Tuesday, May 10, 2016

কোরান নিয়ে মমিনদের পিছলামি



১) আগের আয়াত, পরের আয়াত দেখতে হবে।
প্রথম আয়াতের আগের আয়াত, শেষের আয়াতের পরের আয়াত কিভাবে দেখব?
২) তাফসির পড়ে বুঝতে হবে।
যখন তাফসির ছিল না, তখন লোকে কিভাবে বুঝত? কার তাফসির সহিহ?
৩) অনুবাদে ভুল আছে।
অনুবাদের অনুমতি দেয়া হয় কেন? দুনিয়ার এত ভাষায় অনুবাদ করা হইছে কেন?
৪) মূল আরবি পড়তে হবে।
মূল আরবিতে “আসল ভার্সন” কোনটা? আপনি কোন মূল আরবি অনুবাদ পড়ে মুসলমান হয়েছেন?
৫) সবার বোঝার সুবিধার্থে সহজ ভাবে নাজিল হইছে।
আলিম লাম মিম–এই টাইপের আয়াতগুলোর অর্থ কী?
৬) প্রেক্ষাপট বিবেচনা করতে হবে।
প্রেক্ষাপটে আটকে থাকলে সর্বকালের সর্বমানুষের বেলায় কিভাবে প্রযোজ্য হবে?
৭) বুঝতে হলে আলেমের কাছে যান।
আপনি কতটুকু বুঝেছেন? আপনি না বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করছেন?
৮) সর্বকালের সর্বমানুষের বেলায় প্রযোজ্য।
নবীর পারিবারিক/ব্যক্তিগত সুবিধার জন্য নাজিল করা আয়াতগুলো কিভাবে অন্য মানুষের বেলায় প্রযোজ্য হবে?
৯) পরিপূর্ণ জীবনবিধান।
যুদ্ধ, ডাকাতি, লুটপাত, মন্দির-মূর্তি ভাঙা, কোতল করা, যৌনতা–ইত্যাদি বিষয়গুলোও জীবনের অংশ। এ সম্পর্কিত আয়াতগুলো কী কী?
১০) কোরানে সব আছে।
হেঁ হেঁ হেঁ।