☞ পতিতালয়কে নয়, যে পতিতা; তাকে সবাই ঘৃণা করে !
.
☞ সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে
কিন্তু সে একবার ভাবে না যে" যৌবনে কি আমি
কোন মেয়ের সতিত্ব নষ্ট করিনি?"
.
☞ মেয়েরা চায় তার স্বামী শুধু তাকেই সময়
দিবে কিন্তু তারা একবারো ভাবে না যে,
"অন্য ছেলেদের সাথে আমি সময় নষ্ট করিনি ?"
.
☞ "খুন" না, সবাই ভয় পায় খুনীকে !
.
☞ মাদক দ্রব্যকে না, সবাই দুরে সরিয়ে রাখে মাদকসেবীকে !
.
☞ সব ছেলেরাই চায় তার নিজের বোনের সাথে যেন কেউ প্রতারণা না করে! কিন্তু অন্যদিকে সে নিজেই মেতে থাকে চাঁর পাঁচজন মেয়ের সাথে ভালবাসার নামে মিথ্যে খেলায় ! (সবাই এক নয়; কেউ কেউ)
.
☞ ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যে
সকল মানুষ এই আবর্জনা পরিষ্কার করে তাদের সবাই ঘৃনা করে ! এটিই বাস্তব ! এটিই সত্যি !
এ কথাটি আমার আপনার এবং পুরো সমাজের সবার উদ্দেশ্যে বলা । তবে-
একটি কথা মনে রাখবেন আপনি যা করবেন
তার ফল আপনাকে একদিন না একদিন ভোগ
করতেই হবে । এটিই দুনিয়ার নিয়ম।