Friday, August 5, 2016

ঈশ্বরের ইতিহাস - ১,২,৩

 

ঈশ্বরের ইতিহাস - ১

লিখেছেন মেসবাহ উস সালেহীন
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে নতুন একটা সিরিয়াল দেখানো হয়েছে। দি স্টোরি অফ গড। মূলত বিশ্বের বিভিন্ন এলাকার ধর্মবিশ্বাস নিয়ে এই প্রোগ্রামটা। প্রোগ্রামের হোস্ট মর্গান ফ্রিম্যান বিশ্বের বিভিন্ন এলাকায় যান, সেখানকার মানুষদের ধর্মীয় আচার-আচরণ দেখেন, মানুষদের সাথে কথা বলেন আর তারপর এগুলোর মাঝে মিল-অমিল খোঁজার চেষ্টা করেন। প্রথম পর্বের বিষয় হচ্ছে মৃত্যু। এখানে দেখানো হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাচীন ইনকা সভ্যতার মৃত্যু নিয়ে বিশ্বাস। একইসাথে সমসাময়িক হিন্দু আর খ্রিষ্টান ধর্মবিশ্বাসে মৃত্যুর কনসেপ্ট নিয়েও আলোচনা করা হয়েছে। বিজ্ঞান নিয়েও কিছুটা টানাটানি করেছে, কিন্তু সেটা খুব বেশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে নয়।
প্রাচীন মেক্সিকোয় (ইনকা কিংবা এ্যাজটেক সভ্যতায়) মৃত্যু কিংবা রক্ত খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার ছিল। তাদের বিশ্বাস ছিল, সূর্য দেবতার উদ্দেশে রক্তপাত করা হলে সেটা সূর্যকে শক্তি যোগাবে। সূর্য সেই শক্তি নিয়ে প্রতিদিন আকাশে আসবে, আলো বর্ষণ করবে। সূর্য শক্তিহীন হয়ে গেলে পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাব। তাই ওদের কমিউনিটির অনেকেই স্বেচ্ছায় নিজেকে দেবতার উদ্দেশে বলি দিতে যেত মন্দিরে। মন্দিরের পুরোহিত তার বুক কেটে হৃদপিণ্ড বের করত। লোকটা পরম তৃপ্তির সাথে দেখত, কীভাবে তার শরীরের হৃদপিণ্ড থেকে রক্ত বের হচ্ছে, কীভাবে সেই রক্ত পেয়ে সূর্যদেব শক্তিশালী হচ্ছে। একটা তৃপ্তি নিয়েই সে মারা যেত - এই ভেবে যে, "আমার মৃত্যুতে আমার পুরা কমিউনিটি উপকৃত হচ্ছে।"
মিশরের রাজার মৃত্যুর পরে বিশাল বিশাল পিরামিড বানানো হত। পিরামিডের কেন্দ্রে রাজার কফিন রাখা হত। পিরামিডের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া-দরুদ-মন্ত্র লেখা থাকত। মৃত্যুর পরে রাতের বেলা রাজার আত্মা জেগে উঠবে। রাজা তখন তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। এই যাত্রাপথে অনেক দুষ্ট আত্মা-জ্বিন-ভূত তাকে বাধা দেবে। দোয়া-দরুদগুলো তাকে রক্ষা করবে। তবে ইসলাম ধর্মের কনসেপ্ট অনুযায়ী আমরা যে-ধরনের যাত্রার কথা বুঝি, সেরকম কিছু নয়। ইসলামের মিথ অনুযায়ী, মৃত্যুর পরে আত্মাকে পুলসেরাত নামে একটা ব্রিজ পার হতে হবে। এই ব্রিজের তলায় আগুন (দোজখ) আর ব্রিজ পার হতে পারলে বাগান (বেহেস্ত); অনেকেই তাকে দোজখে টেনে নিয়ে যেতে চাইবে। তবে একবার কেউ যদি পুলসেরাত পাড়ি দিয়ে বেহেশতে ঢুকতে পারে, তাহলে সে সারাজীবন ওই বেহেশতেই থাকবে।মিশরীয়দের বিশ্বাস সেই রকম ছিল না। রাজা সারারাত যুদ্ধ করে করে তার গন্তব্যে পৌছাবে। ভোররাতে আবার তার আত্মা কফিনে ফিরে আসবে। পরদিন রাতে আবার তার আত্মা নতুনভাবে যাত্রা শুরু করবে। এইভাবে প্রতিদিন একই সাইকেল চলবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাজা যদি যুদ্ধে জিততে পারে, তাহলেই পরদিন সকালে সূর্য উঠবে। রাজা যদি হেরে যায়, তাহলে আর সূর্য উঠবে না। সূর্য না উঠলে পুরা দেশের ক্ষতি। এই জন্য দেশের মানুষ এত কষ্ট সহ্য করেও পিরামিড বানাতো। অপরদিকে রাজা মরে গেলেও কিন্তু দেশের প্রতি তার দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিরাতে তার কর্তব্য হচ্ছে - অপদেবতাদের সাথে যুদ্ধ করে করে সূর্যদেবতাকে মুক্ত করা।
