Saturday, August 6, 2016

ইছলাম ত্যাগের কারণসমূহ ১-৩৫

 ০২

সাখাওয়াত সজল: আমি প্রাক্তন মুছলিম, কারণ নাস্তিক ব্লগারদের হত্যা করা হচ্ছে আমার দেশ বাংলাদেশে, কিন্তু আমার মুছলিম বন্ধুরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা সমর্থন করছে।
রায়হানা সুলতান: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার জন্য ৭২ ভার্জিন নেই।
Sarah: আমি প্রাক্তন মুছলিম, কারণ বাবা-মা'র সঙ্গে বিতর্ক করলে বা ইছলামের সমালোচনা করলে তারা অবধারিতভাবে আমার ওপরে চিৎকার করে ও হুমকি দেয়।
Lalo Dagach: আমি প্রাক্তন মুছলিমদের পাশে আছি, কারণ আহমেদ একটা ঘড়ি বানিয়ে দেখা করেছে ওবামার সঙ্গে। অথচ একটি ব্লগ লিখে Raif Badawi-কে এক হাজার বেত্রাঘাত পেতে হয়েছে।
Sam Sedaei: আমাকে বলা হয়েছিল, আমি মুছলিম। কিন্তু পরে আমি জানতে পারি, ধর্ম জিন (gene) নয়। ধর্মবিশ্বাসীদের ঘরে জন্ম নিলেই ধর্মবিশ্বাসী হতে হবে, এমন কোনও কথা নেই।
ibrahimsapien: আমি প্রাক্তন মুছলিম, কারণ ধর্মত্যাগীদের জন্য মৃত্যুদণ্ডের বিধি আছে। সত্যিকারের ঈশ্বর এতোটা কাপুরুষ হতে পারে না যে, সে তার সৃষ্টিদের হুকুম করবে অন্যদের হত্যা করতে।
Maryam Namazie: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি ইরান ইছলামী প্রজাতন্ত্রে বাস করেছি। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না।
Dr Muayad S.Rahma: আমি প্রাক্তন মুছলিম, কারণ ভালো মানুষ হতে গেলে ধর্মের প্রয়োজন নেই।
Pasha Khan: যারা আমাদের বলছে, আমরা ইছলাম ঠিকমতো বুঝিনি, তাদের উচিত এই প্রশ্নটা নিজেদেরকে করা।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার ১৩ বছর বয়সে ইরানে রমজান মাসে কী একটা পাতা চিবোচ্ছিলাম বলে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল ও ৭০ বেত্রাঘাতের হুমকি দেয়া হয়েছিল।
০৩
MeadowsTheOwl: আমি প্রাক্তন মুছলিম, কারণ শিয়া মুছলিমের সঙ্গে আমার বন্ধুত্ব সুন্নী ইছলামের জন্য লজ্জাজনক।
Ahura Mazda: আমি প্রাক্তন মুছলিম, কারণ নামাজরত মুছলিম পুরুষের সামনে দিয়ে নারী হেঁটে গেলে পুরুষটির নামাজ বাতিল হয়ে যায়।
Reema: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বছরের পর বছর প্রার্থনা করেছি, কেঁদেছি, অনুনয়-বিনয় করেছি আল্যার কাছে আমার সন্দেহ দূর করার জন্য একটি সংকেত দিতে। কিন্তু আমি যতো বেশি পড়েছি, ততো বেশি দূরে সরে গেছি ধর্ম থেকে।
Ali Utlu: আমি প্রাক্তন মুছলিম তথাকথিত খাছ মুছলিমদের কারণে।
টোস্টার: আমি প্রাক্তন মুছলিম, কারণ ভোর রাত থেকে শুরু করে দিনে পাঁচ-পাঁচবার উচ্চৈঃস্বরে মাইকে শব্দদূষণ করা হয়।
Musa Aziz: আমি প্রাক্তন মুছলিম, কারণ পৌরাণিক রূপকথার চেয়ে বাস্তবতা ও অজ্ঞতার চেয়ে যুক্তির প্রতি আমার পক্ষপাতিত্ব।
Aisha Akbar: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার জীবনে পড়া সবচেয়ে সহিংস বইয়ের নাম কোরান। http://quran.com ২:১৯১, ২:২১৬, ৩:১৫১, ৪:৮৯, ৫:৩৩, ৮:১২, ৯:৫, ৪৭:৪...
শ্রাবণ রাসেল: আমি প্রাক্তন মুছলিম, কারণ কলেজে পড়ার সময় শিবিরের মেসে থাকতাম। ২০০৬ এর ১লা জানুয়ারী রাতে Thirty 1st Night উপলক্ষে কনসার্টে গেলে আমার মেসের সিট বাতিল করে দেয়। নামাজ না পড়ার জন্য আমাকে আর্থিক জরিমানা করা হয়।
Ogo Mmuo: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি শান্তিবাদী।
Ibrahim Abdallah: আমি প্রাক্তন মুছলিম, কারণ হাইড পার্কের স্পিকার'স কর্নারেও আমি আমার মতামত খোলাখুলি প্রকাশ করতে পারি না মুছলিমদের কারণে।
litridito: আমি প্রাক্তন মুছলিম, কারণ শিশুরা মারা যাচ্ছে, তবু আপনাদের আল্লাহ ফাতিমা ও জয়নাবের চুল দেখানোর বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন।
mustafa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি ১৪ বছর ধরে দোয়া-মোনাজাত করেছি এবং তারপরে অনুধাবন করেছি, এতোদিন আমি স্রেফ নিজের সঙ্গে কথা বলছিলাম।
০৪
Hypatia: আমি প্রাক্তন মুছলিম, কারণ নারীকে পাথর ছুঁড়ে হত্যা করলে আপনার বেহেশতবাস সুনিশ্চিত, তবে শুয়োরের মাংস খেলে আপনি যাবেন দোজখে।
টোস্টার: আমি প্রাক্তন মুছলিম, কারণ কুকুরের মতো নিরীহ, উপকারী ও অপূর্ব প্রাণী ইছলামে ঘৃণীত।
Ahash: আমি প্রাক্তন মুছলিম, কারণ আরব দেশগুলোয় নাস্তিক আছে হাজার হাজার, তবে তারা তাদের মতামত লুকিয়ে বা গোপন রাখতে বাধ্য হচ্ছে।
সুজন করিম:
Aalsha: আমি প্রাক্তন মুছলিম, কারণ ডেট করা হারাম, তবে শিশুবিবাহ বা যুদ্ধে গনিমতের মাল হালাল।
Abdul: আমি প্রাক্তন মুছলিম, কারণ ঈশ্বরকুল ও ধর্মগুলোর চেয়ে মানবাধিকার, নারী-অধিকার, শিশু-অধিকার, পশু-অধিকার বেশি গুরুত্বপূর্ণ।
_7654_: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বড়ো হয়ে যথাযথভাবে চিন্তা-ভাবনা করতে শিখেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক:
রায়হানা: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরানের বর্বর আয়াতগুলো শুধুমাত্র তৎকালীন প্রেক্ষাপটে প্রযোজ্য, তবে কোরান সর্বজনীন ও সর্বকালের জন্য নিখুঁত - এমন দাবি করাটা ঘোর অন্ধত্বের পরিচায়ক।
Yazeed: আমি প্রাক্তন মুছলিম, কারণ জুম্মার নামাজের খুতবা ঘৃণায় পরিপূর্ণ।
০৫
Ali Asif: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি যে কোনও নবীর চেয়ে বেশি জানি।
Left Islam Cult: আমি প্রাক্তন মুছলিম, কারণ উটের মুত কোনও ওষুধ নয়। (বুখারি, খণ্ড ৭. বই ৭১, হাদিস ৫৯০)
বাঁধন: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান সঠিকভাবে বুঝতে নাকি তাফসির দরকার, যদিও কোরান-হাদিসের কোথাও তাফসির বিষয়ে কোনও নির্দেশনা নেই।
Rafat Siraj Nirjhar: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও 'ইছলামী পণ্ডিত' আমাকে বোঝাতে পারেনি, মেয়েদের চুলে অশালীন কী আছে।
Somali Kafir: আমি প্রাক্তন মুছলিম, কারণ বিবর্তন।
কামিকাজি:
ভিডিও লিংক: https://youtu.be/j1tEskmgPL0
Khaled Elmawardy: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করি না, নিজের পালিত পুত্রের স্ত্রীকে মুহাম্মদ যাতে বিয়ে করতে পারে, সেই অজুহাতে সন্তান দত্তক নেয়া নিষিদ্ধ করা হয়েছে।
AbuMurtadal-Zarqawi: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বাস করেছি আমার জন্মভূমি জর্ডানে (দু'বার), মিসরে, সৌদি আরবে, কানাডায় ও ব্রিটেনে। অনুমান করুন দেখি, এর মধ্যে কোন দেশগুলোয় মানুষের (মুছলিমসহ) প্রতি সবচেয়ে ভালো আচরণ করা হয়?
