লেখক সেই_আমি
আমরা জানি চাঁদের আকার আয়তন সম্পর্কে । জানি যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ । যেটি পৃথিবীতে উপর পড়লে পৃথিবীর প্রায় ১/৪ এর বেশি জায়গা দখল করবে । অথচ সেটি নাকি মক্কার একটি ক্ষুদ্র পাহাড়ের উপর পড়ে লাফালাফি করে মাঝখান দিয়ে ভেঙ্গে গিয়েছিল । আবার তার মাঝখানের ভাঙ্গা দিয়ে নাকি সেই পাহাড়ও দেখা গিয়েছিল । এখন কি বলব যে, এত বড় একটা গ্রহ হঠাৎ করে ছোট হয়ে সেটি পৃথিবীর ছোট্ট একটি জায়গাতে পড়ে ভেঙ্গে গেল এবং পুনরায় সে নিজের আাকার ধারন করে সেটি উঠে চলে গেল । এমন সাজানো গল্প নাকি মহাবিজ্ঞান । সবাই সুবানাল্লাহ্ বলুন । আমাদের মূর্খ নবীর আমলে যদি ফুটবল খেলা থাকত তাহলে নিশ্চয়ই তিনি আরো বলতেন যে, সেই চাঁদের খন্ড বা টুকরা নিয়ে পিঠ উচা উঠগুলো ফুটবল খেলেছে । এবং আরো বলতেন আমার দেশের উঠগুলো আর্জেন্টিনা,ব্রাজিলের চেয়ে বেশি ভাল ফুটবল খেলে ।
.
.
.
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২০৯
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى فَقَالَ " اشْهَدُوا ". وَذَهَبَتْ فِرْقَةٌ نَحْوَ الْجَبَلِ وَقَالَ أَبُو الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللَّهِ انْشَقَّ بِمَكَّةَ. وَتَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِي مَعْمَرٍ عَنْ عَبْدِ اللَّهِ.
আনসারগণের মর্যাদা অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২০৯
আবদান (র) ......... আবদুল্লাহ (ইব্ন মাসউদ) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন চাঁদ দ্বিখন্ডিত হয় তখন আমরা নবী করীম (সা) এর সঙ্গে মিনায় অবস্থান করছিলাম। তিনি আমাদিগকে বললেন, তোমরা সাক্ষী থাক। তখন আমরা দেখলাম, চাঁদরে একটি খন্ড হেরা পর্বতের দিকে চলে গেল। আবূ যুহা মাসরূকের বরাত দিয়ে আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন যে, চাঁদ দ্বিখন্ডিত হয় মক্কা শরীফে।
Merits of the Helpers in Madinah (Ansaar) ::
Bukhari :: Volume 5 :: Chapter 58 :: Hadith 209
Narrated `Abdullah:
The moon was split ( into two pieces ) while we were with the Prophet (sallallahu 'alaihi wa sallam) in Mina. He said, "Be witnesses." Then a Piece of the moon went towards the mountain
.
.
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২০৮
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً، فَأَرَاهُمُ الْقَمَرَ شِقَّتَيْنِ، حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا.
আনসারগণের মর্যাদা অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২০৮
আবদুল্লাহ ইব্ন আবদুল ওয়াহ্হাব (র) ......... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, মক্কাবাসী রাসূলুল্লাহ (সা)-কে তাঁর নবুওয়াতে নিদর্শন হিসাবে কোনরূপ মুজিয দেখানোর দাবী জানাল। তিনি তাদেরকে চাঁদ দ্বিখন্ডিত করে দেখালেন। এমনকি তারা চাঁদের দু’খন্ডের মধ্যখানে হেরা পর্বতকে দেখতে পেল।
Merits of the Helpers in Madinah (Ansaar) ::
Bukhari :: Volume 5 :: Chapter 58 :: Hadith 208
Narrated Anas bin Malik:
The people of Mecca asked Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) to show them a miracle. So he showed them the moon split in two halves between which they saw the Hira' mountain.
.
.
.
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২১০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ الْقَمَرَ، انْشَقَّ عَلَى زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
আনসারগণের মর্যাদা অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ৫ :: অধ্যায় ৫৮ :: হাদিস ২১০
উসমান ইব্ন সালিহ (র) .......... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা)-এর যুগে চাঁদ দ্বিখন্ডিত হয়েছিল।
Merits of the Helpers in Madinah (Ansaar) ::
Bukhari :: Volume 5 :: Chapter 58 :: Hadith 210
Narrated `Abdullah bin `Abbas:
During the lifetime of Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) the moon was split (into two places).