ইহুদিদের আদি পুস্তক ওল্ড টেস্টামেন্টে মৃত্যুর পরে অন্য কোনো জীবনের উল্লেখ নেই। কিন্তু যিশু এসে মৃত্যুর পরে অন্য এক জীবনের কথা বলেছেন। যিশু নিজে সকল মানুষের পাপ বহন করে নিজেকে উৎসর্গ করেছেন। নিজে ক্রুশবিদ্ধ হয়েছেন। তাই অন্য সব খ্রিষ্টানের আর কোনো পাপ নেই। অন্য খ্রিষ্টান যদি স্বীকার করে নেয় যে, যিশু আমার রক্ষাকর্তা, তিনিই আমার সব পাপ নিয়ে নিয়েছেন - এই বিশ্বাসের জন্যই সে স্বর্গে যাবে। ইসলাম নিয়ে এই এপিসোডে কোনো আলোচনা হয়নি। ইসলামের পরকাল অনেক স্পস্ট এবং বিশদ। এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পরে অনন্ত জীবন। অনন্ত জীবনে হয় আপনি বেহেশতে সুখে থাকবেন অথনা দোজখে অনেক কষ্টে থাকবেন। এই পৃথিবীতে আপনার কাজের ওপরে আপনার পরকালের স্থান নির্ধারিত হবে।
হিন্দু ধর্মের কনসেপ্ট অনুযায়ী - আপনার মৃত্যুর পরে আপনার পুনর্জন্ম হবে। এই জন্মে অনেক পাপ কাজ করলে আপনার জন্ম হবে মানুষের চেয়ে খারাপ কোনো প্রাণী হিসাবে কিংবা খারাপ মানুষ হিসাবে। আর এই জন্মে অনেক ভাল কাজ করলে আপনার নতুন জন্ম হবে অনেক ভাল পরিবারের মানুষ হিসাবে কিংবা মানুষের চেয়েও উন্নত কোনো প্রাণী হিসাবে। অনেক ভাল কাজ করলে তখন আপনার আত্মা এতই সুপিরিয়র প্রাণী হয়ে যাবে যে, সেটি ঈশ্বরের সাথে বিলীন হয়ে যাবে। একে বলে মোক্ষলাভ। এর পরে আর কোনো জন্মান্তর হবে না। 
ইসলামি সুফিজম-এর লক্ষ্যও কিন্তু এটাই। খোদার সাথে নিজেকে ফানা ফিল্লাহ করে দেওয়াই উদ্দেশ্য। নামাজ-রোজা কিংবা বেহেশত মূল উদ্দেশ্য নয়। হিন্দু ধর্মের মূল লক্ষ্য পুনর্জন্ম নেওয়া নয়, বরং মোক্ষলাভ করা। এই জন্য অনেক শর্টকাট পথ আছে। যেমন বেনারস কিংবা অন্যান্য তীর্থক্ষেত্রে শবদাহ করলে আত্মা মোক্ষলাভ করবে বলে ধারণা করা হয়। হিন্দুদের শবযাত্রা অনেক উৎসবমুখর হয়। কারণ এই মৃত্যুতে শোকের কিছু নেই। নতুন একটা জীবনের প্রথম পর্ব এই মৃত্যু।
সারমর্ম: মরগান ফ্রিম্যান একজন গীর্জার পাদ্রীকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন এই লাইনে এলেন? তিনি বললেন, আমি একবার পানিতে ডুবে গিয়েছিলাম। প্রায় ১৫ মিনিট পানির নিচে ছিলাম। হঠাৎ দেখলাম একটা রঙিন আলো। গথিক ডিজাইনের গীর্জার কাচের ভেতর দিয়ে যেমন রঙিন আলো আসে, সেই রকম। সেই আলোর ভেতর দিয়েই আমি যিশুকে দেখতে পেলাম। মনে হল যিশু আমার কাছে এসে কিছু স্বর্গীয় বাণী বলে গেলেন। ১৫ মিনিট পরে আমাকে উদ্ধার করা হয়। নতুন জীবন ফিরে পেয়ে আমি এই পেশায় এলাম।
একজন হার্টের ডাক্তারের কাছে মরগান ফ্রিম্যান তার অভিজ্ঞতা জানতে চাইলেন। সেই ডাক্তার বললেন, মৃত্যুর পূর্বে সব ধর্মের মানুষই এই ধরনের হ্যালুসিনেশন ফিল করে। তারা রঙিন আলো দেখে। অনেক অবাস্তব জিনিস দেখে। অনেক সময় দেখে তাদের মৃত আত্মীস্বজনকে।মানুষের ব্রেইনের স্ট্রাকচারের কারণ এমন ঘটনা ঘটে। তবে তিনি নতুন একটা তথ্য দিলেন। আমাদের হৃদপিণ্ড কিংবা ব্রেইন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও আমাদের শরীরের সব সেল মারা যেতে কিছুটা সময় লাগে। এই সময়েও মানুষের সচেতনতা কাজ করে।
