Monday, August 29, 2016

যদি তুমি ঈশ্বর হবে, তবে-

আজকের খাদ্যতালিকায় যে বাতাশ, পানি, ভাত, মাছ, মাংশ, সবজি বা বাহারি ফলমূল,
বিজ্ঞান এবং বিবর্তনের বদৌলতে আগামীর সেই খাদ্যতালিকাটাই বদলে যাবে বিলকুল ।
লাখোবছর পূর্বে যখন শরীর ছিলোনা তোমার ঠিক আজকের আধুনিক মানবের আকৃতি,
তখন তোমার খাদ্য ছিলো কাঁচা মাছ, খুদে প্রানী, কীটপতঙ্গ, উদ্ভিদ কিংবা ভিন্ন প্রজাতি ।
কোটি বছর পূর্বে যখন তুমি জলের তলায় এককোষী প্রান প্রোটোজোয়া বা অস্ট্রাকোডাম,
তখন তোমার খাদ্যে জলজ অক্সিজেন, তরল জেল বা অন্যকোন খাদ্যকনা অজানা নাম ।
পৃথিবীর খাদ্যসকল খেয়ে নিঃশেষ হলে পরে, মানুষ পা বাড়াবে দূর অন্যকোন ভিনগ্রহে,
আমি সেদিন আন্দোলন করবো পার্থিব স্বাদের পৌষ্টিক খাদ্যপানি না পাওয়ার তীব্র দ্রোহে ।
এই ফুসফুস, পাকস্থলী, যকৃত, হৃদয়, বৃক্ক এই রেচনতন্ত্র যদি সম্পূর্ণভাবে বদলাতে পারি,
মহাকাশে খাদ্যবদলে তাহলে বদলে যাবে, এই দেহসৌষ্টব, পঞ্চইন্দ্রিয়, ধমনী কিংবা নাড়ি ।
আমি স্বপ্ন দেখি , এই যন্ত্রমানব চড়ে বেড়াচ্ছে আলোকের চেয়েও গতিশীল খেয়াযান কোনও,
ভবঘুরে বিদ্রোহী রবেনা সত্যি ! রবে আমারি আগামীর জাতি-প্রজাতি অন্যকোন ভাই-বোনও।
চন্দ্র কিংবা মঙ্গল বুধ বৃহস্পতি শনি অথবা অন্যকোন গ্রহ গ্রহানু একদিন খাওয়া হলে শেষ,
মানুষ তোমার দৃষ্টি পড়বে, আস্ত বিশাল সূর্যটাকেই কীভাবে পুড়িয়ে খেয়ে করিবো নিঃশেষ ।
একদিন মানুষ সৌরজগত ছাড়িয়ে গিয়ে গড়বে বসতি দূর ছায়াপথের অন্যকোন নক্ষত্রজগতে,
গ্রহ-নক্ষত্র কক্ষপথ বা ছায়াপথের বিশাল বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রিত হবে মর্ত্যের মানুষেরই হাতে ।
আমিও স্বপ্ন দেখি, এই চর্মচোখের দৃষ্টিসীমানা ছাড়িয়ে দৃষ্টি তোমার পৌছাবে সর্বভুক কৃষ্ণগহ্বর,
তোমার এই হাতই প্রসারিত হবে যোজন দূরে, হস্তগত হবে দূরের নক্ষত্র গ্রহ গ্রহান্তর মহাপ্রান্তর ।
ছায়াপথ থেকে ছায়াপথ ঘুরে একদিন পুরো মহাবিশ্বটাই যখন করায়ত্ত্ব মানুষের অবাধ বিচরনে,
সেদিন মর্ত্যের সেই রক্ত-মাংস-হাড়বিশিষ্ট তুচ্ছ মানুষই মহাবিশ্বের তথাকথিত ঈশ্বর যাবে বনে ।
মানুষ তুমি নিজেই স্রষ্টা হও, ঈশ্বর হও, তবু প্রচলিত বকধর্মের অলীক ঈশ্বরকে কভু পুজিওনা ।
গ্রহ-নক্ষত্র জ্বীব-অনুজ্বীব-ক্লীব জলজ খনিজ প্রানিজ বায়বীয় কিছু খোঁজ, তবু অলীক খুজিওনা ।
মানুষ গড়িবে মহাবিশ্ব আবার ভাঙিবে তার প্রয়োজনে, এভাবেই ভাঙ্গাগড়া চলবে অনন্তকাল,
সেদিন তুমি ফিরে আসতেও পারো প্রাক্তনবন্ধু আমার, বিলুপ্ত প্রাগৈতিহাসিক নিয়াণ্ডারথাল ।
দশহাত দুর্গা, দশানন রাবন বা ডানাযুক্ত বোরাক তৈরি হবে মানুষের জৈবপ্রান গবেষনাগারে,
বেহেস্ত-দোজখ সেদিন বানাবে মানুষ, যে মানুষ জন্ম মৃত্যু বিবর্তন অমরত্ব নিয়ন্ত্রন করে ।
যদি তুমি ঈশ্বর হবে, তবে- হে সাহসী মানুষ ! জানিও আমার সতত প্রণাম নিত্য তোমার প্রতি,
প্রাগৈতিহাসিক নিয়াণ্ডারথালের প্রত্যাবর্তন আগ্রহী; ভবঘুরে বিদ্রোহী-নগন্য অধম তুচ্ছ অতি ।
Image may contain: sky and outdoor