Friday, September 11, 2015

ঈশ্বরের ছবি---

তুমি কখনও ভদ্রপল্লীর বৈঠকখানায় বসে বিস্তর পূণ্যের পসরা সাজাওনি।
আবার কখনও ইতর পল্লীর ছিদ্র ছাউনিতে অভিসপ্ত বৃষ্টির ফোটা বিকীর্ণ করনি।
তোমার অবস্থান সহ-অবস্থান,
তুমি বৈঠক-খানায়ও নেই,
তুমি ছিদ্র ছাউনিতেও নেই।
তোমাকে সৃষ্টি করা হয়েছে স্রষ্টা হিসাবে,
তুমি সৃষ্টির স্রষ্টা, তুমি স্রষ্টা নও।
সকল অস্বস্তিতে তোমার অস্তিত্ত্ব,
তোমার অস্তিত্ত্ব অস্বস্তির নয়।
তোমার অস্তিত্ত্ব নামপদে নয়,
তোমার অস্তিত্ত্ব বিশেষণে।
কেউ তোমাকে ঈশ্বর রূপে,
কেউ তোমাকে ব্রহ্মা রূপে,
কেউ তোমাকে বিধি রূপে সৃষ্টি করেছে।
তুমি মুসলিম সৃষ্টি করনি,
তুমি হিন্দু সৃষ্টি করনি,
তৃমি খ্রিস্টান সৃষ্টি করনি।
সকলে তোমাকে,
তার মত করে,
তোমাকে সৃষ্টি করেছে।
তুমি কারওর নও,
সকলেই তোমার।
তুমি নিরাকার নও,
সব আকারই তোমার আকার।
তোমার কোন আসন নেই,
তোমার কোন বসন নেই।
সকল বসনই তোমার আসন
সকল আসনই তোমার বসন।
সকল নাশে তোমার বিনাশ,
সকল সৃষ্টিতে তোমার সৃষ্টি।
তুমি অসুখ সৃষ্টি করনি,
তৃমি নরক সৃষ্টি করনি।
সুখ তোমার সৃষ্টি,
স্বর্গ তোমার সৃষ্টি,
তুমি সকল গুণের,
তুমি সকল সুখের।
তুমি সকল আশার,
তুমি সকল ভালবাসার।