Thursday, August 31, 2017

শিয়া; তাদের উৎপত্তি, দল-উপদল, আকীদা-বিশ্বাস, রেফারেন্স-গ্রন্থ ও লিংকসমূহ

by

 

#শিয়া; তাদের উৎপত্তি, দল-উপদল, আকীদা-বিশ্বাস, রেফারেন্স-গ্রন্থ ও লিংকসমূহ, স্বভাব প্রকৃতি, হাকীকত উন্মোচন, কিছু টীকা ও সতর্কবাণী, কয়েকটি সংশয় নিরসন এবং শেষে তাদের প্রতি বিনীত আহ্বান… সহ অনেক কিছু :
(#এক.)
আরবি শিয়া শব্দের অর্থই হলো গোষ্ঠী।
শিয়ারাই হলো আদর্শিক ও রাজনৈতিক কারণে মুসলিমদের মূল জামা’আত থেকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রথম গোষ্ঠী, যারা পরবর্তীতে নিজেদের মনগড়া ভ্রান্ত আকিদা গড়ে নিয়েছে। শিয়া মতবাদ উদ্ভাবনকারী মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদীর সন্তান। মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতেই সে ইসলাম গ্রহহণের অভিনয় করেছিল।
শিয়াদের মধ্যেও ভাগ আছে। ইমামিয়্যাহ, ইসনে আশারিয়্যাহ, ইসমাইলি, নুসাইরিয়্যাহ প্রভৃতি। এদেরকেই ‘রাফেজি’ও বলা হয়।
শুধুমাত্র যায়িদিয়া সম্প্রদায় ছাড়া বাকি শাখাগুলোর আকিদা কুফরে পরিপূর্ণ।
(#দুই.)
প্রায় পুরো দুনিয়ার উলামায়ে ইসলামের ঐক্যবদ্ধ ফায়সালা ও ফতোয়া হল- শিয়াদের ৯০ পার্সেন্টই কাফের, বিশেষ করে বর্তমান ইরানের যারা আছে, এবং যারা ইসনা আশারিয়্যা, নুসাইরিয়া… মতবাদের অনুসারী।
তাই তাদের বাহ্যিক উন্নতিতে মুসলমানদের খুশি হওয়ার কোন কারণ নেই। তারা সুযোগ পেলে ইহুদী – খৃষ্টানদের আগে সুন্নীদেরকে খতম করবে! সর্ব যুগের ইতিহাস এমনই।
আর তলে তলে ইহুদীদের সাথে ও আমেরিকার সাথে যে শিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক সবসময়ই থাকে, সেটা তো এখন আশা করি তাদের কাছে মোটেও অস্পষ্ট নয়, বিশেষ করে যারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীর চিন্তা ভাবনার সাথে একটু বিস্তারিত খোঁজ খবর রাখার চেষ্টা করেন।
কেবলই ইহুদী নিয়ন্ত্রিত মিডিয়ার উপর ভরসা করেন না।
——————————
(তিন.)
#তাদের_ভয়াবহ_কিছু_আকীদা :
1. কুরআন বিকৃত এবং এর ১ চতুর্থাংশ ফেলে দেয়া হয়েছে!
2. ৩/৪ জন সাহাবা ছাড়া তিন খুলাফায়ে রাশেদ সহ সকল সাহাবী (নাঊযুবিল্লাহ) কাফের, মুরতাদ, গাদ্দার!
তাদের নাপাক যবান থেকে ৪/৫ জন সাহাবী বাদে প্রথম ৩ খোলাফায়ে রাশেদীন থেকে শুরু করে কেউই রক্ষা পায় নি!
3. মুতআ’ (নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি ভিত্তিক বিয়ে। তারা এক রাতের জন্য পতিতাদের বিয়ে করাও হালাল মনে করে!)
