Saturday, August 6, 2016

দুইটি গল্প : কোন গল্পটি সত্য এবং বিশ্বাসযোগ্য, এবং কেন


দুইটি গল্প বলা হবে। গল্প দুইটি পড়ে আপনাদের বলতে হবে কোন গল্পটি সত্য এবং বিশ্বাসযোগ্য, এবং কেন?
গল্প # ১
======
জয়নাল ব্যাপারীর সাথে একটি গাধার দেখা হলে জয়নাল ব্যাপারী গাধাকে জিজ্ঞেস করল, “তোমার নাম কী?”
“আমার নাম ইয়াজিদ ইবন শিহাব” গাধাটি উত্তর দিল। গাধাটি আগে একটি ইহুদি মালিকের অধীনে ছিল। মাত্রাতিরিক্ত গাধামির কারণে মালিক গাধাটিকে ঠিক মতো খাবার দিত না এবং মারত।
জয়নাল ব্যাপারী গাধার নাম পরিবর্তন করে ইয়াফুর রাখার সিদ্ধান্ত নিলেন। তারপর তাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করলেন, “তুমি কি মাদী সঙ্গ কামনা করো?”
গাধাটি লজ্জা পেয়ে বলল, “জ্বি না ব্যাপারী সাহেব!”
তারপর থেকে জয়নাল ব্যাপারী এই গাধার পিঠে চড়ে ব্যবসা দেখাশুনা করতেন। জয়নাল ব্যাপারী কারো সাথে দেখা করতে চাইলে গাধাকে পাঠাতেন তাদের ডেকে আনতে।
জয়নাল ব্যাপারী মারা গেলে গাধাটি মনের দুঃখে একটি কুয়ার মধ্যে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা মহাপাপ এবং সেই পাপের ফলে গাধাটিকে দোজখের আগুনে পুড়তে হয়।
গল্প # ২
======
নবী মুহাম্মদের সাথে একটি গাধার দেখা হলে মুহাম্মদ গাধাকে জিজ্ঞেস করল, “তোমার নাম কী?”
“আমার নাম ইয়াজিদ ইবন শিহাব” গাধাটি উত্তর দিল। গাধাটি আগে একটি ইহুদি মালিকের অধীনে ছিল। মাত্রাতিরিক্ত গাধামির কারণে মালিক গাধাটিকে ঠিক মতো খাবার দিত না এবং মারত।
মুহাম্মদ গাধার নাম পরিবর্তন করে ইয়াফুর রাখার সিদ্ধান্ত নিলেন। তারপর তাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করলেন, “তুমি কি মাদী সঙ্গ কামনা করো?”
গাধাটি লজ্জা পেয়ে বলল, “জ্বি না নবীজি!”
তারপর থেকে মুহাম্মদ এই গাধার পিঠে চড়ে ব্যবসা দেখাশুনা করতেন। মুহাম্মদ কারো সাথে দেখা করতে চাইলে গাধাকে পাঠাতেন তাদের ডেকে আনতে।
মুহাম্মদ মারা গেলে গাধাটি মনের দুঃখে একটি কুয়ার মধ্যে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা মহাপাপ এবং সেই পাপের ফলে গাধাটিকে দোজখের আগুনে পুড়তে হয়।
==================
এবার বলুন কোন গল্পটি সত্য এবং বিশ্বাসযোগ্য, এবং কেন?