Friday, September 11, 2015

শরীরী পবিত্রতা---

প্রায়শই মনে হয় তোমার পবিত্রতাকে স্পর্ষ করি, শরীরে মেখে জোছনায় স্নান করি।
তোমার আত্মার মধ্যে যে শরীর তার পবিত্রতা তোমার অধর শিশিরে।
মাঝে মাঝে ইচ্ছে করে সেই শিশিরে জ্বেলে দেই যৌবনের অগ্নিশিখা।
অত:পর সে পবিত্র হবে, সে পবিত্র হবে, সে আরও পবিত্র হবে।
তোমার চাহনীতে কামনার যে পবিত্রতা তার প্রতিকৃতিকে ফ্রেমে বাঁধি।
সেই ফ্রেম সচকিত আত্মাকে নিবিষ্ট করে, গভীর আদি খেলায় মত্ত থাকে-
উন্মত্ততায় সে যেন নিবৃত্ত না হয়, তার সমাপণী হোক ভালবাসার সুগভীর শুদ্ধতায়।
অত:পর সে পবিত্র হবে, সে পবিত্র হবে, সে আরও পবিত্র হবে।
তোমার বুকের গন্ধে যে পবিত্রতা তা পূর্ণিমার সুগন্ধি আলোয় অবলোকন করি।
সে আলোর বিকির্ণ প্রভা আমার জাগতিকতায় স্বস্তি আনে, সুখ আনে;
সেই স্বস্তি, সেই সুখ সমৃদ্ধ হয় শরীরী সুখের অদৃশ্য পবিত্রতায়।
অত:পর সে পবিত্র হবে, সে পবিত্র হবে, সে আরও পবিত্র হবে।
তোমার উরুতে, তোমার শরীরে যে পবিত্রতা তাকে আলিঙ্গন করি
সে আলিঙ্গনকে উপলব্ধি করি আমার সমস্ত শরীরের স্পর্শ দিয়ে।
সেই আলিঙ্গণের পূণ্যতাবোধ আমাকে ভালবাসতে শেখায়
অত:পর সে পবিত্র হবে, সে পবিত্র হবে, সে আরও পবিত্র হবে।
শত পবিত্রতায় তোমার সমস্ত শরীরকে দগ্ধ করি,
বিবস্ত্র করি, কলুষ মুক্ত করি, তোমাকে পবিত্রতর করি।
নচেৎ
সে জ্বলবে, সে জ্বালাবে, সে মরবে, সে মারবে।
সে হারবে না, সে হারাবে, সে অবদমিত হবে না, সে দমন করবে।
অত:পর তুমি পবিত্র হও, পবিত্র হও, তুমি পবিত্র হও।