এই সেই বাংলাদেশ যেখানে একটি নবজাতকের মৃত্যু হয় বাথরুমে।
এটা সেই বাংলাদেশ যেখানে মায়ের সন্তান প্রসব করতে হয় বাথরুমে।
এটা সেই বাংলাদেশ যেখানে যেখানে "হামিদা আক্তার" নামের মায়েরা ছুটি না পেয়ে বাথরুমে সন্তান প্রসব করেন।
এই সেই বাংলাদেশ যেখানে মানব সম্পদ বিভাগের "মোহাম্মদ কামাল মিয়া'র" মতো লোকেরা সন্তান হারা মায়ের চিকিৎসার দায় নেয় সবকিছুর পরে।
এটা সেই বাংলাদেশ যেখানে এতকিছুর পরেও আশ্বাস দেওয়া হয়, যদি প্রমানীত হয় তবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
এটা সেই বাংলাদেশ যেখানে এমন দিনেও "মা দিবস" পালন করা হয়।
এটা সেই বাংলাদেশ যেখানে এসব জানাজানি হওয়ার পরে লোক দেখানো কমিটি গঠন করা হয়।
আহাঃ আমিও বাংলাদেশী! আমার মধ্যেও বাংলাদেশ! আমিও বাংলাদেশের!
বড়ো ঘৃনাময় আনন্দ হয় আমার।
এটা সেই বাংলাদেশ যেখানে মায়ের সন্তান প্রসব করতে হয় বাথরুমে।
এটা সেই বাংলাদেশ যেখানে যেখানে "হামিদা আক্তার" নামের মায়েরা ছুটি না পেয়ে বাথরুমে সন্তান প্রসব করেন।
এই সেই বাংলাদেশ যেখানে মানব সম্পদ বিভাগের "মোহাম্মদ কামাল মিয়া'র" মতো লোকেরা সন্তান হারা মায়ের চিকিৎসার দায় নেয় সবকিছুর পরে।
এটা সেই বাংলাদেশ যেখানে এতকিছুর পরেও আশ্বাস দেওয়া হয়, যদি প্রমানীত হয় তবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
এটা সেই বাংলাদেশ যেখানে এমন দিনেও "মা দিবস" পালন করা হয়।
এটা সেই বাংলাদেশ যেখানে এসব জানাজানি হওয়ার পরে লোক দেখানো কমিটি গঠন করা হয়।
আহাঃ আমিও বাংলাদেশী! আমার মধ্যেও বাংলাদেশ! আমিও বাংলাদেশের!
বড়ো ঘৃনাময় আনন্দ হয় আমার।