Saturday, October 10, 2015

“বাকের ভাইয়ের কিছু হলে/জ্বলবে আগুন ঘরে ঘরে” !


তোমরা আজ হিন্দী সিরিয়াল নিয়ে ঘুম হারাম করোআমাদের দেশে আমাদের সিরিয়াল নিয়ে রাস্তায়মিছিল হতো,হুমায়ুন আহমদের রচনা নিয়ে সুবর্ণা মোস্তফা ,আসাদুজ্জামাননূর, আবদুল কাদের, মাহফুজ আহমেদ ,আফসানা মিমি , হুমায়ূন ফরিদী,মোজাম্মেল হোসেন , সালেহআহমেদ , আবুল খায়ের , নাজমাআনোয়ার , শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে'কোথাও কেউ নেই' নামে ১৯৯০ সালে বিটিভিতেএকটি সিরিয়াল প্রচার করা হতোসেই সিরিয়ালের একটি চরিত্র ছিল বাকের ভাই, সেইবাকের ভাইয়ের প্রেমে পড়েছিল দেশবাসী,সিরিয়ালে বাকের ভাইয়ের ফাঁসির দন্ড হলে ঢাকাবাসীসহ দেশবাসী রাস্তায় নেমে মিছিল শুরু করেছিল,“বাকের ভাইয়ের কিছু হলে/জ্বলবে আগুন ঘরেঘরে” !ভাষার জন্য যে জাতী আন্দোলন করতে পারেসে জাতী একটি সিরিয়ালের একটি চরিত্রের জন্যআন্দোলন করবে না কেন? আমাদের রয়েছেবুক ভরা ভালবাসা, সুযোগ পেলে কল্পনাকে ওভালবাসতে জানি আমরা.....তোমরা তো আজ সালমান/শাহরুখ বলে বলে পাগলআমাদের ও ছিল সালমান শাহ, নায়ক রাজ রাজ্জাক, শাবানা,আলমগীর,ববিতা!এক সালমান শাহ'র ৯২-৯৬ এই চার বছরে সাতাশটি ছবিরমধ্যে সাতাশটিই সুপার ডুপার হিট হয়েছিল, তার মৃত্যুতেঅনেক ভক্ত অনুরক্ত আত্মহত্যা পর্যন্ত করেছিল!তোমরা আজ ছাত্র রাজনীতি করে কলঙ্কিত কিন্তুতোমাদের মত ছাত্র রাজনীতি করে বায়ান্না,ছিষট্টি,ঊনসত্তর, একাত্তর, নব্বইয়ে দেশ উদ্ধারকরেছিল ছাত্ররা,আজ কেন তবে চারদিকে শূন্য হাহাকার! আজ কেনসৃষ্টির তান্ডবলীলা জেগে উঠে না, আজ কেনতোমরা ব্রিটিশ রাণীর মাথার মুকুট 'কহিনূর' এর দিকেঅপলক চেয়ে থাকো, ওটা তো আমাদের ছিল লুটহয়েছে!তবে সব হারিয়ে আজ কেন আমাদের নিঃস্ব, রিক্ত,হতাশায় নিদ্রাযাপন? এভাবে আর কত যুগ! মনেরেখো, তোমার হাতে অর্জিত হবে আবারোউদ্ধার যুগ, তোমাতে রয়েছে সেই শক্তিদেশের সর্বসুখ ৷