…….. আজ থেকে সিদ্ধান্ত নিলাম সুবিধাবাদীদের মত নিজের চারপাশে রহস্যের
জাল বিছিয়ে না রেখে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করব যেমন নিজেদেরকে স্পষ্ট
করেছিল আমার আমার শিক্ষাগুরু বার্টান্ড রাসেল, আরজ আলী, আহমেদ শরীফ, আহমেদ
ছফা, আখতারুজ্জামান ইলিয়াস এবং হুমায়ুন আজাদ । ফলে তাদের শিষ্য হয়ে আমি কোন
ব্যক্তি বা গোষ্ঠীর অনুকম্পার জন্য ছলনার আশ্রয় নিতে পারি না । তারা যেমন
ফরোয়া করেন নি আমিও করব না । তাই আজ স্পষ্টই আমি ফেইসবুকে আমার আপোষমূলক
প্রোফাইল পরিবর্তন করে নিজেকে নতুন রূপে প্রকাশ করলাম । “তোরা কে কি করতে
পারিস করিস । তোদের করার সুযোগ দিলাম ।”