4. তাকিয়্যা (একজন মনেপ্রাণে যা বিশ্বাস
করে, তার ঠিক বিপরীত বলা বা করার ভান
করা) বৈধ। (তারা মুখে মুসলিম ভ্রাতৃত্তের কথা বলে, কিন্তু সুযোগ পেলেই মুসলিমদের হত্যা করে
(মিথ্যা বলা খুবই ভাল এবং সাওয়াবের
কাজ। নিজের বিশ্বাসকে গোপন রাখা অত্যন্ত
গুরুত্বপূর্ণ!! প্রতারণা এবং প্রবঞ্চনা একটি মহৎ কাজ।)
মুতআ’ ও তাকিয়্যা মত নিকৃষ্ট আকীদা সম্ভবত দুনিয়ার আর কোন জাতি গোষ্ঠীর মাঝে নেই। এর মাধ্যমে তারা মিথ্যা এবং বেশ্যাবৃত্তি ও অবাধ যৌনাচারের বৈধতার সার্টিফিকেটই কেবল দেয় না, মহা সওয়াবের গ্যারান্টি দিয়ে উৎসাহও দিয়ে থাকে।
5. রাজআত ()
6. ইমামত (তাদের দৃষ্টিতে তাদের ইমামগণ নবীদের সমতুল্য, বরং তার চেয়ে বেশি )
7. বাদা’ (আল্লাহ তায়ালারও মাঝে মাঝে ভুল হয়ে থাকে, নাঊযু বিল্লাহ )
8. শিয়াদের কালিমা মুসলিমদের শাহাদাহ
থেকে ভিন্ন। তাদের কালিমা হলো – লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি
‘আলিউন ওয়ালিউল্লাহি ওয়াসিয়্যু
রাসুলুল্লাহি ওয়া খালিফাতুহু বিলা
ফাসলিন।
শিয়ারা তাদের আযানে “আশহাদু আন্না
‘আলিউন ওয়ালিউল্লাহ” ও “হুজ্জাতুল্লাহ”
এবং “হাইয়্যা আলা খাইরিল আমাল” যুক্ত
করেছে।
সহ আরো বিকৃত ও জঘন্য সব কুফরী আকীদা।
“““““““““““`
(#চার.)
তাদের কারো সাথে কথা বলে তো লাভ নাই, কারণ সেই তাকিয়্যা!
যারা বলে, এগুলো শিয়াদের বিশ্বাস নয়, হয় তারা তাকিয়্যা করে, না হয় তারা তাদের ধর্ম সম্পর্কে জানেই না। যেমন অনেক নামকেওয়াস্তে মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্যই জানা থাকে।
তাই তাদের কথা নয়, তাদের বড়দের কিতাবসমূহের রেফারেন্স ধর্তব্য হবে:
#তাই এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও তাদের বড়দের কিতাবসমূহ থেকেই রেফারেন্স জানতে দেখুন-
#শিয়া_মতবাদ_বিষয়ে_কয়েকটি_গ্রন্থ :
১.ইরানী ইনকিলাব ইমাম খোমেনী ও শিয়া মতবাদ, আল্লামা মনযুর নোমানী, মদীনা পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা।
২. علماء دين كا فيصله-حبيب الرحمن قاسمي
৩. اختلاف امت اور صراط مستقيم- حضرت یوسف لدھیانوی شہید رح
https://goo.gl/sPrsgi
৪. شیعہ سنی اختلاف اور صراط مستقيم – حضرت یوسف لدھیانوی شہید رح
https://goo.gl/sY4iB4
৫. ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, মাওলানা হেমায়েতুদ্দীন, মাকতাবাতুল আবরার, ইসলামী টাওয়ার, বাংলাবাজার ঢাকা।
৬. تحفہ اثنا عشريہ – شاہ عبد العزیز رح
https://goo.gl/AlSBqu
৭. مجمل عقائد الشيعة
http://files.pdf-ebooks.download/elebda3.net-wq-5075.pdf
৮. ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রাযি. – মাওলানা তাকী উসমানী, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।
https://goo.gl/Y8Q6fu
” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ” ”
(#পাঁচ.)
নিম্নে উল্লিখিত লিংকসমূহেও শিয়াদের মুখোশ উন্মোচন সহ কিছু কিছু বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন-
#বেশকিছু_গুরুত্বপূর্ণ_লিংক:
1.
শিয়ারা কি মুসলিম??!
উ: না.! সপক্ষে প্রমাণ ও যুক্তি ->
ধারাবাহিক পর্ব – ১
https://m.facebook.com/story.php?story_fbid=359739011090061&id=300199090377387
1.
https://m.facebook.com/story.php?story_fbid=1794229740866205&id=1629238320698682
2.
