Saturday, August 6, 2016

দেহব্যবসাঃ-

ইসলামে দেহব্যবসা জায়েজ নেই। তাহলে দরকষাকষির মাধ্যমে নারীর দেহমূল্য ধার্য করে পুরুষকে ভোগ
করতে দেয়াটিকে কি বলবেন? ধর্মবাক্য ছাড়া সেক্স করলে ব্যভিচার কিংবা দেহব্যবসা যদি হয়, তাহলে একই-
কাজ ধর্মবাক্য প্রয়োগ করে করলে কেন সেটি দেহব্যবসা হবে না?
ইসলামী বিবাহপ্রথা একই সাথে পতিতাবৃত্তি ও দাসত্বের সমন্বয়ের নাম। একজন দাসীকে অানুষ্ঠানিকভাবে তার
মনিবের হাতে অর্পণ করার নামই হলো ইসলামী বিবাহ। খেয়েপরে বাঁচার জন্য ধার্মিকা নারীরা পুরুষ নামক প্রভূর হস্তে নিজকে সমর্পণ করে। স্বামী নামক প্রভূ পাওয়ার অাশায় বিবাহপূর্ব সম্পর্ক হতে বিরত থাকে। বিবাহের পরে স্বামী নামক প্রভূ খুটিয়ে খুটিয়ে যাচাই করেন - তার যৌনদাসীর খুঁত (?) অাছে কিনা! অার স্ত্রী নামক   prostitute ও নিজেকে "ফ্রেশ মাল" প্রমাণে ব্যস্ত থাকে, এই হলো ইসলামী বিবাহ!
 পুনশ্চঃ- তথাকথিত অনেক মুক্তমনা কিংবা নাস্তিক ভাইয়েরাও বিবাহের সময় "ফ্রেশ মাল" খোঁজেন (!?),  হায়রে নাস্তিক মুমিন!
কিন্তু হ্যাপী ক্লাবের স্লোগান হলো-
অন্যের সাথে পূর্ব সম্পর্ক (ফিজিক্যাল) ছিল এমন নারীই বিবাহ করিব, তবে ইসলামী বিবাহ নয়, খৃস্টীয় বিবাহ।