নয় বরং পাথর কেটে ঘর বানাতো ? (প্রকৃতপক্ষে এই অসত্যটি মুহম্মদ কপি করেছেন বাইবেল Genesis 11:3-4 থেকে)
The Egyptians constructed their public buildings with cut stone, not bricks. The Mesopotamians, by comparison, constructed most of their public buildings with baked bricks since they lacked a good source of cut stone. Except for some minor ruins at Nebesheh and Defenneh, baked [or burnt] bricks were not used in Egypt before the Roman period (Manual of Egyptian Archaeology, G. Maspero, H. Grevel, p. 4).
প্রশ্ন – ৯২
কুরানের আয়াত 25:35-38 দাবি করে, আল্লাহ মুসা ও তার ভ্রাতা হারুন কে পাঠিয়েছেন অবিশ্বাসী মিশরীয় এবং ইজ্রাইলিদের কাছে এবং তাদের সমূলে ধ্বংস করে দিয়েছেন ! কিন্তু প্রকৃতপক্ষে তা সংগঠিত হয়নি যেহেতু উক্ত জাতি এখনো বিদ্যমান ! এগুলোর উদ্দেশ্য কি তাহলে মুহম্মদ কতৃক মিথ্যার আশ্রয় নিয়ে এবং ভয় দেখিয়ে তার অনুসারীর সংখ্যা বাড়ানো ?
প্রশ্ন – ৯৩
আল্লাহ কোন প্রেক্ষিতে দাবি করেন (Quran 33:4) তিনি মানুষকে কখনো দুইটা হৃদপিন্ড দেন না, যেখানে দুই হৃদপিন্ড বিশিষ্ট মানুষ পাওয়া দুষ্কর নয় [G. M. Gould, W. L. Pyle (Julian Press, 1896) Anomalies and Curiosities of Medicine p. 296] ?
প্রশ্ন – ৯৪
মুহম্মদ ভুলবসত নিজেই স্বীকার করে নিয়েছেন যে কুরান তার নিজের বানী (Quran 69:40, 81:19) tub’ṣirūna [you see] innahu [Indeed, it (is)] laqawlu [surely (the) Word] rasūlin [(of) a Messenger] ! এই ত্রুটি গুলো কি আপনার চোখে পড়ে না ?
প্রশ্ন – ৯৫
মানুষের জন্যে নাজিলকৃত পূর্নাঙ্গ জীবন বিধান কুরানের আয়াত গুলো কি কখনো বিশ্লেষন করে দেখেছেন ?
1 কুরানে ৩০০ টির মত আয়াত রয়েছে শুধুমাত্র আল্লাহ কে ভয় করার ব্যাপারে !
2 মাত্র ৪৯ টি আয়াত রয়েছে ভালোবাসা সম্পর্কিত (যার মধ্যে ১৪ টা আয়াত নেতিবাচক অর্থে, ৩ টি আয়াত মানবজাতিকে নির্দেশ দেয় আল্লাহ কে ভালবাসতে, ২ টি আয়াত আল্লাহ কিভাবে বিশ্বাসিদের ভালোবাসেন সে ব্যাপারে ! প্রায় ২৫ টির মত আয়াত আছে আল্লাহ অবিশ্বাসিদের ভালোবাসেন না সে ব্যাপারে ! ৩ টি আয়াত আছে নিজ আত্মিয় বা মুসলিম ভাইদের ভালোবাসার ব্যাপারে, ১ টি আয়াত মুসলিমদের নির্দেশ দেয় আল্লাহকে ভালোবাসতে ! অন্য ১ আয়াতে আছে ভালোবেসে দান খয়রাতের ব্যাপারে) !
3 প্রায় ৬৭% মক্কান আয়াত রয়েছে মুহম্মদ কে মেনে না নেওয়ার কারনে অবিশ্বাসিদের শাস্তি দেওয়া প্রসঙ্গে !
4 প্রায় ৫০% এর ওপর মদিনান আয়াত রয়েছে মুশরিক এবং অবিশ্বাসিদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া প্রসঙ্গে !
5 সমগ্র কুরানে প্রায় ৫০০ ‘র কাছাকাছি আয়াত রয়েছে (বলতে গেলে প্রতি ১২ টার মধ্যে ১ টা) যা মানুষকে জানান দেয় দোজখের ব্যাপারে !
6 কুরানে দোজখ শব্দটা কুরানে উল্লেখ আছে ১৪৬ বার, যার মধ্যে ৯ বার উল্লেখ আছে নীতিবোধ থেকে পতিত হওয়ার অপরাধে ! বাকি ১৩৭ বার অনন্তকাল দোজখে থাকার কথা বলা আছে শুধুমাত্র মুহম্মদের সাথে একমত না হওয়ার জন্যে !
7 প্রায় ৪০০ টির মত আয়াত শিক্ষা দেয় ইহুদি, খৃষ্টান, পৌত্তলিক এবং কাফের দের ঘৃনা করার ব্যাপারে !
8 প্রায় ১৪ টির মত আয়াত আছে যা মুসলিমদের কোন অমুসলিম বা কাফের দের সাথে বন্ধুত্ব করতে মানা করে !
9 প্রায় ১৬৪ টির মত আয়াত রয়েছে যা পরিস্কারভাবে সরাসরি মুসলিমদের নির্দেশ দেয় যুদ্ধ বা জিহাদে অংশ নেওয়া প্রসঙ্গে !
10 কুরান, হাদিস এবং সিরাত – এই তিনটির মাঝে মাত্র ১৭% আল্লাহর সাথে সম্পর্কিত, আর বাকি ৮৩% মুহম্মদের কার্যকলাপ আর কথাসমষ্টির অংশ বিশেষ !
http://godofreason.com/new-page-105.htm
http://www.yoel.info/koranwarpassages.htm