#শীআকথনatikullahatik
3.
https://m.facebook.com/groups/1566266773700865?view=permalink&id=1722383078089233
4.
https://m.facebook.com/story.php?story_fbid=867589866703419&id=196608060468273
5.
https://m.facebook.com/story.php?story_fbid=1837093659843502&id=100006286573206
https://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93Israel_relations
6.
https://m.facebook.com/story.php?story_fbid=1642192836070787&substory_index=0&id=1631946583762079
7. তাদের জনক:
https://m.facebook.com/story.php?story_fbid=1365933586768430&id=100000554058678
8.
http://islamhouse.com/bn/books/735785/
http://islamhouse.com/bn/books/434032/
http://islamhouse.com/bn/books/430747/
http://islamhouse.com/bn/books/409011/
http://islamhouse.com/bn/books/395670/
http://islamhouse.com/bn/books/393768/
http://islamhouse.com/bn/books/392816/
http://islamhouse.com/bn/books/386814/
http://islamhouse.com/bn/books/373484/
http://islamhouse.com/bn/books/364836/
http://islamhouse.com/bn/books/370147/
http://islamhouse.com/bn/books/353681/
http://islamhouse.com/bn/books/340530/
http://islamhouse.com/bn/books/324697/
http://islamhouse.com/bn/books/735787/
http://www.mediafire.com/?izd11egtci3ei3j
9. শিয়াদের কুখ্যাত ইতিহাস
https://m.facebook.com/story.php?story_fbid=258037807952869&id=100012399545987
10. শিয়া সম্প্রদায় ও তাদের কুফরি আকিদা:১
https://m.facebook.com/story.php?story_fbid=231244057298911&id=100012399545987
সিয়াদের কুফুরি আক্বিদা-২
https://m.facebook.com/story.php?story_fbid=231247010631949&id=100012399545987
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
#সতর্কবাণী
শিয়াদের বিষয় বড় স্পর্শকাতর !
বহু বিষয়ে প্রচুর বানোয়াট বর্ণনা ছড়ানো হয়েছে। তাই সতর্ক থাকা উচিত। বহু বানোয়াট ও আজগুবি কেচ্ছা কাহিনী শিয়ারা বাজারে ছেড়েছে, শিয়া ধর্মটাকে সাজানোর জন্য। কারণ এছাড়া যে তাদের ‘কাম’ চলবেনা!
তাই ওগুলো পড়ে ধোকা খাওয়ার কোন কারণ দেখছি না।
এখানে সংক্ষেপে বোঝানো সম্ভব নয়, তাই ঠাণ্ডা মাথায় বইগুলো পড়ুন, জবাব পেয়ে যাবেন-
এসবের হাকীকত জানা, ও নিজের ঈমান রক্ষার তাগিদেই বইগুলো পড়তে জোর আহ্বান জানাচ্ছি।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
(সাত.)
#কিছু_টিকা:
১. ৯০ পার্সেন্ট শিয়ারা তো মুসলমানই নয়। তাই এর কারণে মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা হচ্ছে বলা ঠিক নয়।
নিজেদের সাধারণ মুসলমানদেরকে বাতিল আকীদা-বিশ্বাস থেকে রক্ষা করার জন্য এবং সতর্ক করার জন্য কোন বিষয় খোলাসা করলে এটাকে বিভেদ সৃষ্টি বলে না।
২.ইসলাম আর কুফরের মাঝে কি সন্ধি হতে পারে? দুটো তো দুই মেরুর জিনিস! যতক্ষণ না শিয়াগণ সকল কুফরী আকীদা থেকে তাওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোলে ফিরে আসে।
(#আট.)
১৪০০ বছর অতিক্রান্ত হয়েছে, যুগে যুগে ইহুদী খৃষ্টান মুশরিক শিয়া সহ সমস্ত কুফরী শক্তি ইসলামের বিরুদ্ধে বহু অপচেষ্টা চালিয়েছে। তারীখে ইসলামের সবচে’ মযলূম শহীদ খলীফায়ে রাশেদ হযরত উসমান রাযি. এবং হযরত হুসাইন রাযি. এর সেই মর্মান্তিক হত্যাকাণ্ড থেকে শুরু করে মু’তাযিলা ও গ্রিক দর্শনের ফিতনা, ক্রুসেড ও ভয়াবহ তাতারী আক্রমণ গণহত্যা সহ এমন বহু ভয়ংকর সব ট্রাজেডি ইসলামের ইতিহাসে সংঘটিত হয়েছে, সাময়িক ভাবে তখন মনে হয়েছিল- দুনিয়ার বুক থেকে ইসলাম এবার নিশ্চহ্ন হয়েই যাবে! কারণ এমন পরিস্থিতিতে সাধারণভাবে টিকে থাকার কথা নয়।
এর প্রকৃষ্ট প্রমাণ খৃস্টধর্ম, হযরত ঈসা আ. এর প্রকৃত শিক্ষাকে ইহুদী পৌল বিকৃত করতে সমর্থ হয়।
অবশ্য ইহুদী আব্দুল্লাহ বিন সাবা শিয়া গ্রুপ সৃষ্টিই করেছিল ইসলামকে বিকৃত করার জন্য, সে সুর তো শিয়াদের কণ্ঠে বাজতেই থাকবে। যেমন ইহুদী পৌল খৃষ্টধর্মের বারোটা বাজিয়ে দিয়েছে।
.
কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলামের এক চুল পরিমাণও ক্ষতি কিংবা এক হরফ বিকৃতি সাধনে কেউই সমর্থ হয়নি।
হবে কিভাবে? এ যে মহান আল্লাহর দৃপ্ত ঘোষণা –
انا نحن نزلنا الذكرى و انا له لحافظون!
‘আমি নিজেই এ কুরআন নাযিল করেছি, আমি নিজেই এর সংরক্ষক !’, সূরা হিজর, আয়াত নম্বর ৯
এটা ইসলামের মু’জিযা এবং সত্যতার প্রমাণও বটে!
^^^^^^^^^^^^^^^^^^^^^^
(#নয়.)
মুতা, তাকিয়্যা, গালিগালাজ এগুলো তো শিয়াদের আইকন। এটা থেকে লোভ সামলানো তাদের জন্য তো বড়ই কঠিন, করবেই!
তাদের নাপাক যবান থেকে ৪/৫ জন সাহাবী বাদে প্রথম ৩ খোলাফায়ে রাশেদীন থেকে শুরু করে কেউই রক্ষা পায় নি।
কুকুর কামড় দিলে আমরা মানুষ তো জবাবে কুকুরকে কামড় দিতে পারি না।
আমরা তাদের জবাবে শুধু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কয়েকটি হাদীস পেশ করতে পারি, এবং দোয়া করতে পারি-
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَسُبُّوا أَصْحَابِي فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ)). قَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَمَعْنَى قَوْلِهِ: ((نَصِيفَهُ)) يَعْنِي نِصْفَ الْمُدِّ.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي لاَ تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ)).
যার সারমর্ম হলো – রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
‘আমার সাহাবাকে গালি দিওনা, সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ দান করে ফেলে, তবু তাদের একজনের এক মুদ পরিমাণ কিংবা এর অর্ধেকেরও কাছে যেতে পারবে না।
আমার সাহাবীদের ব্যাপারে সাবধান! আমার সাহাবীদের ব্যাপারে সাবধান! যে তাদেরকে ভালবাসবে সে তো আমার ভালবাসার তাগিদেই তাদেরকে ভালবাসবে, আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে সে যেন আমার প্রতি বিদ্বেষ এর কারণেই করল। যে তাদেরকে কষ্ট দিবে সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল, আশংকা হয় আল্লাহ তাকে পাকড়াও করবেন! ‘
আল্লাহ তায়ালা আমাদেরকে হিফাযত করুন, হিদায়াত দান করুন, আমীন!
_____________________
#শেষ_কথা:
আমি স্পষ্টভাবেই বলছি, শুনুন-
আমরাও এ দন্দ্বের অবসান চাই, এক হতে চাই। তবে একটাই শর্ত-
শিয়াদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রধান নেতা জনাব ইমাম খোমেনী সাহেবকে বলুন, সকল কুফরী আকীদা থেকে নিজেদের বারাআত যাহির করে (সম্পর্কচ্ছেদ ও দায়মুক্তি) জনসম্মুখে এবং মিডিয়ার সামনে ঘোষণা দিতে।
তখনই দেখবেন পুরো বিশ্বের সকল উলামায়ে কেরাম তাদেরকে বুকে টেনে নিতে একটুও দ্বিধা করবে না। আমরা এ জন্য সর্বদা প্রস্তুত। আমাদের সাথে তো শিয়াদের জমিজমা নিয়ে বিরোধ নেই!
#.
আর আমরা সবাই সবসময় আল্লাহর কাছে এ দোয়া করতে থাকি-
اللهـم أرنا الحق حقا وارزقنا اتباعه و أرنا الباطل باطلا و ارزقنا اجتنابه!
“হে আল্লাহ! আমাদেরকে সত্য দেখান এবং সত্যের অনুসরণের তাওফীক দান করুন, এবং আমাদের সামনে বাতিল স্পষ্ট করে দিন ও এর থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন!”
আমীন!! ইয়া রব্বাল আলামীন!!!