ও গুলোর কথা কেউ বললে রাগিনা। বরঞ্চ শোধরানোর চেষ্টা করি... মিথ্যা বলার চেষ্টা মোটেও করিনা। মানুষের সাথে সহজে মিশি। তাই বলে 'মূলো সবজী' না! যে এক্কেবারে সস্তা...!
₹ নতুন একজন বন্ধু না হউক, কিন্তু নতুন একজন শত্রু হবে কেনো ?
₹ যে তোমার প্রশংসা করে, তার চেয়ে বেশি মূল্যায়ন করো যে তোমার সমালোচনা করে !
₹ বাহির থেকে দেখতে অনেক কিছুই ভাললাগে। কিন্তু ভিতরে হয়তো ভালো নাও হতে পারে। তাই আপনার ভালোলাগাকে একটু সময় নিয়ে প্রকাশ করুন। সুখ পান আর না পান। অন্তত দুঃখ পাবেন না।
₹ যার মা,বাবা নেই সে এতিম। কিন্তু তারচেয়ে বড় এতিম সে,
যার জীবনে ভালো একজন বন্ধু নেই !
₹ জীবনে হাজার রকমের স্টাইল থাকে। আমার মতে তার মধ্যে সব চেয়ে বড় স্টাইল হলো "কথা দিয়ে কথা রাখা"।
₹ আমরা তখন খুব ভালো বিচারক, যখন আমরা নিজে কোন ভুল করি, আর তখন খুব ভালো আইনজীবী, যখন অন্য কেউ
ভুল করে।
₹ চলে যেতে চাইলে যাও, কিন্তু যাওয়ার আগে বলে যেও। যাতে করে আমি তোমার জন্য অপেক্ষা করে আমার মূল্যবান
সময় নষ্ট করতে না হয়।
₹ বিশ্বাস হইলো ডিমের মতো। একবার ভাঙলেই শেষ...!
₹ যার পেটে কথা হজম হয়না তারে গোপন
কথা বলার চেয়ে ভালো পোস্টার ছাপিয়ে দেয়ালে দেয়ালে লাগিয়ে দেওয়া...!
₹ সব হারানোর মাঝেই কিছুকিছু পাওয়া থাকে। প্রকৃত হতভাগা সে, যে কিছু হারিয়েও বুঝলোনা সে কি পেয়েছে ...!
₹ মানুষের হাসিটি এমন হওয়া উচিত্, যে হাসি দেখার জন্য কেউ না কেউ রাত - দিন - সপ্তাহ - মাস - বছর অপেক্ষা করে! এমন হওয়া উচিৎ না! যে হাঁসি দেখে কেউ না কেউ বলে ফেলে "এতো হাঁসো কেনো?"
₹ সবার হৃদয়ের ভালোবাসার জায়গায় থাকতে হবে এমন কোন কথা নেই। ঘৃনা বিরক্তিতেও থাকা যায় বরঞ্চ ওটাই আমার পছন্দ। কারন মানুষ প্রতিদিন প্রতিমুহুর্তে বন্ধুর চেয়ে শত্রুকে বেশি ভাবে।