মানুষ সব সময়েই চেয়েছে অমর হয়ে থাকতে। মৃত্যুর ভয় তাকে তাড়া করেছে সব সময়। সান্ত্বনা হিসেবে সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন কল্পগাথা বানিয়েছে। সব কল্পগাথার মোটামুটি কমন বিষয় হল — এই মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে। মিশরের ফারাওরা পিরামিডে নিজের নাম খোদাই করেছে অমর থাকার জন্য। মরগান ফ্রিম্যান জোক করে বলেছেন, আমিও অমর। আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে। আমি মারা গেলেও এই অ্যাকাউন্ট থাকবে।

 

ঈশ্বরের ইতিহাস - ২ (কেয়ামত)

Apocalypse একটা গ্রিক শব্দ। এর মানে হচ্ছে ‘ঘোমটা সরানো’ কিংবা সত্য প্রকাশ করা। বিশ্বের বিভিন্ন ধর্মেই অ্যাপোক্যালিপ্স কিংবা কেয়ামত কিংবা আর্মাগেডন কিংবা মহাপ্রলয়ের কথা উল্লেখ আছে।
এই কেয়ামতের মিথ-এর জন্ম হল কীভাবে, সেটা জানার জন্য মরগান ফ্রিম্যান সবার আগে গেলেন ইজরাইলে। জেরুলালেম শহরে তাঁর সাথে দেখা হল Yoram Hazony নামক ইহুদি-ধর্ম এবং রাজনীতি বিষয়ের একজন বিশেষজ্ঞ-এর সাথে।
তার কাছ থেকে জানা যায়, রাজা হেরোদ ২০ খ্রিষ্টপূর্বাব্দে ইহুদিদের প্রার্থনার জন্য একটা বিশাল মন্দির গড়ে তোলেন। ৭০ সালে রোমানরা জেরুজালেম দখল করে এবং এই মন্দির ধ্বংস করে। মন্দিরের একটিমাত্র দেয়াল অক্ষত থেকে যায়। মন্দিরটা আর পুনঃনির্মাণ করা হয়নি।ইহুদিরা কেবলমাত্র এই একটি দেয়ালের (ওয়েস্টার্ন ওয়াল) সামনে এসেই প্রার্থনা করে বর্তমানে। দেয়ালের সামনে এসে তারা বিড়বিড় করে দেয়ালের সাথেই কথা বলে। ১৯৬৭ সালে এই দেয়ালটির দখল ইহুদিরা ফিরে পায়। তার আগে অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর দখলে ছিল এই ওয়েস্টার্ন ওয়াল। ৭০ বছর ধরে স্বাধীন ইজরাইন রাষ্ট্র গঠিত হলেও ইহুদিরা নতুনভাবে মন্দিরটা বানাচ্ছে না। কারণ এই ওয়েস্টার্ন ওয়াল যে এলাকার অংশ (তাকে বলে টেম্পল মাউন্ট, এখানে ইসলাম এবং খ্রিষ্টান ধর্মের আরো অনেক পবিত্র ধর্মীয় উপাদান আছে), মন্দির বানাতে গেলে অন্য ধর্মের গুরুত্বপূর্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে কট্টর ইহুদিরা মনে করে, এই মন্দির ছাড়া তাদের ধর্ম অসম্পূর্ণ। তারা আশা করতে থাকে, কবে একজন নতুন মেসায়া (ইসলাম ধর্মের কনসেপ্ট অনুযায়ী শেষ যমানার ইমাম মেহেদী) এসে মন্দিরটা কমপ্লিট করবেন।
ইহুদিদের এই মেসায়া কেয়ামতের আগে আসবেন। তাঁর কোনো অলৌকিক ক্ষমতা থাকবে না। পুরোপুরি সাধারণ একজন মানুষ হবেন।তিনি ইজরাইল রাস্ট্রের রাজা হবেন। ইজরাইল জাতিকে পুনর্গঠিত করবেন, অন্য ধর্মের মানুষদের সাথে সম্প্রীতি তৈরি করবেন এবং মন্দিরটা পুননির্মাণ করবেন — এইটুকুই তার দায়িত্ব। তারপরে সারা বিশ্ব সুখে-শান্তিতে ভরে যাবে। সকল যুদ্ধ-বিগ্রহ থেমে যাবে।
ইয়োরাম হাযোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, মন্দির নিয়ে বর্তমান সময়ে ইহুদিরা কী ভাবছে? তিনি বললেন, ইহুদিরা মনে করে, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম।’ আগে ন্যায় এবং শান্তি-সম্প্রীতি ছিল। তারা সেই শান্তির প্রতীক হিসেবেই নতুনভাবে মন্দিরটা বানাতে চায়।
