এই গরীব দেশে আর কিছু থাকুক বা নাই থাকুক, জাত ভাইদের ফুটানি ভালই আছে ।
যার দুই টাকা আছে সে তিনটাকা খরচ কইরা একটাকা ওয়ালারে বুঝাবে "ব্যাটা তুই আমার লেভেলের না। না কখনও ছিলি ; না কখনও হবি।"... আর যার একটাকা আছে সে পঞ্চাশ পয়সা ওয়ালারে ...এ দেশে বিত্তবানদের নোংরা বিত্তবৈভবের প্রদর্শনী আসলেই খুব উত্কট ।
আপনার লেটেস্ট মডেলের গাড়ি আছে বুঝলাম, কিন্তু ভাই লেটেস্ট মডেলের রাস্তা কই ? একটু দূরে গাড়ীটা থামিয়ে বাচ্চাদের ২/ ৩ মিনিটের পথ হাঁটিয়ে স্কুলের ভীতর ঢুকালে কি সমস্যা ? তাতে যে যানজট টা কমে আর কমে অন্যদের ভোগান্তি। কিন্তু বাস্তবতা হচ্ছে , পারলে আপনি একবারে ক্লাসরুমের ভীতর গাড়ি ঢুকিয়ে বাচ্চা নামাতে পারলে যেন হাফ ছেঁড়ে বাঁচেন। এমন ভাব, এই রাস্তার পদধূলিতে আপনার ওভাল্টিন ডিজুস বাচ্চা নামলেই জীবানুক্রান্ত হবে ।
যার দুই টাকা আছে সে তিনটাকা খরচ কইরা একটাকা ওয়ালারে বুঝাবে "ব্যাটা তুই আমার লেভেলের না। না কখনও ছিলি ; না কখনও হবি।"... আর যার একটাকা আছে সে পঞ্চাশ পয়সা ওয়ালারে ...এ দেশে বিত্তবানদের নোংরা বিত্তবৈভবের প্রদর্শনী আসলেই খুব উত্কট ।
আপনার লেটেস্ট মডেলের গাড়ি আছে বুঝলাম, কিন্তু ভাই লেটেস্ট মডেলের রাস্তা কই ? একটু দূরে গাড়ীটা থামিয়ে বাচ্চাদের ২/ ৩ মিনিটের পথ হাঁটিয়ে স্কুলের ভীতর ঢুকালে কি সমস্যা ? তাতে যে যানজট টা কমে আর কমে অন্যদের ভোগান্তি। কিন্তু বাস্তবতা হচ্ছে , পারলে আপনি একবারে ক্লাসরুমের ভীতর গাড়ি ঢুকিয়ে বাচ্চা নামাতে পারলে যেন হাফ ছেঁড়ে বাঁচেন। এমন ভাব, এই রাস্তার পদধূলিতে আপনার ওভাল্টিন ডিজুস বাচ্চা নামলেই জীবানুক্রান্ত হবে ।
অভিভাবক দিবসে এক উদ্বিগ্ন মালদার অভিভাবক স্কুল ম্যানেজমেন্টকে অভিযোগ
জানালেন, আপনাদের স্কুলের আউটডোর গেমস এত বেশী কেন? ম্যানেজমেন্ট একটু অবাক
হয়েই বললেন "তাতে অসুবিধা কি? আউটডোর এক্টিভিটিস্ তো বাচ্চাদের মানসিক
বিকাশকেই ত্বরান্বিত করে!
বাবা মা দুজনেই মাথা নাড়িয়ে বললেল" তা না হয় বুঝলাম; কিন্তু আপনাদের আউটডোরে তো এসি নেই! "
হুম্ম ম্মম কি বুঝলেন? আই থিঙ্ক, দিস ইজ কলড ''আলগা ফুটানি '।
এই গরীব দেশে আপনি ছাপ্পড় ফাইড়া মাল কামাই করছেন, তাই বাচ্চাকে অর্থ বিত্ত আর আরাম আয়েশের কাঁচের জারে বড় করছেন । বাংলাদেশে থাইকা তারে ভার্চুয়াল আমেরিকায় রাখছেন!
ভাল কথা!! কিন্তু! এই বাচ্চা বড় হয়ে আপনার বৃষ্টির দিনে কি আপনার জন্য ছাতা ধরবে? মনে হয় না?
কেননা আপনি যে তাকে আমিময় জগতে বড় করে দিনে দিনে মানসিক আর নৈতিক ভাবে পঙ্গু করছেন।
নচিকেতার সুরেই বলিঃ-
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
নানান রক্ম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম, একমাত্র আমি,
ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম।
বাবা মা দুজনেই মাথা নাড়িয়ে বললেল" তা না হয় বুঝলাম; কিন্তু আপনাদের আউটডোরে তো এসি নেই! "
হুম্ম ম্মম কি বুঝলেন? আই থিঙ্ক, দিস ইজ কলড ''আলগা ফুটানি '।
এই গরীব দেশে আপনি ছাপ্পড় ফাইড়া মাল কামাই করছেন, তাই বাচ্চাকে অর্থ বিত্ত আর আরাম আয়েশের কাঁচের জারে বড় করছেন । বাংলাদেশে থাইকা তারে ভার্চুয়াল আমেরিকায় রাখছেন!
ভাল কথা!! কিন্তু! এই বাচ্চা বড় হয়ে আপনার বৃষ্টির দিনে কি আপনার জন্য ছাতা ধরবে? মনে হয় না?
কেননা আপনি যে তাকে আমিময় জগতে বড় করে দিনে দিনে মানসিক আর নৈতিক ভাবে পঙ্গু করছেন।
নচিকেতার সুরেই বলিঃ-
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
নানান রক্ম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম, একমাত্র আমি,
ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম।