পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিসটির নাম বোধ হয় "সম্পর্ক"
আর সবচেয়ে কঠিন কাজটি অভিকর্ষ শক্তির বীরুদ্ধে তা ধরে রাখা!
সবচেয়ে বায়ুবীয় জিনিশটি কি জানেন? সেটিও বোধহয়
"সম্পর্ক" আর গুরু দায়িত্ব হলো সেটিতে আকার দেয়া।
ন্যাংটা মানব শিশুর ক্রন্দন স্তব্ধ হয় সম্পর্কের ছোঁয়ায়। আবার
বিদায়ী মানব চোঁখ অশ্রু সিক্ত হয় সম্পর্কের মায়ায়।
সম্পর্ক বহমান নদীর মতো! দিবা-রাত্রি, জোঁয়ার-ভাঁটার
খেলা হয় সেখানে। এটিই সম্পর্কের বৈচিত্র্য।
কিন্তু সভ্যতার চাপে সম্পর্কগুলো কেমন যেন স্বার্থের খাঁচায়
বন্দি হয়ে যাচ্ছে। আধুনিকতার থাবায় ক্রমশ ছিঁড়ে যাচ্ছে মানুষের বাচার আদিমতম এ
মাধ্যম। ক্রমশ
একলা হচ্ছি আমরা, ভয়াবহ ভাবে একলা!
রেডিয়াম লাইটের আলোয় যেমন ফি্কে হয়ে যাচ্ছে শহুরে চাঁদ,
তেমনি
দিনদিন ফি্কে হচ্ছে স্বপ্নের রং গুলো; স্বর্নালী ভোরগুলো। ভবিষ্যতের
যান্ত্রিক চাদরে ঢাকা পড়ছে অতীতের সোনালী সম্পর্কগুলো...!