Chad: আমি প্রাক্তন মুছলিম, কারণ ছোটবেলায় ইছলাম বিষয়ে প্রশ্ন করে আমাকে শাস্তি পেতে হতো। আমি জানতাম, তারা একটা কিছু লুকোচ্ছে।
mobarez_nastooh: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম ধ্বংস করেছে আমার দেশ ইরানকে।
০৬
Riyam: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার পরিবার বলেছে, শিয়ারা - আমার প্রতিবেশী ও শ্রেষ্ঠ বন্ধুরা - কাফের। এটা আমি সহ্য করতে পারিনি।
Professor Food: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-বাক্সটি আদৌ আমার জন্য বানানো হয়নি, তেমন এক বাক্সের ভেতরে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে করতে আমি ক্লান্ত।
Imran Said: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও এক কারণে ইছলাম নিষিদ্ধ করেছে অ্যালকোহল ও বিবাহপূর্ব যৌনসম্পর্ক, তবে দাসপ্রথা বৈধ রেখেছে।
Aziz: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের প্রবর্তকেরা এখন কবর থেকে উঠে এলে আইসিসে যোগ দিতো নির্ঘাত। ইতিহাস পড়ে দেখুন।
Sarah: আমি প্রাক্তন মুছলিম, কারণ ভদ্র আর বিনয়ী হতে হিজাবের প্রয়োজন আমার নেই।
Ahmed Shoueiry: আমি প্রাক্তন মুছলিম, কারণ সবচেয়ে নিখুঁত মানুষটি ৫০ বছর বয়সে ৯ বছরের মেয়েকে ধর্ষণ করেছে, এটা আমি মেনে নিতে পারি না।
ভেজা বেড়াল: আমি প্রাক্তন মুছলিম, কারণ রমজান মাসে রোজদারদের মুখের বিবমিষা-জাগানিয়া দুর্গন্ধ। হাদিসে আছে, আল্লাহ নাকি এই গন্ধ পছন্দ করে। ইয়াক!
ExMuslim Reveals: আমি প্রাক্তন মুছলিম, কারণ যখনই আমি জেনেছি ইছলামত্যাগকারীদের হত্যা করা হয়, তখনই আমার উপলব্ধি হয়েছে, কী ভঙ্গুর এই ধর্মটা!
Mehran: আমি প্রাক্তন মুছলিম, কারণ "অসহিষ্ণুতাকে সহিষ্ণুতার সঙ্গে গ্রহণ করাটা কাপুরুষতা।"
Siddhant Suman: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের প্রসার ঘটেছে এক হাতে পবিত্র কোরান আর অন্য হাতে তরবারি নিয়ে।
০৭
Pasha Khan: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামে বিবাহবহির্ভূত যৌনসম্পর্ক হারাম, তবে তা যৌনদাসীর সঙ্গে হলে রীতিমতোই হালাল।
Muhammad Syed (PBUM): আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি জানি, পাহাড়-পর্বত ভূমিকম্প রোধ করতে পারে না। (সুরা ১৬:১৫, ২১:৩১, ৩১:১০)
Ani J. Sharmin: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি এমন কোনও ধর্মের অনুসারী হতে চাই না, যা আমাকে বলে, ওই পবিত্র কিতাব পড়তে হবে এমন এক ভাষায়, যেটা আমি জানি না।

Wraithiest: আমি প্রাক্তন মুছলিম, কারণ বেকন। এছাড়া সম্ভাব্য আর কী কারণ থাকতে পারে?

Brother Rachid: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের সূচনা হয়েছিল কীভাবে, আইসিস তা হাতে-কলমে দেখিয়ে দিয়েছে আমাদের।
পারুল: আমি প্রাক্তন মুছলিম, কারণ দাড়ি ও টুপি কোনো কারণ ছাড়াই অন্যায্য আলাদা সম্মান পায়, যদিও দাড়ি-টুপিওয়ালা অধিকাংশ মানুষকেই আমার ভণ্ড মনে হয়।
Siddhant Suman: আমি প্রাক্তন মুছলিম, কারণ সপ্তম শতাব্দীর কিছু ঘটনার কারণে আজও শিয়া ঘৃণা করে সুন্নি, সুন্নি হত্যা করে শিয়া।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি নারী... সম্পত্তি নই।

Reza Moradi: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও শিশুকে হিজাব পরা অবস্থায় দেখলেই মনটা ব্যথায় ভরে ওঠে। আমার চোখে দৃশ্যটা খুবই অমানবিক।

The Caged Bird: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান আমাকে নির্দেশ দিয়েছে অমুছলিমদের অবিশ্বাস করতে ও বন্ধু হিসেবে গ্রহণ না করতে।
০৮
Ali A. Rizvi: ‏আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান বায়োলজিটাও ঠিকমতো জানে না। ওতে বলা আছে, বীর্য নাকি বুকের কোন এক অংশ থেকে আসে।
sup: আমি প্রাক্তন মুছলিম, কারণ সম্মান আমার প্রাপ্য, কিন্তু নারীর প্রতি ইছলামের আচরণ খুবই অসম্মানজনক।
Shah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাদের এই পৃথিবী, প্রকৃতি এবং বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে জ্ঞানার্জনের প্রবল স্পৃহা আমার। কিন্তু ধর্ম সন্তোষজনক কোনও উত্তর দিতে সক্ষম নয়।
শাহাদত: আমি প্রাক্তন মুছলিম, কারণ ছোটবেলায় আরবি পড়ানোর হুজুর আমার প্যান্টে হাত ঢুকিয়ে আমাকে তার কোলে বসানোর চেষ্টা করেছিল।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ শরিয়া আইনের শাসনের ভেতরে বড়ো হয়ে ওঠা বলতে কী বোঝায়, তা আমি নিজের চোখে দেখেছি।
Sohail Ahmed: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার পুরুষাঙ্গের আগা কেটে নেয়া হয়েছে!
Yas: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাকে আমার নিজের মা বলেছে, আমাকে মেরে ফেলা দরকার, কারণ মা যা বিশ্বাস করে, আমি তা বিশ্বাস করি না।
mynameismyown: আমি প্রাক্তন মুছলিম, কারণ শৈশবে আমার মগজ ধোলাই করা হলেও বড়ো হয়ে নিজে চিন্তা করতে শেখার সঙ্গে সঙ্গে আমি ইছলাম ত্যাগ করেছি।
Imad Iddine Habib: আমি প্রাক্তন মুছলিম, কারণ একবার আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম, কোরান হচ্ছে পুরুষের মস্তিষ্কপ্রসূত ফ্যান্টাসি, তখন পুলিশ আমার বাসায় এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল।
Ahmed Ahmedaa1000: আমি প্রাক্তন মুছলিম, কারণ "আর এ কথাও জেনে রাখ যে, কোন বস্তু-সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনীমত হিসাবে পাবে, তার এক পঞ্চমাংশ হল আল্লাহর জন্য, রসূলের জন্য..." (কোরান ৮:৪১)
০৯
MMonad: আমি প্রাক্তন মুছলিম, কারণ মেয়েরা কী পোশাক পরবে ও কীভাবে জনসমক্ষে আসবে, সেটা স্থির করার অধিকার শুধু তাদেরই।
Ex-Moslim: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা অ্যালকোহল সৃষ্টি করে তা আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। ডিনারের সময় ওয়াইন খেতে পছন্দ করি আমি।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-নবী ভিন্নধর্মানুসারীদের সম্পত্তি/মূর্তি/উপাসনালয় ধ্বংস করে, সে অবধারিতভাবে ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়ে সহিংস হামলা চালাতে অনুপ্রাণিত করে তার নিজের অনুসারীদের।
Abraha3am: আমি প্রাক্তন মুছলিম, কারণ সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না। (সুরা ১৮:৮৬)
fl0werii: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার বাবা-মা হুমকি দিয়েছে, আমি কখনও বয়ফ্রেন্ড জুটিয়ে নিলে তারা আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে।
মুসা: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি যে-মাদ্রাসায় পড়েছি, সেখানকার সব শিক্ষক শিশুদের ধর্ষণ করতো। আমিও বাদ পড়িনি।
samir samir_mashghoul: আমি প্রাক্তন মুছলিম, কারণ শরিয়া আইন অনুযায়ী সমকামীদের হত্যা করা হয় উঁচু কোনও স্থান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে। আমি এটা বিশ্বাস করতে পারি না।
nonrelig: আমি প্রাক্তন মুছলিম, কারণ সোফিয়া আর উম কিরফার সঙ্গে মুহাম্মদের কীতি-কাহিনী পড়ার পরেই আমি ইছলামত্যাগের সিদ্ধান্ত নিই।
Salman Rasheed: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-ভাষা আমি জানি না, সে ভাষায় দোয়া-মোনাজাত করি না।
Ahmed Shoueiry: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি কোরান ও হাদিস সত্যিই পড়েছি। এবং কোনও ভালোবাসা, সহানুভূতি আমি সেসবে পাইনি। পেয়েছি শুধু আইন, ক্রোধ আর ঘৃণা।
১০
Ali A. Rizvi: আমি প্রাক্তন মুছলিম, কারণ ব্লগারদের থেকে প্রটেকশনের প্রয়োজন সত্যিকারের আল্যার থাকতে পারে না এবং কার্টুন থেকে প্রটেকশনের প্রয়োজন থাকতে পারে না সত্যিকারের নবীর।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি গোঁড়ামি, নারীবিদ্বেষ, সমকামবিদ্বেষ, দাসপ্রথা ও সহিংসতা ঘৃণা করি।
শাহানা: মোচহীন দাড়িওয়ালা মানুষ দেখলে বমি আসে।
Younes: আমি প্রাক্তন মুছলিম, কারণ গেস্ট রুমে আমার পিতার একটা লাইব্রেরি ছিলো ইছলামের ইতিহাসের। এবং তার পাশেই ছিলো "বিজ্ঞান ও জীবন" নামের পত্রিকার কালেকশন।
Seyf Med seyfmedz: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরানে অমুছলিমদের প্রতি ঘৃণাপূর্ণ আয়াতে কোরান ভর্তি। অথচ কেউ ঘৃণাভরা সেই আয়াতগুলোর বাস্তব রূপ দিলেও বলা হয়, ইছলাম নাকি নির্দোষ।
টগর: আমি প্রাক্তন মুছলিম, কারণ অ-মুছলিম মারা গেলে অভিশাপবাণী পড়তে হয়।
Saharoz: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি একজন নারী। আমি মানুষ, এবং পুরুষের সমান। এবং আমি তেমন নবীর অনুসারী হতে চাই না, যে ৬ বছর বয়সী মেয়েকে বিয়ে করেছে। এবং পৃথিবী গোলাকার, সমতল নয়।
Polleetickle: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-ধর্ম হত্যার কথা বলে, সেটা কোনওভাবেই মানবতার ধর্ম হতে পারে না।
OmarMohameddd: আমি প্রাক্তন মুছলিম, কারণ বেহেশতের ৭২ হুর নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। লোকজন কীভাবে এই ধরনের ফাউল চিন্তা-ভাবনার ধর্ম অনুসরণ করতে পারে?
Khan: আমি প্রাক্তন মুছলিম, কারণ কাবা পৃথিবীর কেন্দ্র নয়।
১১
Sarah imanuel: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা নিজেকে আবাল প্রমাণিত করেছে এই আয়াতের মাধ্যমে: "যদি কেহ তাদের (যৌনদাসীদের) উপর জোর-জবরদস্তি করে, তবে তাদের উপর জোর-জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরা ২৪:৩৩)
Hijazi in Space: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সৌদি। এর চেয়ে বেশি কিছু বলা অনাবশ্যক।
মিথিলা: আমি প্রাক্তন মুছলিম, কারণ একসঙ্গে চার স্বামী রাখার অধিকার আমার নেই।
Ali A. Rizvi: আমি প্রাক্তন মুছলিম, কারণ ১. আমি কোরান পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। ২. আমি চিন্তা করতে পারি।
Maryam Namazie: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার বেপর্দা হওয়াটা ভূমিকম্প বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণ নয়।
Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম আমি বেছে নিইনি। সে আমাকে বেছে নিয়েছে। বার্থ সার্টিফিকেটে কোনও ধর্মের উল্লেখ থাকার মানেই আমি বিশ্বাসী, তা নয়।
রায়হানা: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইহজগতে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য পরকালে শাস্তির ভীতি প্রদর্শনের কৌশল ব্যবহার করে যে-ধর্ম, তা ভুয়া ও জঘন্য।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ শৈশবে আমার করা প্রশ্নগুলোর জবাব ধর্ম কখনওই দিতে পারেনি।
মাহতাব: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিজ্ঞান বুঝি।
Loki: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সপ্তম শতাব্দীতে বাস করতে চাই না।
১২
nondivingoddess: আমি প্রাক্তন মুছলিম, কারণ যা কিছু স্বাভাবিক, প্রাকৃতিক, মানবিক ও সুন্দর, ইছলামে তা হারাম। যদিও শিরশ্ছেদ, নির্যাতন, ধর্ষণ হালাল।
Epicorgasm: আমি প্রাক্তন মুছলিম, কারণ বোরখা না পরার মানেই আমি 'বেশ্যা' অথবা 'নিজেই ঝামেলা ডেকে আনছি'।
Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ একটি শব্দ - আয়েশা।
মিথিলা: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সন্তান দত্তক নিতে চাই।
Ibrahim Abdallah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করি, ২০৭০ সালের মধ্যে সিংহভাগ মুছলিম প্রাক্তন মুছলিম বনে যাবে। সকল প্রশংসা ইন্টারনেটের।

Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ এটা: https://i.imgur.com/HoEZ4ce.png

Mesho: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম মুছলিমদের শেখায় অমুছলিমদের ঘৃণা করতে।
Fatima Fatwa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা বলে কেউ নেই, মোহাম্মদ ঐশী নবী নয়, কোরান সহিংসতা ও ঘৃণায় ভরা একটি বই, ইছলাম একটি ক্ষতিকারক মিথ্যে।
আকবর হোসেন: আমি প্রাক্তন মুছলিম, কারণ রমজান মাসে রোজদাররা যেখানে-সেখানে দলা দলা থুতু ফেলে। ইয়াক!
Yosra Arsoy: আমি প্রাক্তন মুছলিম, কারণ এই 'বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা' যৌনদাসপ্রথা সমর্থন করে (কোরান ৩৩:৫০, ২৩:৫-৬, ৪:২৪, ১৬:৭৫, ৮:৬৯...)
১৩
Pakistanonimous: আমি প্রাক্তন মুছলিম, কারণ পদার্থবিদ্যা সম্পর্কে যে-আল্যার ন্যূনতম ধারণাও নেই, সে কী করে আমাকে সাহায্য করবে পরীক্ষায় ভালো মার্কস পেতে?
HaniKafir: আমি প্রাক্তন মুছলিম, কারণ ডাইনোসরের কথা উল্লেখ করার চিন্তা আল্যার মাথায় আসেনি।
Atheist Genie: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুছলিমদের কাছ থেকে সবচেয়ে বেশি পাওয়া উপদেশ "ইছলাম সম্পর্কে আরও জানুন" আমি অনুসরণ করেছিলাম।
মোকতাদির: আমি প্রাক্তন মুছলিম, কারণ ফজরের নামাজ অপেক্ষা নিদ্রা উত্তম।
Maryam Razzaq: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরানে লিখিত বীভৎস ব্যাপারগুলো "আপনাকে সেই যুগের পরিপ্রেক্ষিত ও প্রেক্ষাপটটা হিসেবে আনতে হবে" জাতীয় যুক্তি দিয়ে ন্যায্যতা দেয়া যায় না।
Yosra Arsoy Yosra: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুহাম্মদের যৌনজীবন নিয়ে'বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা' পুরোপুরি আবিষ্ট ও আচ্ছন্ন। (কোরান ৩৩:৫০)
Hairan: আমি প্রাক্তন মুছলিম, কারণ একজন মানুষ হিসেবে আমি কখনওই ইছলামকে বেছে নিইনি, আমার ওপরে তা চাপিয়ে দেয়া হয়েছে, কারণ আমার জন্ম হয়েছে ইছলামিক দেশে।
Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ উটের মুত স্বাস্থ্যের জন্য উপকারী বলে আমি মনে করি না নবীর মতো।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ বোরখাকে আমার মনে হয় ভ্রাম্যমাণ কারাগার। ওটাকে আমি এতোটাই ঘৃণা করি যে, আমার দেশ ইরান ত্যাগ করা ছাড়া আর কোনও উপায় ছিলো না আমার।
deaddilf69: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি মনে করি না যে, আকাশে বসে আছে এক অদৃশ্য সত্তা, যার একমাত্র লক্ষ্য আমার কাজকর্মে নজর রাখা, যদিও সে সবকিছুই জানে!
১৪
Wahaaz: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরানে এমন একটি সময়ের কথা বলা আছে, যখন জেরুজালেমে নাকি একটি মসজিদ ছিলো, অথচ সেই সময়ে সেই এলাকায় একজন মুছলিমও ছিলো না।
Elyzcheva: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি নারী, যে বিশ্বাস করে সমতায়।
Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ কল্পনা ও বাস্তবের ভেতরে তফাত করার মতো বুদ্ধিমত্তা আমার আছে।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম ঘৃণা করে বাকস্বাধীনতা, সঙ্গীত, নাচ, কার্টুন, অবিশ্বাসী, সমকামী, নারী, কুকুর ও মানবাধিকার।
Atheist Brother: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি প্রাক্তন মুছলিম হলেও তা বলতে পারি না, কারণ আমি সৌদি। এর অর্থ - ওদের ওই ধর্মে আমি বিশ্বাস রহিত করলে আমার কল্লা যাবে।
M.AL BRQI: আমি প্রাক্তন মুছলিম, কারণ আসমানে বাস করা কোন এক চুদির্ভাইয়ের নামে মানুষহত্যা আমি ঘৃণা করি।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার চুল নিয়ে মোল্লাদের বাতিকগ্রস্ততার কারণটি আমি বুঝে উঠতে পারি না।
বরকতুল্লাহ: আমি প্রাক্তন মুছলিম, কারণ বেহেশতে প্রতিশ্রুত কোনওকিছুর স্যাম্পল আল্যা দেখায়নি, দেখায়নি এমনকি কোনও ছবিও। স্যাম্পল বা নিদেনপক্ষে ছবি না দেখে কিছু কেনার মতো গবেট আমি নই।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ যৌনতা একটি স্বাভাবিক বিষয় এবং নারীদেরও যৌনচাহিদা আছে।
Goran Slemani: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম যদি শান্তির ধর্মই হবে, তাহলে সুন্নি-শিয়ার যুদ্ধের ইতিহাস ভিন্ন কথা বলে কেন?
১৫
Sarah imanuel: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা নিজেকে আবাল প্রমাণিত করেছে এই আয়াতের মাধ্যমে: "যদি কেহ তাদের (যৌনদাসীদের) উপর জোর-জবরদস্তি করে, তবে তাদের উপর জোর-জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরা ২৪:৩৩)
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ যখন আমি কিশোরী ছিলাম, তখন ইরানে আমাকে গ্রেপ্তার করা হতো কালো, ব্রাউন বা ছাই রঙের পোশাক না পরলে।
চাল্লু পাবলিক: আমি প্রাক্তন মুছলিম, কারণ মৃগি রোগের লক্ষণগুলোকে ওহি নাজিলের লক্ষণ বলে চালিয়ে দেয়ার ভণ্ডামি ধরা পড়ে না শুধু নির্বোধদের চোখে।
shazlings: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার ঘোর ডিপ্রেশনের সময় আমাকে ডাক্তারের কাছে না নিয়ে "আল্যার কাছে দোয়া করতে বলা হয়েছিল সঠিক পথ দেখানোর জন্য।"
IAmAGreatHuman: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি উপলব্ধি করেছি, শৈশবে যে-সব বিশ্বাস আমার মগজে সেঁধিয়ে আমাকে বড়ো করা হয়েছে, সেই বল্দার্গুগুলোকে প্রশ্নবিদ্ধ করা যায়।
agnostic agony: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম হচ্ছে ধর্মের মোড়কে রাজনৈতিক মতাদর্শ।
রিফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান অবিশ্বাসীদের বলেছে অসুস্থ, বিপথগামী, নির্বোধ, প্রতারক, নিকৃষ্ট প্রাণী, গবাদি পশুরও অধম। এসব কি ঘৃণাপূর্ণ ভাষ্য নয়?
