Wednesday, September 9, 2015

বিজ্ঞান বলেঃ-

মদ, হেরোইন, চরস ইত্যাদি ধরনের ড্রাগে আসক্ত মানুষ যে ধরনের রাসায়নিক প্রক্রিয়ার কবলে পড়ে;
প্রেমে পড়া মানুষও সেই একই ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ে ।
বিজ্ঞানের ভাষায়, প্রেম হলো আমাদের মনের একধরনের রাসায়নিক অবস্থা । যার জন্য একাধারে দায়ী আমাদের Gene এবং আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার প্রক্রিয়া, অর্থাৎ আমরা কিভাবে লালিত পালিত হয়েছি । এবং এই প্রেম অত্যন্ত জরুরী আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ।
প্রকৃত প্রেম আমাদের উল্লসিত করে, অনুপ্রানিত করে । প্রেমের কারণে মানুষ এমণ অনেক কিছু করে ফেলে বা করতে পারে (অবশ্যই গঠনমূলক কোনো কিছু), যা সাধারণ ভাবে মানুষ করেনা বা করতে পারেনা । এই বিরল অনুভূতিই মানুষকে আলাদা করেছে সৃষ্টিজগতের অন্যান্য প্রাণী থেকে । তবে আলাদা হোক বা যাই হোক না কেন, শরীর জুড়ে এই যে "রাসায়নিক ঝড়" ( বা মুন্নাভাই M.B.B.S এর ভাষায় "কেমিক্যাল লোচা") এর আসল উদ্দেশ্য সেই একই - প্রজাতির সৃষ্টি নিশ্চিত করা । প্রেমের ফলে শরীর জুড়ে রাসায়নিকের যে দাপাদাপি চলে তারাই আমাদের অনুপ্রানিত করে পরিবার তৈরী করতে; চাহিদা তৈরী করে প্রজন্ম নেবার | এরপর যেই প্রজন্ম জন্ম নেয়; এইসব chemical-ই তখণ আমাদের উদ্বুদ্ধ করে প্রজন্মদের নিয়ে একসাথে থাকার; উদ্দেশ্য সেই একই - প্রজাতির সৃষ্টি যেন চলতে থাকে ।
পৃথিবীর বিভিন্ন জায়গায় সামাজিক রীতিনীতি আলাদা হবার কারণে প্রেম, ভালবাসার প্রকাশ আলাদা হয় । আলাদা হয় পরিবারের গঠন, বন্ধনের প্রকৃতি । কিন্তু সবার শরীরে এর জোয়ার-ভাঁটার টান অনিবার্য...