অস্থীর চিত্তে রাত্রী জাগরণ আর
কান্নার শব্দে এলোমেলো রাতের নিস্তব্ধতা,
দীর্ঘ নিশ্বাসে সারাটাদিন কাটে আর
মোহিনীর টানে কেটে যায় পুরো সন্ধ্যাটা।
কান্নার শব্দে এলোমেলো রাতের নিস্তব্ধতা,
দীর্ঘ নিশ্বাসে সারাটাদিন কাটে আর
মোহিনীর টানে কেটে যায় পুরো সন্ধ্যাটা।
ঘুম ঘুম চোখে জাগে সকালের সূর্য আর
দুপুরের দেখা মেলা কাক ডাকা নিরব ভোরে,
বিকালেতে তরীটা বন্দর ছাড়ে আর
কাজ শেষে দেখা মেলা চর জাগা বালু তীরে,
এত এত লোক তবু একটাই আপন আর
শত শত দিন কাটে ভেবে ভেবে একা আমার,
এপার থেকে ওপারে যাই আর
খুঁজে খুঁজে ক্লান্ত হই তবু দেখা পাই না যে তোমার।
দুপুরের দেখা মেলা কাক ডাকা নিরব ভোরে,
বিকালেতে তরীটা বন্দর ছাড়ে আর
কাজ শেষে দেখা মেলা চর জাগা বালু তীরে,
এত এত লোক তবু একটাই আপন আর
শত শত দিন কাটে ভেবে ভেবে একা আমার,
এপার থেকে ওপারে যাই আর
খুঁজে খুঁজে ক্লান্ত হই তবু দেখা পাই না যে তোমার।
আমি গুনি রবি চাঁদ তারা আর
তুমি জীবনের হিসেব মিলিয়ে মিলিয়ে ক্লান্ত,
হিসেবের গড়মিলে নিজে থেকে দূরে আর
আবার বেহিসেবে মোহিনীর টানে নিজকে করি প্রশান্ত।
তুমি জীবনের হিসেব মিলিয়ে মিলিয়ে ক্লান্ত,
হিসেবের গড়মিলে নিজে থেকে দূরে আর
আবার বেহিসেবে মোহিনীর টানে নিজকে করি প্রশান্ত।