আমরা সধারণত কথা বলি । কথা বলা শুধুই
মনুষ্যজাতির বৈশিষ্ট । আর এই কথা বলার বিপরীত অবস্থান যাকে বলা হয় "মৌনতা"
এক অপূর্ব শক্তি। মৌনতাকে বলা হয়
পরিশ্রমবিহীন ইবাদাত, প্রাচীরবিহীন দূর্গ, রাজত্ববিহীন প্রভাব।
মৌনতা নিজেই এক বিপ্লবী শক্তি, মনোরাজ্যে র
সকল বিপ্লব সম্পন্ন হয়েছে এই মৌনতার মাধ্যমে । আপনি চাইলেই এই মৌনতার
স্বাদ কে উপভোগ করতে পারবেন না! এজন্য দরকার দৃঢ়তার সাথে চেষ্টা করা ।
প্রথমতো হয়তো বিরক্তি আর একঘুয়েমি পেয়ে বসতে পারে , তারপরও চেষ্টা করুণ এই
মৌনতার পথে চলে চলে এর স্বাদ উপভোগের । কথার শক্তি আছে কিন্ত তার চেয়ে বড়
শক্তি লুক্কায়িত মৌনতার মধ্যে । মনোজগৎকে যদি তুলনা করি একটি সাগরের সাথে
তাহলে দেখা যাবে উপরিভাগে কোলাহল আর অহেতুক ঢেউয়ের প্রকটতা , আর তার গভীরেই
থাকে মুক্তার মতো দামী জিনিসের সমাহার ।
মুনির সফলতার মূলে এই মৌনতা , হেরা গুহায় মোহাম্মদ (সাঃ) এই মৌন সাধনাতেই সিদ্ধ হয়েছিলেন ।
এ ছাড়াও মৌনতার পথে চলতে পারলে সমাজে আপনি না চাইতেই পেয়ে যাবেন প্রভাব, আর সবার কাছে অগাধ গ্রহনযোগ্যতা । তাই আসুন সুযোগ পেলে ডুবে যাই মৌনতায়...
পরিশ্রমবিহীন ইবাদাত, প্রাচীরবিহীন দূর্গ, রাজত্ববিহীন প্রভাব।
মৌনতা নিজেই এক বিপ্লবী শক্তি, মনোরাজ্যে
মুনির সফলতার মূলে এই মৌনতা , হেরা গুহায় মোহাম্মদ (সাঃ) এই মৌন সাধনাতেই সিদ্ধ হয়েছিলেন ।
এ ছাড়াও মৌনতার পথে চলতে পারলে সমাজে আপনি না চাইতেই পেয়ে যাবেন প্রভাব, আর সবার কাছে অগাধ গ্রহনযোগ্যতা । তাই আসুন সুযোগ পেলে ডুবে যাই মৌনতায়...