ইহুদি ধর্মের মত আরো অনেক ধর্মেও (ইসলামসহ) এইরকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে, কেয়ামতের আগে অনেক সুখ-শান্তি বিরাজ করবে।
জেরুজালেম থেকে এরপর নরমান ফ্রিম্যান ঘুরতে যান ডেড সি’র কাছে কুমরান গুহা নামে পরিচিত একটা জায়গায়। ইহুদিদের একটা সম্প্রদায়, নাম এসেনস (essenes) ১০০ খ্রিষ্টপূর্বাব্দে এই গুহায় এসে আশ্রয় নিয়েছিল। তারা গুহায় অনেক পুথি লিখেছিল। সেই পুথিগুলো এখনো আছে। উইকিপিডিয়াতে ডেড সি স্ক্রল নামে আর্টিকেল আছে এই বিষয়ে। ওই সময়ে ইহুদি এবং রোমানদের ভেতরে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছিল। কুমরান গুহার ইহুদী essenes পণ্ডিতরা কেয়ামত নিয়ে অনেক ধরনের ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভবিষ্যৎবানীতে বলা হয়েছে, কেয়ামত হবে খুব খারাপ, যুদ্ধ আর ধ্বংসলীলার মাঝে হবে কেয়ামত। ইহুদি অন্যান্য মূলধারার সম্প্রদায় কিন্তু মনে করে, নতুন মেসায়া এসে সুখ-শান্তি দিয়ে যাবে, সেই সুখের ভেতরে হবে কেয়ামত।
এসেন্স-রা তাদের আস্তানায় বসে কেয়ামতের জন্য প্রস্তুতি নিত। তাদের ধর্মীয় রিচুয়ালেও কিছুটা ভেরিয়েশন এসেছিল। আরকিওলোজিস্টরা পানি রাখার মত বিশাল ট্যাঙ্কি খুঁজে পেয়েছেন। আশেপাশের নমুনা দেখে মনে করা হয়, এই ট্যাংকিগুলোতে রাখা হত রক্ত, সেই রক্ত উপাসনার কাজে লাগত। তাদের বিশ্বাস ছিল, আলোর সন্তানদের সাথে যুদ্ধ হবে অন্ধকারের সন্তানদের। আলোর সন্তানদের সাহায্যে আকাশ থেকে অনেক অশরীরি প্রাণী (ফেরেস্তা!) আসবে।
এসেন্সদের কেয়ামত এসেছিল ৬৮ সালে। রোমানরা এই জায়গা আক্রমন করে সকল গুহাবাসীকে খুন করে।
খ্রিষ্টান ধর্মের একটা পুরনো বই হচ্ছে book of revelation - মোটামুটি ১০০ সালে এটি লেখা হয়েছে। এই বইয়ে বলা হয়েছে, কেয়ামতের সময় অ্যান্টিক্রাইস্টের সাথে একটা প্রচণ্ড লড়াই হবে। অ্যান্টিক্রাইস্ট কে? "অ্যান্টিক্রাইস্ট একজন মানুষ, তার নাম্বার হচ্ছে ৬৬৬, যে কোনো বোধশক্তিসম্পন্ন মানুষই তাকে দেখলে চিনতে পারবে" (ধারণা করা হয়, অ্যান্টিক্রাইস্টের কপালে ৬৬৬ লেখা থাকবে)।
এই অ্যান্টিক্রাইস্ট নিয়ে অনেক বই লেখা হয়েছে। অনেক সিনেমা বানানো হয়েছে। the omen (অশুভ সংকেত) নামে একটা ট্রিলজি উপন্যাস খুব বিখ্যাত। এই উপন্যাস থেকে সিনেমাও হয়েছে। এখানকার কাহিনী অনুযায়ী, ১৯০৬ সালের জুন মাসের ৬ তারিখ অ্যান্টিক্রাইস্ট জন্ম নেয় আমেরিকান এক সিনেটরের পরিবারে। তার নাম হয় ডেমিয়েন থর্প। পারিবারিক ব্যবসা এবং রাজনীতির মাধ্যমে খুব দ্রুতই ক্ষমতা পেয়ে যান। তারপর পুরা দুনিয়ায় ধ্বংস চালাতে থাকেন। যেখানে যেখানে পারেন, যুদ্ধ বাধান। তার কপালে ইংরেজি অক্ষরে লেখা আছে 666; এই লেখা ঢাকার জন্য তিনি সামনে লম্বা চুল রাখেন (ইসলামি মিথ অনুযায়ী, দজ্জাল নামে এক ব্যক্তি আসবে। তার কপালে আরবিতে লেখা থাকবে কাফের, যেটা কিছুটা ইংরেজি ৬৬৬ এর মতই দেখতে); অনেকে মনে করেন, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে ৬৬৬ নাম্বার বন্দী হচ্ছেন অ্যান্টিক্রাইস্ট। 
মরগান ফ্রিম্যান বুক অফ রিভিলেশন দেখতে গিয়েছিলেন ভ্যাটিকান সিটিতে। সেখানে ৬৬৬ লেখা হয়েছে হিব্রু ভাষায়। এক গবেষকের কাছে তিনি ব্যাখ্যা পেলেন, ৬৬৬ মানে হচ্ছে রাজা নিরো। "রোম যখন পুড়ছিল, নিরো তখন বাশি বাজাচ্ছিল নামে" একটা প্রবাদ পড়েছিলাম আমরা, মনে আছে? এর ইকুইভ্যালেন্ট বাংলা অনুবাদ হচ্ছে - কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই নিরো ছিল পেগান ধর্মের অনুসারী (মূর্তিপূজারি) খ্রিষ্টানরা তখন কেবল রোমে আসা শুরু করেছে। নিরো খ্রিষ্টানদের খুব অত্যাচার করতেন। তার সার্কাসের জন্য প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করার জন্য তিনি খ্রিষ্টানদের ক্রুশে ঝুলিয়ে তাদের গায়ে আগুন ধরিয়ে দিতেন। ৬৪ সালে রোমের প্রধান গির্জার পুরোহিতকে তিনি পা ওপরে মাথা নিচে করে ক্রুশবিদ্ধ করেছিলেন। ওই সময়কার একেবারে প্রথম দিককার খ্রিষ্টানদের ওপর অনেক অনেক অত্যাচার করেছিলেন। তিনি মারা গেলেও খ্রিষ্টানরা আশংকা করেছিলেন, তার মৃত আত্মা ফিরে এসে খ্রিষ্টানদের ক্ষতি করবে। তাই বুক অফ রিভিলেশনে তার কথা লেখা হয়েছে।
আরবী, হিব্রু কিংবা এইরকম কয়েকটি ভাষায় প্রতিটি অক্ষরের একটা করেস্পন্ডিং নিউমেরিক ভ্যালু থাকে। যেমন– ইংরেজির ক্ষেত্রে a=1, b=2, c=3, d=4... এরকম। তবে এই ভ্যালুগুলি সিরিয়ালি নাও থাকতে পারে। যেমন আরবিতে, সম্ভবত, প্রথম ১০ টি অক্ষরের ভ্যালু ১ করে বাড়ে, তারপরে কয়েকটা অক্ষরের ভ্যালু ৫ করে বাড়ে, শেষের দিকে ১০ কিংবা ৫০/১০০ করে বাড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যে অক্ষরগুলো লাগে, সেই অক্ষরগুলোর করেস্পন্ডিং ভ্যালু একসাথে লিখে যোগ করলে যোগফল হয় ৭৮৬; এইজন্য অনেকে চিঠি লেখার সময়, দলিলপত্রে কিংবা পরীক্ষার খাতায় বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে শুধু ৭৮৬ লিখে রাখে। মরগ্যান ফ্রিম্যান আবিষ্কার করলেন, হিব্রু ভাষায় রাজা নিরো (Kaiser neron) লিখলে তার করেসপন্ডিং ভ্যালু দাঁড়ায় ৬৬৬।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, কেয়ামতের আগে দজ্জাল নামে একটা মানুষ আসবে। সে খুব অত্যাচার করবে মানুষের উপরে। অনেক মানুষ মারা যাবে। দজ্জালকে খুন করার জন্য প্রথমে ইমাম মেহেদী এবং পরে ঈসা নবী পৃথিবীতে আসবেন এবং দজ্জালকে খুন করবেন। তখন সবাই অনেক সুখে শান্তিতে বাস করবে। এই সুখের ভেতরেই কেয়ামত হবে। ইস্রাফিল ফেরেস্তা বাঁশিতে ফুঁ দেবেন। সেই ফুঁ-এর শব্দ পৃথিবীর সবাই শুনতে পাবে (আমরা জানি যে, বাতাস না থাকলে শব্দ প্রবাহিত পারে না। অতএব পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কোনো শব্দ তৈরি হলে সেটা পৃথিবীর মানুষ শুনতে পারবে না), হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পের মত সেই বাঁশির শব্দ শুনে সবাই দৌড়াতে থাকবে।দৌড়াতে দৌড়াতে সবাই মারা যাবে। পৃথিবী এবং অন্য সকল গ্রহ-নক্ষত্র মিলিত হয়ে একটা সমতল ভূমি তৈরি হবে। যারা মারা গিয়েছিল, সবাই তখন জ্যান্ত হবে, সবাই একটা করে নতুন শরীর পাবে। সূর্য খুব নিকটে চলে আসবে। মাথার কয়েক হাত ওপরে থাকবে সূর্য। তাপমাত্রা অনেক বাড়বে (তবে সূর্য দেখতে কত বড় লাগবে সেটা বলা নেই। সূর্যের আকার পৃথিবীর চেয়ে ১৩ লাখ গুণ বড়। অনেক দূরে আছে বলে বোঝা যায় না।), তখন সকল মানুষের পাপপুৰেণ্যর বিচার করে তাদের বেহেস্তে অথবা দোজখে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হবে।
কিছু কিছু ইসলামী দল মনে করে, ইতিমধ্যেই কেয়ামত শুরু হয়ে গেছে। যেমন আল কায়দা কিংবা আই এস। হিজবুত তাহরিরের একজন প্রাক্তন সদস্যের সাথে হোস্টের দীর্ঘ সময় ধরে আলোচনা হয় এই বিষয়টা নিয়ে। তার ভাষ্যমতে, ইসলামী খিলাফতের এই কনসেপ্টটা হিজবুত তাহরিরই প্রথম এনেছে, পরে আল কায়দা বা অন্যরা সেই একই আইডোলোজি নিয়ে কাজ করেছে। সব মুসলমানই কোরান–হাদিসের ভবিষ্যৎবাণী বিশ্বাস করে, কিন্তু আইএস এই আয়াতগুলো নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কাজে লাগাচ্ছে।
কয়েক বছর আগে একটা গুজব উঠেছিলো - মায়া সভ্যতার ক্যালেন্ডার অনুযায়ি ২১শে ডিসেম্বর ২০১২ তে পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী এখনো বহাল তবিয়তে টিকে আছে। নরম্যান ফ্রিম্যান গুয়াতেমালায় মায়াদের প্রাচীন রাজধানীতে গিয়ে তাদের ক্যালেন্ডারটি দেখে এলেন।এখানে ২০১২ সালে পৃথিবী ধ্বংস হবে, এমন কোনো কথা নেই। ২১/১২/২০১২ তারিখে জাস্ট একটা মিলেনিয়াম শেষ হবে (ওদের ভাষায় বাকতুন, ৪০০ বছর); এর পরে নতুন মিলেনিয়াম শুরু। তবে দেখা গেল, মায়াদের ধর্মবিশ্বাসে কেয়ামতের কোনো ভবিষ্যৎবানী নেই আসলে। অনন্তকাল পৃথিবী টিকে থাকবে - এই রকমই বলা হয়েছে।
২০০০ সালের ৫ই মে বাংলাদেশেও একটা গুজব উঠেছিল যে, এইদিন পৃথিবী ধ্বংস হবে। কাহিনী হচ্ছে, ৫ ই মে পৃথিবী এবং সৌরজগতের আরো কয়েকটা গ্রহ একই লাইনে চলে আসবে বলে জ্যোতির্বিদরা গণনা করেছিলেন। একই লাইনে আসার ফলে এদের মধ্যকার আকর্ষণ বলের কোনো তারতম্য ঘটে কি না - এই নিয়ে অনেকের কৌতূহল ছিল। কিন্তু কিছু মানুষ এখান থেকেই গুজব তৈরি করে দিল যে, ৫ ই মে কেয়ামত।
কেয়ামতের কথা বৌদ্ধধর্মেও নেই। সেখানে বলা হয়েছে, জিনিসগুলো বদল হয়, এক রূপ থেকে আরেক রুপে, কিন্তু ধ্বংস হয় না। নরমান ফ্রিম্যান গিয়েছিলেন সারনাথ-এ, বৌদ্ধ ভিক্ষু কার্মাপার সাথে দেখা করতে। তিনি তাকে বসিয়ে দিলেন ধ্যান করতে।
হিন্দুধর্ম নিয়ে এই এপিসোডে আলোচনা করা হয়নি। হিন্দুধর্মে জন্মান্তরবাদ আছে। মুসলিমদের মত সমষ্টিগতভাবে সবার বিচার একসাথে হবে, এমন কোনো কেয়ামত নেই — কিন্তু ব্যক্তিগত বিচারের ব্যবস্থা আছে। তবে কোনো এক পর্যায়ে সম্ভবত হিন্দুধর্মে কেয়ামত কিংবা স্বর্গ-নরকে যাওয়ার ধারণা বিদ্যমান ছিল। মহাভারতের যুদ্ধে সত্যবাদী যুধিষ্ঠির নিজের দলকে জেতানোর স্বার্থে একটা মিথ্যা বলেছিলেন। এই মিথ্যা বলার কারণে এত বড় মহাপুরুষ হওয়া সত্ত্বেও যুধিষ্ঠিরকে সামান্য সময়ের জন্য নরকে যেতে হয়েছিল। এছাড়া আরো অনেক বিধানের ক্ষেত্রেও জন্মান্তরবাদ এবং স্বর্গ-নরকের কথা পাশাপাশিই এসেছে। যেমন, সিগারেট (তামাক) খেলে রৌরব নরকে অনন্তকাল যন্ত্রনা ভোগ করতে হবে। আবার অন্যত্র বলা হয়েছে, তামাক খেলে পরজন্মে শূকর হয়ে জন্মাতে হবে।
একেবারে শেষের দিকে নরম্যান ফ্রিম্যান যান একজন সাইকিয়াট্রিস্টের কাছে, কেন মানুষ কেয়ামত বিশ্বাস করে বা এটা নিয়ে এত আগ্রহী কেন? সাইকিয়াট্রিস্ট ছোট একটা পরীক্ষা দেখান। একজন রোগীকে বলেন, "আপনার সামনের মনিটরে তাকান। ৩-২-১-০ এইভাবে কাউন্টডাউন হচ্ছে। ০ হয়ে যাওয়ার পরে একটা সাউন্ড হবে। আপনি শান্ত হয়ে বসুন। সাউন্ডে আপনার ব্রেইনে কেমন রিঅ্যাকশন হয়, সেটা দেখব।" একই টেস্ট আরেকবার করা হয়, তবে তখন বলা হয়, "৩-২-১-০ কাউন্টডাউনের মাঝে যে কোনো সময় শব্দ হবে। আপনি রেডি থাকেন।"
