Saturday, September 12, 2015

কয়েকবছর আগে অসীম কে কিভাবে feel করা হয় সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম...

আসলে আমি না তখণ বোকা ছিলাম, তাই বুঝিনি অসীম আর সম্ভাব্যতা জিনিস দুটো একই.. আসলেই তাই! তুমি হাতুড়ি দিয়ে মাথায় কিচ্ছুক্ষণ বাড়ি মেরে দেখতে থাকো, তুমিও ব্যাপারটি ধরতে পারবে... সাধারণত আমরা কোনোকিছুর সম্ভাব্যতাকে ১ এর ভেতরেই আবদ্ধ রাখি.. মানে Probability-র মান কখনোই ১ এর বেশি হয় না.. ধরো তুমি দুটো মেয়ের মধ্যে যেকোনো একজনকে বিয়ে করতে চাও, তাহলে প্রতি জনকে বিয়ে করার সম্ভাবনা হাফ %, মানে ০.৫.. দুটো হাফ যোগ করলেই তো ০.৫+০.৫=১ হয়ে যায় তাই নাহ!! মানে তোমাকে "১টা" বিয়ে করতেই হবে, তুমি দুজনকে আলাদাভাবে দুবার বিয়ে করতে পারবে না, তাহলে তো যেকোনো ১ জনকে আর বিয়ে করার সম্ভাবনাই রইলো না তোমার... এবার বলো তো এখানে অসীম জিনিসটা আসে কি করে...  
Let's start, OK? 
মনে করো-- তুমি ০.৫% সম্ভাবনায় প্রিয়াকে বিয়ে করছো (আমার এককালের ড্রিমগার্ল ছিলো আরকি এখন প্রিয়া রাজি তো আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করতে...  রাজি হতেও পারে নাও পারে (ডাবল সম্ভাবনা).. প্রিয়া রাজি হলো, কিন্তু তুমি তো রাজি থাকিতেও পারো, আবার নাও পারো(আবারো ডাবল সম্ভাবনা).. তুমি যদি রাজিও থাকো তবে তোমার বাবা-মা-ফ্যামিলি রাজি থাকতেও পারে নাও পারে(পুনরায় ডাবল).. যদি তোমার ফ্যামিলি রাজি থাকেও তবে তোমার বিয়ের দিন তুমি এক্সিডেন্টে মরে যেতেও পারো আবার নাও পারো(আবারো ডাবল সম্ভাবনা).. যদি মরে না যাও তবে বিয়ের পীড়িতে তোমার বউ প্রিয়াও এক্সিডেন্টে মরে যেতেও পারে নাও পারে (বাংলা সিনেমা আরকি, এটাও ডাবল)..
তোমার কথা তো গেলো, যদি প্রিয়ার কথা বিবেচনা করি...
প্রিয়া তো রাজি তোমার মত ছেলের ঘাড়ে চড়তে... এখন প্রিয়ার বান্ধবীরা যদি ফুসলায় "ওকে বিয়ে করিস না, ছেলেটা কিপটা" তাহলে প্রিয়া তোমাকে বিয়ে নাও করতে পারে আবার করতেও পারে.. আবার প্রিয়ার ওই বান্ধবীরা তাকে ফুসলাতেও পারে আবার নাও পারে..! আবার প্রিয়ার ওই বান্ধবী গুলো এইজন্মে থাকতেও পারে আবার নাও পারে.. প্রিয়া রাজি হলে পরে মত পাল্টাতেও পারে আবার নাও পারে.. বিয়ে ঠিক হবার পর প্রিয়া আরেকজনের প্রেমে পড়তেও পারে আবার নাও পারে..! এবারো প্রিয়া বিয়ে করছে দেখে তার নতুন প্রেমিকা তাকে মেরে ফেলতেও পারে আবার নাও পারে...
প্রিয়া মামনির এত্ত এত্ত Probability গুলো ধীরে ধীরে বাড়ছেই... ওদিকে তোমারগুলোও কিন্তু বাড়ছে.. আর যতই সম্ভাবনা বাড়ছে ততই এগুলো ভাগ হচ্ছে ভগ্নাংশে... যেগুলোকে যোগ করলে ফল একটাই আসবে, মানে ১... (বিবাহ হবে কি না)
এভাবে মানুষের জীবনে প্রতিটি ঘটনার সম্ভাব্যতাকে যদি বিবেচনা করি তাহলে সেটি সত্যি অসীম হয়ে দাড়াবে.. এটাও একধরনের feel করা অসীম, যেগুলো আমাদের সমাজে মিশে আছে...
তাইলে কোন কারনে তুই পাঠ্যবইয়ে খালি অসীম জিনিসটি নিয়ে ঘাটাঘাটি করছ...  

অসীম সম্ভাব্যতা মাথায় রেখে বিয়ে কর ব্যাটা.. তুইও একদিন অসীম সংখ্যক সন্তানের বাপ হবি...