Sunday, October 11, 2015

উচ্চশিক্ষার লেখচিত্র নিম্নগামী!


♦একজন শিক্ষার্থী স্কুল কলেজ পাশ করতে সাধারণ জ্ঞানে যতটা পারদর্শী থাকে বিসিএস দেয়ার আগে ততটা থাকে না। কারণ সে সময়ে সে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কারিকুলাম তাকে অনেকক্ষেত্রে বেকার হবার জন্য যোগ্য করে তোলে।

♦এক সময় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, ক্লাসে সুন্দরভাবে পড়াতেন। এরপর পিএইচডি করতে বিদেশ গিয়ে শুধু শুধু কি সব জ্ঞান অর্জন করেন বুঝিনা। ৩-৫ বছর পর দেশে এসে আর আগের মত পড়াতে পারেন না। তাহলে এক্ষেত্রেও লেখরেখাটি নিম্নগামী হল। (ব্যতিক্রম থাকতেই পারে)।