গতির সঙ্গে সময়ের সম্পর্ক!
যে যতো জোরে ছুটবে, তার সময় ততো ধীরে বইবে।
কেউ যদি ছুটতে পারে আলোর বেগে, তার বেলায় সময় যাবে থেমে। অর্থাৎ কেউ যদি ৩০০০ সালের পৃথিবীতে দেখতে চান। আলোর ১০০% গতিতে এখন থেকে ৫০০ আলোকবর্ষ দূরের কোনও তারার কাছে গিয়ে ফিরে আসুন, যাতায়াতে সময় লাগবে ১০ বছর।
কিন্তু, পৃথিবীতে ততদিনে কেটে যাবে ১,০০০ বছর। জোরে যাবার কারনে ঐ স্পেস শ্যাটলে সময় অনেক ধীর গতিতে যাবে।
ফ্যাক্ট অর ফ্যান্টাসি যেটিই বলুন আমি টাইম মেশিনের স্বপ্ন দেখি...!
যে যতো জোরে ছুটবে, তার সময় ততো ধীরে বইবে।
কেউ যদি ছুটতে পারে আলোর বেগে, তার বেলায় সময় যাবে থেমে। অর্থাৎ কেউ যদি ৩০০০ সালের পৃথিবীতে দেখতে চান। আলোর ১০০% গতিতে এখন থেকে ৫০০ আলোকবর্ষ দূরের কোনও তারার কাছে গিয়ে ফিরে আসুন, যাতায়াতে সময় লাগবে ১০ বছর।
কিন্তু, পৃথিবীতে ততদিনে কেটে যাবে ১,০০০ বছর। জোরে যাবার কারনে ঐ স্পেস শ্যাটলে সময় অনেক ধীর গতিতে যাবে।
ফ্যাক্ট অর ফ্যান্টাসি যেটিই বলুন আমি টাইম মেশিনের স্বপ্ন দেখি...!