দেখা যায়, মানুষ যখন নির্দিষ্ট কোনো ঘটনার সময় সম্পর্কে জানে, তখন সে অনেক শান্ত থাকে, কিন্তু সঠিক সময়টা যখন জানে না, তখন অনেক অশান্তিতে থাকে। এইজন্য মানুষ জানতে চায়, কেয়ামত ঠিক কখন ঘটবে, তার জন্য প্রস্তুত থাকতে চায়।
সারমর্ম (ব্যক্তিগত মতামত):
কেয়ামত থাকুক কিংবা না থাকুক, কেয়ামত নিয়ে রাজনীতি করা সংগঠন অনেক আছে। আইএস-এর কথা আগেই বলেছি। আইএস তাদের ইমাম মেহেদি বানিয়েছে আবু বকর আল বাগদাদিকে। হিজবুত তাহরির ২০১০-১১ সালের দিকে বাংলাদেশে ‘দজ্জাল’ নামে একটা বই কয়েক লাখ কপি বিক্রি করেছে। ওদের অ্যানালাইসিস অনুযায়ী, দজ্জাল কোনো মানুষ নয়, আমেরিকান সিভিলাইজেশনই হচ্ছে দজ্জাল। এই দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওদের মেসায়া/ইমাম মেহেদী হচ্ছে হজরত বায়াজিদ খান পন্নী। আল কায়েদার আমিরিউল মুমেনিন আর আমিরুল জিহাদ নামে ২ জন আলাদা মেসায়া থাকে সব সময়। শিয়া মুসলমানদের ভেতরেও নিজস্ব ইমাম (মেসায়া) আছে, তবে এই ইমাম সব সময়ই থাকে, ১৪০০ বছর ধরেই চলে আসছে। কাদিয়ানীদের (আহমেদিয়া মুসলিম) বিশ্বাস অনুযায়ী, ইমাম মেহেদী ১৯৩০ সালে এসেছিলেন, মারাও গেছেন। বাহাই ধর্মমতে, ১৮৫০ সালে আবির্ভূত হওয়া হযরত বাহাউল্লাহই ছিলেন মেসায়া। প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়েরই নিজস্ব মেসায়া আছে। যাদের কেউ নেই, তারা বিশ্বাস করে যে, আগামীতে ইমাম মেহেদী দেখা দেবেন (বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম এই বিশ্বাসের অনুসারী)।
নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কোরান–হাদিসের ইমাম মেহেদি সম্পর্কিত ভবিষ্যৎবানীকে সবাই নিজের নিজের সুবিধা মত অনুবাদ/মডিফাই করে নিয়েছে। একটা উদাহরন দিই। ইসলাম বা ইহুদি ধর্মের বইগুলো অনুযায়ী, কেয়ামতের আগে শেষ ভয়ানক লড়াই হবে জেরুজালেমে। কিন্তু আইএস-এর দখলে জেরুজালেম নেই। তারা কী করেছে? তারা আয়াতের অর্থ একটু বদল করে বলছে, এই আয়াতে বলা হয়েছে, শেষ লড়াই হবে দাবিক-এ। সিরিয়ায় দাবিক নামে একটা গ্রাম খুজে নিয়ে সেখানে আইএস তাদের রাজধানীর মত বানিয়েছে।খ্রিষ্টান মেসায়াদের অনেক ঘটনা ইউটিউবে পাবেন। আমি এই রকম একজন মেসায়ার লিংক দিলাম। এই লোক আমেরিকায় নিজেকে মেসায়া দাবি করে ধর্মীয় উদ্দেশ্যে মেয়েদের সাথে সেক্স করত, একটা সেনাবাহিনীর মত বানিয়ে সরকারের সাথে লড়াই করার প্নরস্তুতি নিচ্ছিল।

 

ঈশ্বরের ইতিহাস - ৩ (ঈশ্বর কে?)

ঈশ্বর কে? কোথায় থাকেন তিনি? লালন গেয়েছিলেন, "জিজ্ঞাসিলে খোদার কথা, দেখায় আসমানে।" মূসা নবী জিহোভাকে দেখেছিলেন তূর পাহাড়ের ওপরে। মহানবী আল্লাহর ওহী পেয়েছিলেন হেরা গুহায়। গৌতম বুদ্ধ একটা অশোক গাছের তলায় বোধি লাভ করেছিলেন।এরা সবাই ঈশ্বরকে দেখেছিলেন আলাদা আলাদা ফরম্যাটে। সবাই একই ঈশ্বরকে দেখেননি। তাহলে একেক ধর্মের কি আলাদা আলাদা ঈশ্বর?তারা সহাবস্থান করে কীভাবে? ইসলাম, খ্রিষ্টান কিংবা ইহুদি ধর্মে ঈশ্বর ১ জন। কিন্তু হিন্দু ধর্মে হাজার হাজার ঈশ্বর কেন?
ন্যাশনাল জিওগ্রাফিকে "দি স্টোরি অফ গড" নামে একটা প্রোগ্রাম দেখানো হয়েছিল। প্রোগ্রামটার ৩ নাম্বার এপিসোডের বিষয় হচ্ছে - "হু ইজ গড?"
