বোদরাম সাগরের বালুতটে
তুই কিসের অপেক্ষায়
মায়ের কোল দিয়েছে তোকে নরম বালুরাশি
সমুদ্রের সস্নেহ ঢেউ ধুইয়ে দিচ্ছে তোকে
তুই তো খুঁজেছিলি নিশ্চিন্ত আশ্রয়
সিরিয়ার উদ্বাস্তু বাবা মায়ের সাথে।
ইজিয়ান সাগরের উপকূলে
ছোট্ট শরীর আভূমি নত
হারিয়ে যাওয়া বাপ আমার
নিথর শরীরে কাকে খুঁজছিস
মানবতা ধুয়ে গেছে অনেক আগেই
উদ্বাস্তুদের কোন বাসভূমি নেই।
তবুও ওরা চেয়েছিল ঠিকানা
এই পৃথিবীর নীল আকাশটার নীচে
বুকে আশা নিয়ে সাগরে দিয়েছিল পাড়ি
শ্বাস নিতে চেয়েছিল নিশ্চিন্তে নিরুপদ্রবে
সবাই একসাথে।
এখন তোর ছোট্ট নীরব শরীর
মায়ের কোলের চেয়েও নিরাপদ আশ্রয়ে
ঐ শরীরী আবেদনে ঘুম ভেঙ্গেছে আমাদের
মরে যাওয়া মানবতা চোখ মেলেছে আবার
তোর দিকে চেয়ে।