মন্তব্যঃ-
Mahedi
Habib হাদিস গুলো বিকৃত করে লেখা হয়েছে... আমরা আমাদের ছোট্ট ঘরের একটা
ফুটো দিয়ে আকাশের
সূর্য দেখতে পাই কিভাবে... সূর্য তো আমাদের গ্রহ থেকে কত গুন বড়.. তাহলে সমান্য
ফুটা দিয়ে বা জানালা দিয়ে কি ভাবে সূর্যের মতোন এতো বড় নক্ষত্র কে দেখতে পাই..
সেই
আমি একই রকমের তন্ত্র-মন্ত্র ছাড়া
আপনারা আর কিছুই জানেন না ?
Rafiqul
Islam Allah sob paren.
সেই
আমি ha ha ha
Bruce Warner
সুবহানাল্লা
Md
Abul Monsur বোকা মানুষ গুলোকে সহজে
বোঝাতে পারবেনা। এসব কথা সবাই বুঝবেনা
সেই
আমি
Abu
Hena হা হা হা হাদিস।
সেই
আমি হা হা
Dèlwär চাদ পৃথিবীর ৫০ ভাগ এর এক ভাগ
কে বলছে পৃথিবীর ৪ ভাগ এর ১ ভাগ জায়গা দখল করে নিবে!!
আল্লাহ চাইলে সব পারেন
কে বলছে পৃথিবীর ৪ ভাগ এর ১ ভাগ জায়গা দখল করে নিবে!!
আল্লাহ চাইলে সব পারেন
Farid Parvez
ভাই তর নাম সেই শয়তান! হতে পারে তুই নবী কে মান্য করছ না। তর মক
চামচিকা নবীকে মানলে
বা না মানলে কিছুই যাই আসে না। তুই যে হাদিস এর উদৃতি দিয়েছিস তা নবী মারা যাওয়ার ২০০ বছর পরে লেখা হয়েছে এতএব সেখানে ভুল
থাকাটা সাভাবিক যে কোন বিবেকবান মানুষ বুঝতে পারবে।
Eng Mahmud
Hasan Nastik ra erokom chara ki bolbe r.??
Md
Junayed Hossain চাদ তো
পৃথিবীতে এসে পড়েছে এমন কোন হাদিস লেখা নাই।
আমরা তো চাদ ও সূর্যের মাঝখানে কত দূরত্ব দেখতে পাই। এইখানে এমনটাই বোঝানো হয়েছে। চাদ দ্বিখন্ডিত হয়ে দুইদিকে গেছে এটা বোঝানো হয়েছে। একটা অংশ হেরার দিকে গেছে। এর মানে এই নয় চাদ হেরা পর্বতের উপর গিয়ে পড়েছে।
আমরা তো চাদ ও সূর্যের মাঝখানে কত দূরত্ব দেখতে পাই। এইখানে এমনটাই বোঝানো হয়েছে। চাদ দ্বিখন্ডিত হয়ে দুইদিকে গেছে এটা বোঝানো হয়েছে। একটা অংশ হেরার দিকে গেছে। এর মানে এই নয় চাদ হেরা পর্বতের উপর গিয়ে পড়েছে।
সেই
আমি পৌষ্টটির লেখা
অযুক্তিক বলে অনেকেই আকার ইঙ্গিত দিয়ে কমেন্ট করেছেন।তিনাদের বোধ্যশক্তি
যে কত কম তা আমি বুঝিয়ে দিচ্ছি।। ।। প্রথম হাদিসে দেখুন "চাঁদটি মক্কায় দ্বিখন্ডিত হয়েছিল"।তারমানে বুঝা
যাচ্ছে চাঁদটি মক্কার কোন একটি জায়গাতে ভেঙ্গেছিল।। ২য় হাদিসে
দেখুন "চাঁদের ভাঙ্গা অংশের ভিতর দিয়ে হেড়া পাহাড় কে দেখা গিয়েছিল"
তারমানে চাঁদ ভেঙ্গে গিয়ে হেরা পর্বতের সামানে কোন একটি জায়গায়তে মানুষের চোখ বরাবর
পড়ে ছিল এবং সেই ভাঙ্গা অংশের ভিতর দিয়ে হেরা পর্বত বা পাহাড়কে দেখা
গিয়েছিল।যদি চাঁদটি মহাকাশের কোথায় খন্ড হত তাহলে চাঁদের ভিতর দিয়ে হেরা
পাহাড়কে দেখা যেত না।।।। ।।XM
সেই আমি
Faria
Aktar Ei ghulo gadha ghula bissas kore
Firuj Khan
#সেই-আমি কোথায়
পাইলি তুই এই হাদিছ্ তোর
কনো ভন্ড বাবায় দিলো নাকি? না
তোর মা দেবী দিলো? সুখে
থাকতে ভুতে কিলায় তোর শয়তানের বাচ্ছা