Monday, May 17, 2021

আলোটা চলতে থাকবে কি না...?

কিছুদিন আগে একটা প্রশ্ন করা হয়েছিল এরকম একটা ছবিটা দিয়ে যে, " একটা শক্তিশালী লেজার ওপরের দিকে ১ সেকেন্ডের জন্য জ্বালিয়ে বন্ধ করে দিলে আলোটা চলতে থাকবে কি না..."? 

আমি প্রশ্ন টার উত্তর এভাবে পোস্ট আকারে দিচ্ছি সেজন্য আমি ক্ষমা প্রার্থী।

উত্তরটা নিচে দেওয়ার চেষ্টা করলাম, ভুল-ত্রুটি মাফ করবেন ও সংশোধন করানোর অনুরোধ করছি।

আলো হলো তরঙ্গ রশ্মি। আমরা যদি আকাশের দিকে টর্চের আলো নিক্ষেপ করে আবার বন্ধ করে দেই তবুও সেই আলোক তরঙ্গ বাধা না পাওয়া পর্যন্ত অনন্ত কাল ধরে চলতে থাকবে।

উদাহরণ স্বরূপ বলা যায় যে, আপনি যদি পৃথিবী থেকে মহাকাশের দিকে টর্চের আলো জ্বালানোর সাথে সাথে আবার বন্ধ করে দেন আর আমি বা অন্য কেউ যদি পৃথিবী থেকে এক আলোক মিনিট দূরে অবস্থান করি তাহলে উক্ত আলোক রশ্মি টা যদি বাধা প্রাপ্ত না হয় তবে তা আমাদের চোখে এক মিনিট পর দৃশ্যমান হবে, তদ্রূপ আমরা এক আলোক ঘন্টা দূরে বা এক আলোক দিন বা এক আলোক বর্ষ দূরে থাকলে উক্ত রশ্মি টা যথাক্রমে এক আলোক ঘন্টা, এক আলোক দিন, বা এক আলোক বর্ষ পর আমাদের চোখে দৃশ্যমান হবে।

তবে যেহেতু আলো ও এক ধরনের তরঙ্গ তাই উক্ত রশ্মি টা সময়ের সাথে সাথে ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে।

এরও একটা উদাহরণ দেওয়া যায় যে, একটা ৬০ ওয়াটের বাল্ব কে আপনি যদি ৫০০ মিটার দূর থেকে জ্বলতে দেখেন তাহলে সেটার যে পরিমাণ আলো আপনার চোখে দৃশ্যমান হবে তার থেকে আরো বেশি পরিমাণ আলো দৃশ্যমান হবে যখন আপনি বাল্বটির নিকট উপস্থিত থাকবেন। বা ৫০০ মিটার দূর থেকে যদি আপনি বাল্বটির নিকট আসতে থাকেন তাহলে ধীরে ধীরে বাল্বটির উজ্জ্বলতা বৃদ্ধি হতে দেখবেন।

আর সেটা বাধা প্রাপ্ত হলে পৃথিবীতে  ফিরে আসবে বা আসে কি না তা বলতে গেলে প্রথমে বুঝতে হবে যে, যে  স্থানে বাধা পাচ্ছে সেখানে কি কোনো প্রতিফলক আছে কি না...... কারন প্রতিফলক ছাড়া প্রতিফলন সৃষ্টি হয় না।

আর প্রতিফলক থাকলেও সেখান থেকে আলো পৃথিবীতে ফিরে আসলেও তা অতি ক্ষীণ অবস্থা প্রাপ্ত হয়ে ফিরে আসবে। যেহেতু আলোও এক প্রকার তরঙ্গ। 
বিঃদ্রঃ এখানে বলে রাখা শ্রেয় যে, প্রতিফলক টা ঠিক কতদূরে অবস্থান করছে তার ওপর নির্ভর করবে আলোর দৃশ্যমানতা।

এবার যদি বলেন যে, "চাঁদে তো কোনো প্রতিফলক নেই তাহলে চাঁদ থেকে কি করে আলো ছড়ায়...." ? 

তার উত্তর হলো, সূর্যের আলো চাঁদে পতিত হয় আর সেই আলো চাঁদের ঠিক যতটুকু স্থান আলোকিত করে আমরা চাঁদকে ঠিক ততটুকুই দেখতে পাই। আর চাঁদ হলো সূর্য ও পৃথিবী থেকে ছোট তবে অনেক বড় একটা অবজেক্ট তাই সূর্যের যথেষ্ট পরিমাণ আলো আছে তাকে আলোকিত করার জন্য কিন্তু আমার বা আপনার টর্চ লাইটে নাই।

আরো একটা উদাহরণ স্বরূপ বলা যায় যে, আপনি আপনার টর্চ দিয়ে ২০০ মিটার  দূরের কোনো বস্তু কে সহজেই দেখতে পারবেন তবে আপনি একটা দিয়াশলাই কাঠি জ্বালিয়ে তা দেখতে পাবেন না।