সভ্যতার প্রথম দিকে মানুষ অনেক প্রাকৃতিক শক্তির পূজা করত। আকাশ, নদী, সূর্য, পাহাড়, গরু, ঝড়-বৃষ্টি, জঙ্গল - এই শক্তিগুলোকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলো তার কৃষি কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। নদীতে সময়মত জোয়ার-ভাটা না হলে যাতায়াতের সমস্যা হতে পারে। সময়মত বৃষ্টি না হলে ফসলের বারোটা বাজবে। এই সব কথা চিন্তা করে তারা প্রাকৃতিক শক্তিগুলোকে উপাসনা করত। প্রাকৃতিক শক্তিগুলোকে খুশি করার জন্য তারা অনেক পূজা-অর্চনা করত। বাংলাদেশের অনেক গ্রামে এখনো কৃষকেরা ‘শিরালী’ নামে এক বিশেষ প্রকার ওঝা/ফকির দিয়ে ফসলের ক্ষেতে পূজা-অর্চনা করে এই আশায়, যেন শিলা বৃষ্টি এসে ফসলের কোনো ক্ষতি করতে না পারে ।
তবে কোনো কোনো এলাকার বুদ্ধিমান মানুষ হয়তো উপলব্ধি করেছিল, ঝড়-বৃষ্টি কিংবা আর সকল প্রাকৃতিক শক্তিকেই নিয়ন্ত্রণ করে সূর্য। সূর্যের কারণেই ফসল ফলে, ফসল বেড়ে ওঠে, সূর্যের কারণেই ঝড়-বৃষ্টি ঘটে। তাই তারা অন্য সব প্রাকৃতিক শক্তিকে বাদ দিয়ে কেবলমাত্র সূর্যকে উপাসনা করা শুরু করল। ইংল্যান্ডের স্টোনহেঞ্জে এরকম একটা মন্দির পাওয়া গেছে, যেটা দেখে মনে হয়, স্থানীয় মানুষ এটা সূর্যের উপাসনা করার জন্য তৈরি করেছিল। একটা সমতল মাঠের ভেতরে অনেকগুলো লম্বা লম্বা পাথর গোল করে সুন্দর একটা জ্যামিতিক প্যাটার্নে সাজানো আছে স্টোনহেঞ্জে। বছরের বিভিন্ন মাসে পাথরগুলোর ছায়া পড়ে একটা নিখুঁত জ্যামিতিক প্যাটার্ন তৈরি করে। (তবে অনেক ঐতিহাসিক মনে করেন, স্টোনহেঞ্জ ছিল চাঁদের দেবতার মন্দির। অনেকে আবার মনে করেন, এটা কোনো ধরনের ধর্মীয় মন্দির নয়, এটা জাস্ট সূর্য কিংবা চাঁদ পর্যবেক্ষনের জন্য একটা জ্যোতির্বিজ্ঞান টাওয়ার। অনেকে মনে করেন, এটা জাস্ট সময়ের হিসেব রাখার একটা ক্যালেন্ডার।)
ইংল্যান্ডের স্টোনহেঞ্জ বাদেও ওই সময় বিশ্বের আরো নানা প্রান্তে সূর্যের পূজা করা শুরু হয়। মিশরের ফারাও-রা (ফেরাউন) অনেকগুলো দেব-দেবীর পূজা করত। কিন্তু প্রায় ২৫০০ বছর আগে ফারাও আখেনাটেন ঘোষণা করেছিলেন, সূর্যই একমাত্র দেবতা ,আমি সেই সূর্যের প্রতিনিধি, তোমরা আমাকেই পূজা করো। আখেন আটেন মানে হচ্ছে আটেন-এর (সূর্য) ক্রীতদাস। রাজা আখেন আটেন-এর নাম একটু কম পরিচিত। আখেন আটেন-এর বউ এর নাম নেফারতিতি আর ছেলের নাম তুতেন খামেন। আখেন আটেন মারা গেলে মিশরের জনগণ আবার বহু-ঈশ্বরবাদী বিশ্বাসেই ফিরে যায়। এক উপাসকের পূজা বহাল থাকল না।
আখেন আটেন-এর মৃত্যুর বহু বছর পরে মিশরের নীল নদের তীরে মূসা নামে একজন ক্রীতদাস-সর্দার এক ঈশ্বরের ধারণা নিয়ে আসলেন। তার ঈশ্বরের নাম জিহোভা। স্থানীয় প্রশাসন তাকে তার ধর্ম প্রচারে বাধা দিলে তিনি দলবল নিয়ে নীল নদ পার হয়ে ইজরাইলে এসে বসতি স্থাপন করলেন। (নীল নদ কীভাবে পার হলেন, সেটা নিয়ে অনেক মিথ আছে। প্রচলিত গল্প হচ্ছে এই যে, তিনি তাঁর হাতের অলৌকিক লাঠির সাহায্যে নদীর পানিতে আঘাত করলে নদীতে ৭ টি সেতু তৈরি হয়। মূসার লোকেরা সবাই সেই সেতু ধরে পার হয়েছিল। ধাওয়া করে আসা ফেরাউনের সৈন্যরাও সেই সেতুতে উঠেছিল পার হওয়ার জন্য। কিন্তু তারা মাঝামাঝি আসতেই সেতুগুলো ভেঙে পড়ে। সৈন্যরা সব পানিতে ডুবে মারা যায়। আরজ আলি মাতব্বর এই ঘটনার ব্যাখ্যা হিসেবে বলেছেন, সম্ভবত, মূসা নবীর লোকেরা নদী পার হয়েছেন ভাটার সময় আর ফেরাউনের সৈন্যরা ডুবে গেছে জোয়ারের পানিতে। মূসা নবী লাঠি ব্যবহার করে দেখেছিলেন, কোথায় পানির গভীরতা কম।)
সেই ইসরাইলে পরবর্তীকালে আরো অনেকগুলো ধর্ম তৈরি হল। যেমন, খ্রিষ্টান ও ইসলাম ধর্ম। এই ধর্মের অনুসারীরা বিশ্বাস করে, এদের কাছে আসমানী কিতাব এসেছিল। এই ধর্মগুলোকে একত্রে বলে সেমেটিক ধর্ম। ইসলাম, খ্রিষ্টান কিংবা ইহুদি বাদেও আরো কয়েকটা ছোটো ছোট সেমেটিক ধর্ম রয়েছে, সেগুলোও একেশ্বরবাদী এবং সেগুলোর জন্ম ইজরাইলে। যেমন, বাহাই ধর্ম।