আমরা জানি মহাবিশ্বের সৃষ্টিতে বস্তুবাদী মতবাদে
বিশ্বাসী নাস্তিক পাওয়া এখন বেশ কঠিন কারন
হাজার যুক্তি বস্তুবাদ মতবাদকে উড়িয়ে দেয়; যেমন
অনাদিকাল থেকে বিশ্ব যদি থাকতো তবে
তেজস্ক্রিয় পদার্থ থাকতো না, হাইড্রোজেন এর
কোন নক্ষত্র থাকা সম্ভব হত না, থাকতো না
হিলিয়াম জ্বালানী এর কোন নক্ষত্র ... যা হোক...
যুক্তি মানে এমন নাস্তিকদের যেহেতু বিগ-ব্যাঙ
থিওরি মেনে নেয়া ছাড়া উপায় থাকে না তাই
তারা বলে যে বিগ ব্যাঙের পরে কোন
পরিকল্পনাকারীর হাত ছাড়াই আপনাআপনি
মহাবিশ্ব বিন্যস্ত ও গঠিত হয়েছে। এবার আসুন- আমারা আমাদের দৃঢ় যুক্তি না দিয়ে আজ
বরং কিছু বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক (যাদের
মদ্ধে নাস্তিকও আছেন) তাদের পর্যবেক্ষণের
ফালফালের পরে তাদের মতামত জেনে নেই।
খ্যাতনামা নাস্তিক দার্শনিক Anthony Flew
এভাবে বলেনঃ কাল্পনিক ভাবে স্বীকার করা মনের
জন্য ভাল, আমি অতঃপর স্বীকার করতে শুরু করবো যে, স্থিতাবস্থায় বিশ্বাসী নাস্তিকেরা সমসাময়িক সৃষ্টিতত্ত্ব বিষয়ক ধ্যান ধারণায় বিব্রত বোধ করে. এতে মনেহয় সৃষ্টিতত্ত্ববৗদরা বৈজ্ঞানিক সত্য গ্রহনে সম্মত হয়েছে যে বিশ্বের একটি শুরু
ছিল.
তার বক্তব্য সরাসরিঃ Notoriously
confession isgood for the soul. I will therefore
begin by confessing that the stratonician
atheist has to beembarrassed by the
contemporary cosmologicalconsensus for it
seems that the cosmologists are providing a
scientific proof that universe had a beginning.
(Henre mergenue, Ray Abraham Varghese,
cosmos, Bios, Theos 1992. P.241)
বিজ্ঞানী Hugh Ross বলেনঃ বিশ্ব সৃষ্টির সাথে
সাথে যদি সময়ের শুরু হয় তাহলে মহাকাশতত্ত্ববিদ
দের মতে বিশ্ব সৃষ্টির কারন এমন এক সত্ত্বা
যিনি সময়ে অবস্থান করে সব কিছু পরিচালিত
করেন, উল্লেখ করতে হয় যে; তিনি বিশ্বের সময়ের
পরিধি থেকে সম্পূর্ণ মুক্ত এক সতন্ত্র সত্ত্বা...
তার বক্তব্য সরাসরি হলঃ If times beginning is
concurrent with the beginning with the
beginning of the universe, as the space
theorem says then the cause of the universe
must be some entity operation in a time
dimension completely independent of and
preexistent to time dimension of the cosmos .
this conclusion tell us that god is not the
universe itself, not is god contained in the
universe ( Creator and the cosmos.1993.
p.112)
Stephen Hawking তার ব্রিফ হিস্টরি অফ টাইম
গ্রন্থে বলেনঃ বিশ্বকে হিসাবনিকাশ ও
ভারসাম্যের উপর সৃষ্টি করা হয়েছে এবং
বিশ্ব এমনভাবে সমন্বিত যা কেউ তা কল্পনা করতে
পারেনা। বিশ্বের প্রসারণের অনুপাত প্রসঙ্গে
তিনি বলেন, বিগ ব্যাঙের এক সেকেন্ড পর
প্রসারণের অনুপাত যদি মিলিয়ন মিলিয়ন অংশের
একাংশও কম হত তাহলে বিশ্ব বর্তমান অবস্থায়
আসার পূর্বেই আবার ধ্বংস হয়ে যেত.
তিনি বইয়ে যেভাবে লেখা আছে তা হলঃ If the rate of
expansion one second after the big bang had
been smaller by even one part in a hundred
thousand million , the universe would have re-
collapsed before it ever reached its present
size. (Stephen Hawking , A Brief History Of
Time. 1988. P.181)
Paul Davies তার God and the new Physics বইয়ে
লিখেছেনঃ It is hard to resist the impression
that the present structure of the universe,
apparently so sensitive to minor alternation in
the numbers, has been rather carefully thought
out . The seemingly miraculous concurrence of
numerical values that nature has assigned to
her fundamental constants must remain the
most compelling evidence for an element of
cosmic design. (God and the new Physics.1983.
p.189)
এর দ্বারা বুঝা যায় অবশ্যই এক অতি
বুদ্ধিমান সত্ত্বা রায়েছেন মহাবিশ্বের সৃষ্টি ও
তার সুনিপুণ বিস্তারের পেছনে