Friday, September 11, 2015

লিমেরিক-০১ ও ০২

বর্ষাকাল
ব্যাঙ ডাকে ঝিঁঝিঁ ডাকে এখন বর্ষাকাল
যখন তখন বৃষ্টি নামে থৈথৈ জল।
মেঘ ডেকেছে ঈষাণ কোণে,
ভয় ধরেছে মায়ের মনে।
মাছ ধরতে গেছে খোকা ফিরবে কখন বল।
বায়না
খুকি আমার বায়না করে শিখবে নাচা-গানা
ধমক দিয়ে দাদু বলে ধর্মে ওসব মানা।
মিথ্যা বল, ঘুষ খাও,
যৌতুকটি তা নাও।
দ্বৈত নিয়ম চর্চা কেন না আছে মোর জানা।