Sunday, December 6, 2015

আস্তিক এবং নাস্তিকদের মধ্যে পার্থক্য সমূহ ।


আমি অনেক চিন্তা ভাবনা করে আস্তিক এবং নাস্তিকদের মধ্যে নিম্নলিখিত পার্থক্যসমূহ নিরুপণ করেছি । নিম্নে আমি ধারাবাহিকভাবে তা উপস্থাপন করলাম । এর বাইরেও যদি আর কোন পার্থক্য থেকে থাকে তাহলে তা মন্তব্য কলামে উল্ল্যেখ করার জন্য অনুরোধ রইল ।
১ । (ক)- আস্তিকরা সামাজিক বলয় ভেঙে বেড়িয়ে আসতে পারে না ।
    (খ)- নাস্তিকরা সামাজিক বলয় ভেঙে বেড়িয়ে আসতে পারে ।
২ । (ক)- আস্তিকরা জন্মগত বিশ্বাষের অভ্যাস পরিবর্তন করতে পারে না ।
    (খ)- নাস্তিকরা জন্মতগত বিশ্বাষের অভ্যাস পরিবর্তন করে চলতে পারে ।
৩ । (ক)-আস্তিকরা প্রচলিত স্রোতের সাথে তাল মিলিয়ে চলে ।
     (খ)- নাস্তিকরা প্রচলিত স্রোতের বিপরীতে চলতে শিখে ।
৪ । (ক)- আস্তিকরা যুক্তি , অলৌকিক , অন্ধ বিশ্বাষ , এবং প্রথাকে মেনে নিয়ে চলে ।
    (খ)- নাস্তিকরা শুধু মাত্র যুক্তি এবং বাস্তবতার উপর নির্ভর করে চলে ।
৫ । (ক)- আস্তিকরা তাদের ধর্মীয় কিতাবের বক্তব্যসমূহকে বিনা দ্বিধায় মেনে জীবন যাপন করে ।
    (খ)- নাস্তিকরা ধর্মীয় কিতাবের বক্তব্যসমূহকে যুক্তি , বিজ্ঞান এবং বাস্তবতার নিরীখে বিচার বিশ্লেষণ করে গ্রহণ অথবা বাদ দেয়ে ।
৬ । (ক)- কট্টোর আস্তিকেরা নাস্তিকদের উপর প্রচন্ড ক্ষিপ্ত থাকে এবং তাদের হত্যা করাকেও বৈধ মনে করে ।
    (খ)- নাস্তিকেরা ; আস্তিক নাস্তিক সবাইকেই মানবতার নিরীখে বিচার করে ।
৭ । (ক)- আস্তিকেরা তাদের বিশ্বাষগুলোকে জোর করে মানুষের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে এবং না মানলে বিভীন্ন লৌকিক এবং অলৌকিক ভয় ভীতির ব্যবস্থা করে ।
   (খ)- কিন্তু নাস্তিকেরা তাদের বক্তব্যগুলোকে যুক্তি , বুদ্ধি এবং বিজ্ঞানের নিরীখে বুঝিয়ে মানুষকে পরিবর্তনের চেষ্টা করে ।
৮ । (ক)- আস্তিকেরা জন্মগত ভাবেই আস্তিক হয় অথবা পরিবেশগতভাবে ।
     (খ)- কিন্তু নাস্তিকেরা জন্মগতভাবে কেউই নাস্তিক হয় না । জীবন এবং বিজ্ঞানের জিজ্ঞাসার প্রশ্নের উত্তর খুঁজে খুঁজেই একজন নাস্তিক তার সিদ্ধান্তে স্থীর হয় ।
৯ । (ক)- আস্তিকেরা প্রচলীত স্রোতের বিরুদ্ধে যেতে পারেনা বলেই তারা দুর্বল চিত্তের হয় ।
    (খ)- কিন্তু নাস্তিকদের প্রচলীত স্রোতকে ভেঙে ভেঙে এগুতে হয় বলে প্রচুর সাহসীকতার পরিচয় দিতে হয় ।
১০ । (ক)- অসংখ্য আস্তিকের মাঝে একজন নাস্তিকের জীবন অসহনীয় এবং দুর্বীসহ এমন কি মৃত্যুর ঝুঁকিতেও তাকে জীবন কাটাতে হয় ।
     (খ)- কিন্তু অসংখ্য নাস্তিকের মাঝে একজন আস্তিক সাবলিল জীবন যাপন করতে পারে ।