KElmawardy: আমি প্রাক্তন মুছলিম, কারণ আদম হাওয়া বলে কেউ কখনও ছিলো না।
nssrfrht: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম আমাকে শিখিয়েছে ঘৃণা করতে, বিজ্ঞানকে প্রত্যাখ্যান করতে।
Qadeer Ahmed: আমি প্রাক্তন মুছলিম, কারণ হিজাব ও বোরখা সত্ত্বেও ইছলামী দেশগুলোই নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক।
১৬
Gerrit Smith: আমি প্রাক্তন মুছলিম, কারণ আখিরাতে সুন্নী জিহাদীদের সঙ্গে নিজেকে কল্পনা করতে পারি না।
Tanbir llias: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামবাদীরা বাংলাদেশে আমার বাসায় হামলা করেছিল। সৌভাগ্যক্রমে আমি তখন বাসায় ছিলাম না। তখন তারা নাস্তিকহত্যার ফতোয়া জারি করে।
Shubby Sq: আমি প্রাক্তন মুছলিম, কারণ বিশ্বব্রহ্মাণ্ডের আল্যা তার বইটা লেখার সময় জানতো শুধু মধ্যপ্রাচ্য সম্পর্কে।
Saudi Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ নারীর পর্দা করার প্রয়োজনীয়তা আমি বোধ করি না। কারণ কর্মস্থলগামী কোনও পশ্চিমা নারীকে দেখে আমার ঈমানদণ্ড উত্থিত হয় না।
জাহেদা পারভীন: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি শৈশবে তিন হুজুরের কাছে আরবি পড়েছি, তাদের প্রত্যেকেই আমার শিশু-শরীর হাতড়িয়েছে।
Hani Kafir: আমি প্রাক্তন মুছলিম, কারণ সমালোচনা করলে ইছলাম সহিংসতা প্রয়োগ করে।
Mahnoor Wahab: আমি প্রাক্তন মুছলিম, কারণ নারীর ওপর পুরুষের শ্রেষ্ঠত্ব আছে (সুরা ২:২২৮) - এ কথা গ্রহণ করতে আমি অস্বীকৃতি জানাই।
Jihadi Kermit: আমি প্রাক্তন মুছলিম, কারণ বর্বর নবী অপেক্ষা সুস্বাদু মদ উত্তম।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি আমার স্বামীকে অন্য মেয়েদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না।
Khaled Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ মোহাম্মদ মানুষ হত্যা করেছে, নারীধর্ষণ করেছে, তার ছিলো এক গাদা বিবি। তবু মুছলিমরা তাকে মনে করে সর্বকালের শ্রেষ্ঠ মানব।
১৭
BharathRF:  আমি প্রাক্তন মুছলিম, কারণ ব্লগার ও কার্টুনিস্টদের 'আক্রমণ' থেকে যার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, সেই আল্যা কীভাবে অন্যদের রক্ষা করবে?
NoorTwinks: আমি প্রাক্তন মুছলিম, কারণ মনুষ্যসৃষ্ট কোনও কিছুতেই আমি ভয় পাই না।
ঘুণপোকা: আমি প্রাক্তন মুছলিম, কারণ অমুসলিমের মৃত্যু-সংবাদে যে-দোয়া পড়া হয়, সেটা আসলে অভিশাপ। ছিঃ, ইসলাম!
a jimmin n a jammin:  আমি প্রাক্তন মুছলিম, কারণ ধর্ম ছাড়া পৃথিবী অনেক সুন্দর হতো।
Milad Jama: আমি প্রাক্তন মুছলিম, কারণ একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে আমি নবীর সক্রিয় দাসপ্রথাচর্চা সমর্থন করতে পারি না।
হাবিবুর: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাদের হিন্দু প্রতিবেশী পরিবারকে নিজ দেশ ত্যাগ করতে হয়েছে মুসলিমদের অত্যাচারে।
the_mehran:  আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম একমাত্র ধর্ম, যার ‌একান্ত নিজস্ব 'ফোবিয়া' আছে।
Frank: আমি প্রাক্তন মুছলিম, কারণ বিজ্ঞান, যুক্তিবাদ ও সাধারণ জ্ঞান।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম ঘৃণা করে বাকস্বাধীনতা, সঙ্গীত, নাচ, কার্টুন, অবিশ্বাসী, সমকামী, নারী, কুকুর ও মানবাধিকার।
Ahmed: আমি প্রাক্তন মুছলিম, কারণ "কোন বস্তু-সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনীমত হিসাবে পাবে, তার এক পঞ্চমাংশ হল আল্লাহর জন্য, রসূলের জন্য..." (কোরান ৮:৪১)
১৮
Khaled Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ মোহাম্মদ মানুষ হত্যা করেছে, নারীধর্ষণ করেছে, তার ছিলো এক গাদা বিবি। তবু মুছলিমরা তাকে সর্বকালের শ্রেষ্ঠ মানব বলে মানে।
Rudra Joyonto: আমি প্রাক্তন মুছলিম, কারণ বাকি সব ধর্মের মতোই ইছলামও ঘৃণাপূর্ণ ভাবধারা প্রচার করে।
রাজিয়া সুলতানা: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের দোহাই দিয়ে আমাকে গান শিখতে দেয়া হয়নি।
Wamique Gajdhar: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম আমার শৈশব ধ্বংস করেছে। ঘণ্টার পর ঘণ্টা একটি বই আমাকে পড়তে হয়েছে আরবি ভাষায়, যে-ভাষা আমি বুঝি না।
Hajji ExMuslim: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুহাম্মদের করা দাবি ও প্রমাণের কোনও সামঞ্জস্য নেই।
Shazza: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার প্রাক্তন প্রেমিক আমাকে বলেছিল, তার অধিকার আছে চারটে বিয়ে করার এবং সে যদি তা করতে চায়, আমাকে তা স্রেফ মেনে নিতে হবে।
Ask Dr. Dude: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি চাই না, আমার আত্মীয়ারা দেখতে হোক ডাস্টবিন ব্যাগের মতো।
Boy Thunder: আমি প্রাক্তন মুছলিম, কারণ যারা আমার মতো নয়, তাদেরকে ধর্ষণ, হত্যা ও হেয় করার চেতনায় আমার বিশ্বাস নেই। আর তাছাড়া আমি নারীদের শ্রদ্ধা করি।
Itsnebar: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি জেনেছি, মোহাম্মদ মানুষহত্যা করতো, মানুষদের দাস বানাতো।
Shani: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম বিশ্বাস করে, নারীর মগজ পুরুষের মগজের অর্ধেক।
১৯

Afshin Mehrassa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি কোরান পড়েছি তিনবার, পড়েছি মোহাম্মদের হাদিসও। এবং এসবে চূড়ান্ত সহিংসতা, হত্যা এমনকি ধর্ষণের আদেশ ছাড়া আর কিছু পাইনি।
Yama: আমি প্রাক্তন মুছলিম, কারণ কার্টুন আঁকা বা মতপ্রকাশের চেয়ে হত্যা অনেক বেশি আপত্তিকর।
নাজিউল: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান বুঝতে তাফসির দরকার, অথচ কোরানে বলা আছে, কোরান নাকি সকলের জন্য সহজবোধ্য করে লেখা হয়েছে।
Imad Iddine Habib: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের হারামের তালিকায় ধর্ষণ, দাসপ্রথা, জেনোফোবিয়া, যুদ্ধাপরাধ অন্তর্ভুক্ত করা হয়নি।
qudsia iqbal: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাকে জোর করে নামাজ পড়ানো হতো, যদিও আমি চাইতাম না। আমাকে জোর করা হতো, পেটানো হতো। ফলে আমার ভেতরে জমেছে ঘৃণা, ক্রোধ। আমার ব্যক্তিত্ব ধ্বংস হয়ে গেছে চিরতরে।
Ali Asif: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করি না আল্যা বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা। সে মুহাম্মদের মগজপ্রসূত।
AgnosticAlias: আমি প্রাক্তন মুছলিম, কারণ যৌনতার প্রতি ইছলামের দমনমূলক আচরণ।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি আরব না হওয়া সত্ত্বেও আমার নাম আরবি ভাষায়। এবং ছোটবেলায় আমার মগজধোলাই করা হয়েছে। ইছলাম - সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের একটি রূপ।
Ahmed: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুহাম্মদ স্রেফ ইহুদিদের গল্প চুরি করে তাতে স্থানীয় সব ধর্ম ও ঐতিহ্য মিশিয়ে ছন্দে ছন্দে কোরান লিখেছে।
Somali Kafir: আমি প্রাক্তন মুছলিম, কারণ ডাইনোসরের কথা উল্লেখ করার চিন্তা আল্যার মাথায় কখনও আসেনি।
২০
Yazeed: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি এমন কোনও নবীর অনুসারী হতে পারি না, যে এক ইহুদি মেয়ের স্বামী, পিতা ও ভাইকে তার চোখের সামনে হত্যা করে সেই একই দিনে সেই মেয়েকে ধর্ষণ করেছে।
AtheistInHijab: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি স্বাভাবিক জীবন চেয়েছিলাম। চেয়েছিলাম উপযুক্ত পোশাক পরে স্কুলের নাচের অনুষ্ঠানে যেতে। চেয়েছিলাম আমার চুলে বাতাসের স্পর্শ অনুভব করতে, আমার চামড়ায় রোদ লাগাতে। চেয়েছিলাম স্বাধীনভাবে ভালোবাসতে।
সোহরাব: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের রাজাকারতোষণ ও বিকৃত পাকিপ্রীতির পেছনে একমাত্র কারণ ইসলাম।
Hazem Farraj: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি শিশুবিবাহ, জোরপূর্বক ধর্মান্তরকরণ, জিজিয়া কর, ব্ল্যাসফেমি আইন ও বৈষম্যে বিশ্বাস করি না।
PakistaniProtest: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইসলাম একটি জঙ্গিবাদী ধর্ম এবং আমাদের দেশে অশান্তির প্রধান কারণ ইসলামী জঙ্গিরা।
Pink life: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি জানতে পেরেছি, মুহাম্মদ হত্যা করেছিল Alnasar Bin Alharth-কে (এক বুদ্ধিজীবী), কারণ তাঁর সঙ্গে যুক্তিতে না পেরে অপদস্থ হতো সে।
Imran Said: আমি প্রাক্তন মুছলিম, কারণ আতঙ্কজাগানিয়া বিপুল সংখ্যক মুছলিম মনে করে, ইছলামত্যাগী ও ব্ল্যাসফেমারদের হত্যা করাই উচিত।
Elyzcheva: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-কিতাব বলে, আমার জন্ম হয়েছে পুরুষের পঞ্জরাস্থি থেকে ও সাপের কথায় প্রলুব্ধ হতে, সেই কিতাব পড়ার চেয়ে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা উত্তম।
CaptCaustic: আমি প্রাক্তন মুছলিম, কারণ মানুষের মুখওয়ালা উড়ন্ত ঘোড়া, ফেরেশতা, জ্বিন... হাহাহা... বেজায় মজাদার!
Sina: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা বলেছে মুশরিকদের সঙ্গে চুক্তি করতে এবং চুক্তি শেষ হয়ে যাবার পর তাদের হত্যা করতে।
২১
AtheistInHijab: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি আগে বলতাম, হিজাব আমার চয়েস। তবে বাস্তবে আমার "চয়েস" ছিলো - হয় হিজাব পরা, নয়তো গুনাহ করে দোজখের আগুনে পোড়া।
Yazeed: আমি প্রাক্তন মুছলিম, কারণ সমকামী হবার কারণে আমি ঘৃণ্য নই।
Halima: আমি প্রাক্তন মুছলিম, কারণ সৎ মানুষ হতে গেলে ধর্মের প্রয়োজন বলে যারা মনে করে, আমি তাদের ভুল প্রমাণ করবো। 
Milad Jama: আমি প্রাক্তন মুছলিম, কারণ এমন আল্যার ওপরে আমি বিশ্বাস স্থাপন করতে পারি না, যে মানুষদের রোস্ট বানাবে শুধু তাকে বিশ্বাস না করার কারণে!
নামহীনা: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম ভিন্ন ধর্মের মানুষদের ঘৃণার চোখে দেখে। ভার্সিটিতে পড়ার সময় এক হিন্দু ছেলের সঙ্গে প্রেম করছিলাম জানতে পেরে পিতা-মাতা আমাকে পিটিয়ে জোর করে বিয়ে দিয়েছে এক গোঁড়া মোল্লার সঙ্গে। এখন আমাকে ভান করতে হয়, আমি মুছলিম।
Pink life: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইহুদি ও অন্যান্য আরব, যারা মুহাম্মদকে অনুসরণ করতো না, তাদের বিরুদ্ধে তার বর্বর, নির্দয় আচরণের কথা আমি জেনেছি।
Ex Muzzy: আমি প্রাক্তন মুছলিম, কারণ যা কিছু সত্য, আমার কাছে তা গুরুত্বপূর্ণ।
Al Aala Al Kaatiba: আমি প্রাক্তন মুছলিম, কারণ LGBT কমিউনিটির সকলেই মানুষ, আমার শত্রু নয়।
Wahaaz: আমি প্রাক্তন মুছলিম, কারণ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা ভূমিকম্পের বিশ্লেষণ দিতে না পেরে আল্যার অলৌকিক কাণ্ড বলে চালিয়ে দেয়া হতো।
Накап: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুক্তচিন্তা ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়।
২২
Michael A. Sherlock: আমি প্রাক্তন মুছলিম, কারণ মধ্যযুগীয় অনৈতিকতাকে আমার নৈতিকতা নিয়ন্ত্রণ করার অনুমতি দিতে আমি অস্বীকৃতি জানাই।
ExMuslim Reveals: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম একটি ভয়ংকর ধর্ম, যা হত্যা ও ত্রাসের মাধ্যমে সারা বিশ্বে কর্তৃত্ব করার স্বপ্ন দেখে।
dafatness: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বুঝতাম না, কেন মাত্র ১০ বছর বয়সে আমার পুরো শরীর পর্দাবৃত করতে হতো, যাতে পুরুষদের যৌন-উত্তেজনা জেগে না ওঠে?
Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা কেন চাইবে, যেন আমি প্রতি বছর একটি করে পশু তার উদ্দেশে উৎসর্গ করি? আমরা গুহা ছেড়ে বেরিয়ে এসেছি হাজার-হাজার বছর আগে।
শোয়েব: আমি প্রাক্তন মুছলিম, কারণ গোঁফহীন দাড়িওয়ালা মানুষের দিকে তাকালে আমার মনে যে-ঘৃণাবোধ জেগে ওঠে, তার পেছনে ইছলামই দায়ী।
Yosra Arsoy: আমি প্রাক্তন মুছলিম, কারণ স্বামীর সঙ্গে সহবাসের মুড না থাকার কারণে স্ত্রীদেরকে অভিশাপদানে ব্যস্ত ফেরেশতারা (বুখারি ৭:১২২) আমাকে সঠিক পথ দেখানোর সময় পায়নি।
Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ চার স্বামী রাখার অধিকার নারীর নেই কেন? কেন এই স্থায়ী বৈষম্য?
SentientSelf: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি ঠিক নিশ্চিত নই, সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও গনিমতের মালের (যৌনদাসীসহ) ২০ শতাংশের প্রয়োজন কেন আল্যার।
qwerty: আমি প্রাক্তন মুছলিম, কারণ চোখ খুলে আমি দেখতে পেয়েছি, ইছলাম একটা ঠকবাজি। কোরান পবিত্র নয়। মোহাম্মদ ছিলো এক ধূর্ত লোক।
Jimi: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম দাবি করে, তার কাছে আছে সঠিক উত্তরসমূহ। কিন্তু তার উত্তরে ভুল পাওয়া গেলে তা হুমকি দেয়, যদি ভিন্ন কোনও উত্তর খোঁজার উদ্যোগ নেয় কেউ।
২৩
Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার ধর্মশিক্ষক আমাদের শিখিয়েছিল, ইছলামে ছবি তোলা হারাম। এখন সে ইছলাম-প্রচারের জন্য ভিডিও ব্যবহার করে।
shameless: আমি প্রাক্তন মুছলিম, কারণ সবচেয়ে প্রথম কথা: আমি নিজে থেকে মুছলিম হতে চাইনি। 
Khaled Elmawardy: আমি প্রাক্তন মুছলিম, কারণ এমন আল্যায় আমি বিশ্বাস করি না, যে তার অনুসারীদের আদেশ দেয় অবিশ্বাসীদের হত্যা করতে।
Sam Wad: আমি প্রাক্তন মুছলিম, কারণ সৌরজগতের প্রান্ত থেকে আমাদের পৃথিবীটা একটি ক্ষুদ্র ধূলিকণার মতো। অথচ আল্যার মাথাব্যথা মেয়েদের চুল নিয়ে!
Sarah imanuel: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি অনুধাবন করেছি, অধিকাংশ সময়েই যখন আমি কোরানের অপূর্ব আয়াত পাঠ করতাম, আমি আসলে দোজখে যাবার অভিশাপ দিতাম অন্য মানুষদের।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের একটি রূপ, হিজাব - নারীবিদ্বেষের প্রতীক, কোরান - স্ব-আরোপিত নিরন্তর দাসপ্রথার রেসিপি।
Faiz: আমি প্রাক্তন মুছলিম, কারণ নিজের কাজকর্মের দায় মানুষকেই নিতে হবে এবং ধর্মীয় বইয়ের ছুতো ধরে নিজের অপকর্মের ন্যায্যতা দান করা বন্ধ করতে হবে। 
bad baby: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি মনে করি না, আকাশে বসে আছে এক অদৃশ্য সত্তা, যার একমাত্র লক্ষ্য আমাকে অবলোকন করা, যদিও সে নাকি সবকিছুই জানে!
