Monday, September 7, 2015

''গত এক বছরে প্রায় ১৮,০০০ নারী ধর্ষিত হয়েছে''!---

বাংলাদেশ সামনের দিকে খুব জোরে সোরে আগাচ্ছে ঠিক না।
"আগেই বলে নিচ্ছি, আমি ''আওয়ামীলীগ/বিএনপি/শিবির'' কোন দলকেই উদ্দেশ্যে করে বলছি না।"
কেউ ই কিচ্ছু করতে পারবে না। যদি না আমরা ব্যাক্তি রা না পাল্টাই। হ্যাঁ তবে, আওয়ামীলীগ যেহেতু টানা ২ মেয়াদী সরকারের দায়িত্বে আছে, সেহেতু তারা ইচ্ছা করলেই আরও ভালো কিছু করতে পারতো। আই মিন, ধর্ষক দের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যাবস্থা করে, যেন দেশ থেকে ধর্ষক এর সংখ্যা কমে যায়। এদিক থেকে আওয়ামীলীগ কিছুটা ব্যার্থ কন্ট্রোল, না করতে পেরে।
তাহলে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে?
ধরেন দেশে যে হারে ধর্ষক এর সংখ্যা বাড়ছে, কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ সেটা বুঝার অপেক্ষা থাকে না।
আপনি দেখেন, যারা ধর্ষিতা হচ্ছে পত্রিকাগুলোতে তাদের ছবি ছাপিয়ে তাদেরকে ফেমাস করে দেওয়া হচ্ছে, সামাজিক সম্মান বলতে তাদের কিছুই থাকে না। আর যারা ধর্ষক, তাদের বড় জোর এ্যরেস্ট করা হলেও কয়েকমাস জেলের ডাল-ভাত খাওয়াইয়া ছাইড়া দেয়। তো লাভ টা কি?
সরকার টাকা খরচ করে ধর্ষক দের বিনোদন দিচ্ছে, কি দরকার এতো আদর সোহাগ করার।
আমার দৃষ্টিতে এই ধর্ষক দের পাবলিক প্লেসে সবার সামনে জাস্ট ''ব্রাশ ফায়ার'' করে দেওয়া।
এভাবে ২০/২৫ টা রায় কার্যকর হলে কেউ আর এইদিকে আগানোর ও চিন্তা মাথায় আনবে না। যখন প্রমাণ পাবেন সে ধর্ষক, তখন ই রায় কার্যকর করেন, দেখবেন সব ঠিক।

"গারো তরুণী ধর্ষিত হয়েছে, সে প্রসঙ্গে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। কিন্তু প্রতিদিন যে হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে তার কোন হিসাব নাই। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, যেন আইনের উর্ধে কেউ ই না যেতে পারে। আর যেন বাংলাদেশ টা ভারতে রূপ না নেয়, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, অনেক সুন্দর, অনেক ভাত্রিত্তের, আর মানবতার।