Ahura Mazda: আমি প্রাক্তন মুছলিম, কারণ "সেই যুগে উত্তপ্ত জলবায়ুর কারণে ৯ বছর বয়সেই আরববাসী বালিকাদের শরীর পরিপক্কতা লাভ করতো" - এটা শিশুকামিতার সপক্ষে একটি অপযুক্তি।
Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ বান্ধবী রাখার অধিকার আমার নেই, তবে যৌনদাসী রাখার ও তাকে ধর্ষণ করার অধিকার আমার আছে।
২৪
Muhammad Syed: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি মনে করি, বেত্রাঘাত একটি নির্দয় ও অমানবিক শাস্তি এবং কারুর বেডরুমের ভেতরে নাক গলানোর অধিকার রাষ্ট্রের নেই।
samir: আমি প্রাক্তন মুছলিম, কারণ মোহাম্মদ ও তার সঙ্গীরা পরাজিত গোত্রগুলোর নারী ও বালিকাদের ব্যবহার করতো যৌনদাসী হিসেবে এবং এমনকি তাদের বিক্রিও করে দিতো।
Apostate: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামী ননসেন্সের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে আমার মানবতা।
Sarah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিজ্ঞান ক্লাস কখনও মিস দিইনি।
Ahura Mazda: আমি প্রাক্তন মুছলিম, কারণ তথাকথিত শান্তির ধর্মের ভেতর থেকে সমস্ত সহিংসতা ও নারীবিদ্বেষ সযত্নে এড়িয়ে গিয়ে বেছে বেছে ভালো অংশগুলোর উদ্ধৃতি আমার বিবেককে বিরক্ত করে।
সামিয়া: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের ইতিহাস নির্মোহভাবে পড়ার পরেও এই ধর্ম মেনে চলতে চাইলে বিবেকহীন হতে হয়। আমার বিবেক আছে।
Ali A. Rizvi: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-বই থেকে হুবহু উদ্ধৃতি দিয়ে জঙ্গিরা তাদের হত্যাকাণ্ডের ন্যায্যতা বিধান করে, সেই বইটিকে ডিফেন্ড করা অসম্ভব হয়ে পড়েছে।
HalalPorkBellyDancin: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি চাই না, আমার কন্যাসন্তান নিজেকে পুরুষদের তুলনায় নিকৃষ্ট মনে করুক।
Juli Jalaludin: আমি প্রাক্তন মুছলিম, কারণ ধর্মত্যাগের কথা জানার পর আমার পরিবার আমাকে বলেছে, আমি নাকি আমার প্রয়াত পিতার গোর আজাবের কারণ সৃষ্টি করেছি।
Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামী আদালতে বিচারক হবার অধিকার নারীর নেই।
২৫
Ahmed Ahmedaa: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম শেখায়, নিরীহ মানুষদের জীবনের চেয়ে ধর্ম বেশি গুরুত্বপূর্ণ।
Jihadi Kermit: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও নারীর ইছলাম গ্রহণ - এ যেন কেএফসি-র কাছে কোনও মুর্গির আত্মসমর্পণ।
Ibrahim Abdallah: আমি প্রাক্তন মুছলিম, কারণ মধ্যপ্রাচ্যে প্রচলিত সৃষ্টিতত্ত্বের প্রধান লক্ষ্য - আজ্ঞানুবর্তিতা শেখানো। আজ্ঞানুবর্তিতার মায়েরে বাপ! আমাদের প্রয়োজন তথ্য-প্রমাণ। এটা ২০১৫ সাল।
Seyf Med: আমি প্রাক্তন মুছলিম, কারণ হিজাব কী করে নিজের 'চয়েস' হতে পারে, যখন একেবারে শৈশব থেকে মাথায় সেঁধিয়ে দেয়া হয় যে, হিজাব না পরলে তুমি ভালো মুছলিমা নও?
agent_ny17: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ১৪০০ বছর আগে বাস করা এক ভণ্ডকে আমার জীবন পরিচালিত করার সুযোগ না দিয়ে আমি নিজের মগজটা খাটাবো।
Leah: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামে নারীর ভূমিকা আমাকে এতো গভীর এক বিষাদগ্রস্তায় ডুবিয়ে দিয়েছিল যে, ইছলাম ত্যাগই আমাকে আবার সুখী করেছে।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান অগণ্য যৌনদাসী ও চার স্ত্রী রাখার অনুমতি দেয় পুরুষকে। ইছলামের সহজাত নারীবিদ্বেষ অন্যায্যভাবে অনৈতিক।
Badia: আমি প্রাক্তন মুছলিম, কারণ অমুছলিমদেরকে ইছলাম মনে করে অভিশপ্ত, বিপথগামী, অশুচি, কুকুর, গাধা, বানর, শুয়োর...
Hadi Hairan: আমি প্রাক্তন মুছলিম, কারণ মাদ্রাসায় পড়ার সময় আমার উপলব্ধি হয়, আমি ঘৃণা, সহিংসতা ও কুসংস্কার ছাড়া আর কিছুই শিখছি না।
Luke Khan: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুছলিমরা কখনওই রূঢ় না হয়ে ও আমার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ না করে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না।
২৬
HalalPorkBellyDancin: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি ঘরের বাইরে যেতে পছন্দ করি, ভালোবাসি সাঁতার কাটতে। আমি আমার শরীর ঢাকতে যাবো কেন, যখন আমি চাই আমার ত্বকে সূর্যের স্পর্শ অনুভব করতে?
Ismail Mohamed: আমি প্রাক্তন মুছলিম, কারণ অনন্তকাল ধরে মানুষদের পুড়িয়ে মারবে যে-আল্যা, তাকে আমি বিশ্বাস করতে পারি না।
Muhammad Syed: আমি প্রাক্তন মুছলিম, কারণ প্রাপ্তবয়স্ক পুরুষকে কোনও প্রাপ্তবয়স্ক নারী তার বুকের দুধ পান করালে পুরুষটির যৌনকামনা হ্রাস পাবে, এটা একেবারেই আবালীয় যুক্তি।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম আমাকে বলে এমন এক মধ্যযুগীয় যুদ্ধবাজকে অনুসরণ ও শ্রদ্ধা করতে, যে যৌনদাসী রাখতো, গণহত্যা ঘটাতো ও শিশুধর্ষণ করতো।
Monte Albert: আমি প্রাক্তন মুছলিম, কারণ সপ্তম শতাব্দীর যাযাবররা চুরি করা কিছু গল্প-কাহিনী জুড়ে দিয়ে কোরান রচনা করেছে। তা আল্যা রচিত কোনও মৌলিক কাহিনী নয়।
MerfeQulef: আমি প্রাক্তন মুছলিম, কারণ স্বামীর সঙ্গে যৌনসঙ্গমে অস্বীকৃতি জানালে ফেরেশতা আমাকে অভিশাপ দেবে - এই সম্ভাবনার কথা ভাবলেই ভয়ে আমি প্রায় মলত্যাগ করে ফেলি।
Woody Woodpecker: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান শান্তিময় ও শরিয়া আইন সর্বজনীন - এ কথা নিজেকে উপলব্ধি করানোর চেষ্টার পেছনে আমি ইতোমধ্যে আমার জীবনের বহু বছর অপচয় করেছি।
Mohiudin Malik: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমরা এখন বাস করছি ২০১৫ সালে এবং বিশ্বের রহস্য বিশ্লেষণের জন্য বেকুবি কিছু রূপকথার প্রয়োজন আমাদের আর নেই।
Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ হজ্বের অধিকাংশ আচার ও রীতি মুর্তিপূজারিদের কাছ থেকে মোহাম্মদ চোথা মেরেছিল মক্কামুখী ব্যবসার প্রবাহ বজায় রাখতে। আর পাশাপাশি আমজনতার কাছে আল্যা আইডিয়াটাও বিক্রি করা হলো। 
samir: আমি প্রাক্তন মুছলিম, কারণ চৌদি আজবে আপনার জন্ম, কিন্তু পক্ষীরাজ ঘোড়ায় চড়ে মোহাম্মদের বেহেশত ভ্রমণ সম্পর্কে আপনি নিশ্চিত নন, আপনাকে হত্যা করে হবে ধর্মত্যাগের অপরাধে।
২৭
AbuMurtadal-Zarqawi: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও ভাবাদর্শ যদি শুধু দখলদারিতা ও দায়িত্বজ্ঞানহীন উচ্চ জন্মহারের মাধ্যমে প্রসারিত হতে পারে, সেই আদর্শটি নিশ্চিতভাবেই নিম্নশ্রেণীর।
Mustafa Al-Faris: আমি প্রাক্তন মুছলিম, কারণ মানুষ ও ইছলামের আল্যার সম্পর্কটি ঠিক প্রভু ও তার ভৃত্যের সম্পর্কের মতো।
Qadeer Ahmed: আমি প্রাক্তন মুছলিম, কারণ সৎ মানুষ হবার জন্য কোনও উচ্চতর সত্তায় বিশ্বাসের প্রয়োজন আমার নেই। কারোর কাছে প্রার্থনা না করেই আমি মানুষের প্রতি যত্নবান হতে পারি, তাদের ভালোবাসতে পারি।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ বাধ্যতমূলকভাবে হিজাব পরার কারণে স্কুলে আমি খেলাধুলো করতে পারতাম না। আমার স্বকীয়তা হারিয়ে গিয়েছিল।
Marx: আমি প্রাক্তন মুছলিম, কারণ মানুষদেরকে দাস বানিয়ে বিক্রি করা আইসিস-এর সঙ্গে মানুষদেরকে দাস বানিয়ে বিক্রি করা মুহাম্মদের হাদিসগুলো সরাসরি সম্পর্কযুক্ত।
Ar f: আমি প্রাক্তন মুছলিম, কারণ শহরের স্কয়্যারে জনসমক্ষে বেত্রাঘাতের দৃশ্য কোনও শিশু কখনও ভোলে না।
Leo: আমি প্রাক্তন মুছলিম, কারণ অগণ্য যেসব ইছলামিক অলৌকিক ঘটনার কথা আমরা আগে শুনতাম, ক্যামেরা ও সোশ্যাল মিডিয়ার উন্নতির পর সেসব আর ঘটে না।
ধ্রুব সত্য: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরান হুকুম দিয়েছে সব অমুছলিমকে হত্যা করার, যতোক্ষণ না তারা ইছলাম গ্রহণ করছে বা ইছলামী আইনের প্রতি আত্মসমর্পণ করে যিজিয়া কর দিতে রাজি হচ্ছে।
Sarah imanuel: আমি প্রাক্তন মুছলিম, কারণ বেহেশতে সুগোল স্তনের অধিকারী কুমারীর প্রতিশ্রুতি দেয়া আল্যা বেশ্যার দালালের মতো।
AbuMurtadal-Zarqawi: আমি প্রাক্তন মুছলিম, কারণ গণহত্যাকারী এক যুদ্ধবাজ, যে তার সমালোচনাকারীদের হত্যা করেছে, ধর্ষণ করেছে শিশুদের, সে ও তার বিভ্রমগুলো কখনও অনুসরণীয় উদাহরণ হতে পারে না।
২৮
AseDeliri: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোয়ান্টাম মেকানিক্স, আপেক্ষিক তত্ত্ব, ডারউইনীয় বিবর্তন... বিদ্যুৎ, এয়ার কন্ডিশনিং, গাড়ি, বিমান...
hamza: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি salah al Fawzaan বা ibn baz-এর কথা শুনতে চাই না, যারা আমাকে বোঝাতে চেষ্টা করে যে, পৃথিবী স্থির।
Indebula: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম পুরুষদের শেখায় না বিকৃতকামীর মতো আচরণ না করতে, উল্টো আমাকে আমার পুরো শরীরটা ঢাকতে হয়, যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি ও শ্রদ্ধা অর্জন করতে পারি।
Dean: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার কোনও বিশ্বাস-সিস্টেম নেই। শুধু শুধু বিশ্বাস আমি করি না। কোনও সিদ্ধান্ত টানার আগে আমার প্রয়োজন তথ্য, উপাত্ত ও প্রমাণ।
N: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম এগোয় বিদ্যমান জ্ঞানকে ধ্বংস করে। লাইব্রেরি, ভাস্কর্য, চিত্রকলা পুড়িয়ে দেয়। চরিত্রগতভাবেই ইছলাম হচ্ছে অজ্ঞানতা।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ একজন নারী হিসেবে আমি চাই না আমাকে ক্লোনের মতো দেখাক।
Atheist Genie: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি যাকে ভালোবাসি, তার সঙ্গে থাকার অধিকার আমার নেই। প্রাকৃতিক, সহজাত ও নির্দোষ সম্পর্ক রাখার কারণে ইছলামে শাস্তির ব্যবস্থা আছে।
Ali Asif: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম অন্য ধর্মবিশ্বাসগুলোকে শ্রদ্ধা করে না। ইছলামের প্রবর্তক মক্কায় নিজ হাতে ভেঙেছে অসংখ্য মূর্তি, যেগুলো অন্য অনেকের কাছে প্রিয় ছিলো তাদের ঈশ্বর বলে।
nxor: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি পরিণতমনস্ক মহিলা, ভ্রমণের সময় আমার মাহরামের প্রয়োজন নেই। অথবা আমার শরীর নিয়ে আমার কী করা উচিত, আমার চাই না সেটা স্থির করে দিক আমার সমাজ।
Brother Rachid: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম সব সুন্দরের বিরুদ্ধে: সঙ্গীত, চিত্রকলা (ক্যালিগ্রাফি ছাড়া), ভাস্কর্য... সবই ইছলামে হারাম!
২৯
Omar Makram: আমি প্রাক্তন মুছলিম, কারণ সৎ মানুষ হতে গেলে আমাকে ইছলাম পছন্দ করতে হবে, এমন কোনও কথা নেই, এবং আমি যদি তা পছন্দ না করি, তাহলে সেটাকে শ্রদ্ধা করার প্রয়োজনও আমার নেই।
Sarah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি একজন লেসবিয়ান এবং মর্যাদাসম্পন্ন জীবনযাপনের সমস্ত অধিকার আমার আছে।
Ex Moslim Marokkaans: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করতে পারি না যে, বেহেশত নামের একটি স্থান আছে, যেখানে যাবে শুধু মুছলিমরা, বাকিরা পুড়বে দোজখের আগুনে।
Ali Almas: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম আমাকে বাধ্য করতো যুক্তিহীন, ননসেন্স কিছু ব্যাপারে বিশ্বাস করতে।
Alexander Kerensky: আমি প্রাক্তন মুছলিম, কারণ বুদ্ধিবৃত্তিক সততা মেনে চললে কোরানকে হয় আক্ষরিকভাবে বিশ্বাস করতে হবে অথবা অস্বীকার করতে হবে। আমি বেছে নিয়েছি অস্বীকার করার পথ।
Dr Muayad Alzerje: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার মগজ আছে এবং আমি তা ব্যবহার করতে জানি।
Mr M Mohammed: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি আমার সন্তানকে এমন শিক্ষা দিতে পারি না যে, যারা ইছলামে বিশ্বাস করে না, তারা দোজখের আগুনের জ্বালানি হবে।
I. Betty LACHGAR: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুছলিম হিসেবে জন্ম নেয়াটা আমার চয়েস ছিলো না।
Babak Jahedmanesh: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বানু কুরাইজার হত্যাকাণ্ড হজম করতে পারি না এবং মেনে নিতে পারি না স্ত্রী-প্রহারের বিধান (সুরা ৪:৩৪)।
Asif Raheem: আমি প্রাক্তন মুছলিম, কারণ "যে ব্যক্তি ধর্ম বদল করবে, তাকে হত্যা করো।" (বুখারি হাদিস)
৩০
Faiz: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার হৃদয়বান, স্নেহপরায়ণ, সহানুভূতিশীল হিন্দু প্রতিবেশী দোজখে যাবে স্রেফ অমুছলিম হবার কারণে, আমি তা বিশ্বাস করতে অস্বীকৃতি জানাই।
Hani Kafir: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার জীবনে পড়া অন্যতম ক্লান্তিকর, পুনরাবৃত্তিপ্রবণ ও বিরক্তিকর বইয়ের নাম কোরান।
Abu Lahab: আমি প্রাক্তন মুছলিম, কারণ সত্য ধর্মের পক্ষে থাকলে প্রশ্নকে ভয় পাবার কথা নয়।
Jihadi Kermit: আমি প্রাক্তন মুছলিম, কারণ এমন ভণ্ড নবীকে আমরা বিশ্বাস করতে পারি না, যে দাবি করে, নারীমস্তিষ্কসম্পন্ন এক ঘোড়ায় চড়ে সে উড়ে গিয়েছিল জেরুজালেমে।
Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ পদার্থবিদ্যা সম্পর্কে ন্যূনতম জ্ঞানও যার নেই, সেই আল্যা কী করে আমাকে সাহায্য করবে পরীক্ষায় A পেতে? 
Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ নারীদের অধিকার আছে।
Sufi: আমি প্রাক্তন মুছলিম, কারণ অমি চাই এমন এক যুক্তিপূর্ণ ধর্ম, যা তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিবর্তিত হবে। অথচ ইছলাম আটকে রয়েছে অতীতে এবং তা হত্যা করে তার বিরোধিতাকারীদের।
Yafiah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা যদি এতোই দয়াময় এবং আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তাহলে ইছলামত্যাগ অপরাধ কেন?
Brexit Dan: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি যখন এক ধর্ষিতাকে সাহায্য করতে চেয়েছিলাম, তাকে সৌদি আরবে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে হত্যা করা হয়।
Aral Balkan: আমি প্রাক্তন মুছলিম, কারণ মুছলিম পিতামাতার ঘরে জন্ম নিয়ে পরে আমি শিখেছি স্বাধীন চিন্তা করতে এবং সামাজিক ন্যায়পরায়ণতা, যুক্তি, বিজ্ঞান ও গণতন্ত্রকে শ্রদ্ধা করতে।
৩১
Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের সঙ্গে মাফিয়ার কোনও তফাত খুঁজে পাই না। মাফিয়াদের দল ত্যাগকারীতেও হত্যা করা হয়। 
NocturnalMission: আমি প্রাক্তন মুছলিম, কারণ এমন কোনও "পরম করুণাময়" আল্যায় আমি বিশ্বাস করতে চাই না, যে কিনা একদল মানুষকে দোজখের আগুনে অনন্তকাল ধরে পোড়াবে।
Muhammad Syed (PBUM): আমি প্রাক্তন মুছলিম, কারণ আপনার আসমানী-পিতা যতো যৌনতাবাতিকগ্রস্তই হোক না কেন, নারী-খতনা অনৈতিক ও অমানবিক।
EmmyC: আমি প্রাক্তন মুছলিম, কারণ বিজ্ঞান নিয়ে প্রচুর পড়াশোনা করেছি।
Rizwaan Khan: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাদের জীবন একটিই এবং বিভ্রমের ভেতরে বসবাস করে সেই জীবনটাকে ধ্বংস করে ফেলার কোনও অর্থ হয় না।
LaFouz: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার স্বামী ধর্মান্তরিত হয়ে ইছলাম গ্রহণ না করা পর্যন্ত আমার বিয়ের আমেরিকান সার্টিফিকেট আমার নিজের দেশে বৈধ নয়।
SentientSelf: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করি, যৌনদাসপ্রথা মানবতার বিরুদ্ধে নিকৃষ্টতম অপরাধ।
Ru: আমি প্রাক্তন মুছলিম, কারণ আবাল জিহাদীদের সঙ্গে বেহেশতে থাকার চেয়ে আইনস্টাইন, এপিকুরাস, টমাস পেইন, মারিয়া কুরির সঙ্গে দোজখে পোড়া শ্রেয়।
Khan: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম সম্পর্কে আমার মনে উদয় হওয়া সংশয়ের কারণে আমি বহু রাত কাটিয়েছি আল্যার কাছে ক্ষমা প্রার্থনা করে। এবং আমি এখন এখানে!
Maha: আমি প্রাক্তন মুছলিম, কারণ ১২ বছর আগে আমার পরিবার আমাকে ত্যাজ্য করেছিল আমি যথেষ্ট 'বিশুদ্ধ' ছিলাম না বলে। "আল্যা পতিতাদের ঘৃণা করে।" ধন্যবাদ, মা। ধন্যবাদ, বাবা।
৩২
BenHaimNaoufel: আমি প্রাক্তন মুছলিম, কারণ সহিংস, ঘৃণাবর্ষী প্রতিটি আয়াত ও হাদিসকে ন্যায্যতা দান করতে গিয়ে ত্যানা প্যাঁচাতে প্যাঁচাতে ক্লান্ত হয়ে পড়েছি। নিজের সাথে প্রতারণা করা বন্ধ করে দিয়েছি।

Salman Rasheed: আমি প্রাক্তন মুছলিম, কারণ চার বউ রাখা, শিশুবালিকাকে বিয়ে করা, সমকামীদের ঘৃণা করা ইছলামে যায়েজ, তবে বরাহ-মাংস হারাম।
Miranda: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি থাকি সৌদি আরবে, যেখানে চলে শরিয়া আইন।। তবে আমি বুদ্ধিমতী মহিলা, যার আত্মমর্যাদাবোধ আছে।
Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও কাল্পনিক চরিত্র আমার জীবন নিয়ন্ত্রণ করুক, আমি তা চাই না। আমার প্রয়োজন নেই নিয়ন্ত্রণ-বাতিকগ্রস্ত কেউ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার কর্তব্য নির্দেশ করুক।
good kid: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমাকে মানবতাহীন হতে বাধ্য করা হয়েছিল।
Critical Thinker: আমি প্রাক্তন মুছলিম, কারণ ধর্ষিতা হবার কারণে মেয়েদের অভিযুক্ত করা উচিত নয় কোনওভাবেই।
Parisa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার ১০ বছর বয়সে আমার পুরো শরীর পর্দাবৃত করতে বাধ্য করা হয়েছিল, যখন ইছলামিক প্রজাতন্ত্র তা বাধ্যতামূলক করে দিয়েছিল। আমি সেটা ঘৃণা করতাম, এখনও করি।
TheExMuslima: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার সারাটা জীবন জুড়ে বিষাদগ্রস্ততার একটি প্রধান কারণ ছিলো ধর্ম।
Nothing Is Full: আমি প্রাক্তন মুছলিম, কারণ মনের গহীনে স্বাধীনতা ও দাসত্বের নিরন্তর চলমান দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকাটা আমার জন্য দুরূহ হয়ে পড়ছিল।
Shazza C: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার পরিবারের অনেকে আমার স্বামীকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ সে অমুছলিম এবং আমি তাকে জোর করে ধর্মান্তরিত করাইনি।
৩৩
Primal Tom: আমি প্রাক্তন মুছলিম, কারণ সঙ্গীত, সেক্স, আমোদপ্রমোদের উদ্দীপক দ্রব্য, চিত্রকলা, স্বাধীন অনুসন্ধান, সামাজিক সঙ্গী কুকুর - সব হারাম। ফাক অফ!
WOOTS: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি ভালোবাসি জ্যাজ, মানবাধিকার, এক কিতাব ছাড়া আরও পুস্তকপাঠ, ভালোবাসি প্রশ্ন করতে। এবং ধর্ম হচ্ছে একটি কারাগার, যা ভেঙে ফেলা প্রয়োজন আমার।
Saudi Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ কারণ ইছলাম একটি যৌনবৈষম্যবাদী, সমকামবিদ্বেষী, সন্ত্রাসী ধর্ম।
AtheistInHijab: আমি প্রাক্তন মুছলিম, কারণ যখন আমি পড়েছিলাম, কাবাঘরে অবস্থিত মূতিগুলো নবী নিজ হাতে ভেঙেছে, আমি আমার বিবেক দিয়ে তার এই কীর্তির ন্যায্যতা দিতে পারিনি।
Halima B: আমি প্রাক্তন মুছলিম, কারণ আখিরাতের জন্য প্রস্তুতির চেয়ে বর্তমান জীবনের গুরুত্ব নিশ্চয়ই অনেক বেশি। গুনাহ নামের ভিত্তিহীন অনুভূতিমুক্ত জীবন উপভোগ করতে পারাটা অত্যন্ত আনন্দের ব্যাপার।
Elyzcheva: আমি প্রাক্তন মুছলিম, কারণ কে আমার শরীর স্পর্শ করবে ও দেখবে, সেটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত - কোনও এক নারীবিদ্বেষী নবী বা কোনও আধিপত্যপ্রবণ আল্যার নয়।
Nagla: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি আমার জীবনটা যাপন করতে চাই। কখন বেহেশতে যাবো, সে কথা ভেবে তা স্থগিত রাখতে চাই না।
macaryos: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম অনুসারে, আমি আমার জীবনের প্রিয়তম ব্যক্তির সঙ্গে থাকতে পারবো না, কারণ সে কাফের।
Steph: আমি প্রাক্তন মুছলিম, কারণ যৌনবাতিকগ্রস্ততা, লিঙ্গভিত্তিক পৃথকীকরণ (segregation), পর্দাপ্রথা এবং আমার শরীর বিয়ক বাতিকগ্রস্ততা - আমার পোশাকের ধরন সব সময়ই অসহীহ্ বলে গণ্য করা হতো!
Ex-Moslim: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করতে পারি না যে, বেহেশত নামে একটি স্থান আছে, যেখানে যাবে শুধু মুছলিমেরা, বাকিরা দোজখের আগুনে পুড়বে।
৩৪
Ri: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম হচ্ছে মাফিয়ার মতো। আপনাকে সেখানে জোর করে ঢোকানো হবে, তবে তা ত্যাগ করার চেষ্টা করলেই আপনি মৃত।
Anwar: আমি প্রাক্তন মুছলিম, কারণ সংস্কৃতি, ঐতিহ্য ও কুসংস্কারকে আপনার চিন্তাশক্তির কারাগার হতে দেবেন না। এসবকে প্রশ্নবিদ্ধ করেই আমি মু্ক্ত হতে পেরেছি।
meia: আমি প্রাক্তন মুছলিম, কারণ একটা সময়ে আমি আমার নারীসত্তাকে ঘৃণা করতাম। নিজেকে মনে হতো হীন ও অসম্পূর্ণ। আমি স্রেফ আমার অভিভাবকদের সম্পত্তি ছিলাম। জীবনটাকে তখন মনে হতো অর্থহীন।
Farrah Prudence: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোনও ঈশ্বরের এতো ঘৃণা থাকতে পারে না! 
Odysseus: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম প্রকট করেছে শিক্ষার অভাব, এনেছে দারিদ্র্য, নারীবিদ্বেষ, আয়ের অসম বন্টন ও বিজ্ঞানের প্রতি অশ্রদ্ধা।
Naomi Nazarene: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম কোনও ধর্ম নয়। তা সর্বগ্রাসী ধরনের একদলীয়, সম্প্রসারণবাদী, যুদ্ধবাজ, রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক ব্যবস্থা।
W P: আমি প্রাক্তন মুছলিম, কারণ সর্বাগ্রে বলতে হয়, আমি মুছলিম ছিলাম না, আমাকে জোর করে বানানো হয়েছে। আর তাছাড়া, মানুষের বুদ্ধিবৃত্তির জন্য ধর্ম একটি বিরাট বাধা।
Pasha Khan: আমি প্রাক্তন মুছলিম, কারণ নবীর সমালোচনাকারীকে হত্যার আদেশ দিতো নবী নিজেই।
Mad Rasser: আমি প্রাক্তন মুছলিম, কারণ নবীর তথাকথিত অলৌকিক ঘটনাগুলো চূড়ান্ত রকমের হাস্যকর! একবিংশ শতাব্দীর একজন প্রাপ্তবয়স্ক মানুষ এইসব বালছাল বিশ্বাস করে কীভাবে?
Maryam Razzaq: আমি প্রাক্তন মুছলিম, কারণ কোরানের বীভৎস আয়াতগুলোকে "আপনাকে সেই সময়ের প্রেক্ষাপট বিবেচনা করতে হবে" জাতীয় কুযুক্তি দিয়ে ন্যায্যতা দেয়া সম্ভব নয়।
 ৩৫
Mulukuddin: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি জানি, আমার নাতি-নাতনিরা আমার দিকে তাকিয়ে বলবে না, "দাদু বেহেশতী হুরে বিশ্বাস করে! লোল!"
Ali Asif: আমি প্রাক্তন মুছলিম, কারণ অন্যদেরকে নিজের দলে ভেড়াতে সন্ত্রাসের আশ্রয় নেয়ার প্রতি আমার সমর্থন নেই।
Milad Jama: আমি প্রাক্তন মুছলিম, কারণ মোহাম্মদ অন্য ধর্মগুলোর মূর্তি ভেঙেছিল, ঠিক এখন যেমন আইসিস। এদের কাজকর্মের সমস্ত ভিত্তিই ইছলামেই আছে।
Khurshid Yuldoshev: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলামের কাছে মানুষের মর্যাদা ও অধিকারের চেয়ে অন্ধবিশ্বাস গুরুত্বপূর্ণ। এই ধর্মের কিতাব অমুছলিমদের প্রতি ঘৃণাপূর্ণ বক্তব্যে ভরা এবং গভীরভাবে অবৈজ্ঞানিক।
Dr Muayad Alzerje: আমি প্রাক্তন মুছলিম, কারণ অমুছলিমদের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ!
Saudi Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম একটি লিঙ্গবৈষম্যবাদী, সমকামবিদ্বেষী, সন্ত্রাসী ধর্ম।
freethoughts: আমি প্রাক্তন মুছলিম, কারণ শুক্রবারের নামাজের খুতবায় খ্রিষ্টান-ইহুদিদের ওপরে ইমামদের অবিরাম অভিশাপবর্ষণ শুনতে শুনতে ক্লান্ত।
Tariq: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি জানি, মসজিদে যাওয়ার চেয়ে জাদুঘরে যাওয়া অনেক বেশি কাজের।
IAmAGreatHuman: আমি প্রাক্তন মুছলিম, কারণ যে-ধর্ম হত্যা সমর্থন করে ও ভালোবাসাকে নিষিদ্ধ করে, তার যোগ্যতা নেই একবিংশ শতাব্দীতে টিকে থাকার।
YasmiNe: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি নিজের ভাষায় কোরান পড়েছি। অত্যন্ত বিরক্তিকর একটি বই - ক্লান্তিকর পুনরুক্তিময় এবং শিশুসুলভ হুমকিতে ভরা।