আজ আমি একটি গল্প বলবো। গল্পটি আশ্চর্যজনক বটে।
এই বাক্তিকে নিশ্চয়ই চিনছেন। "স্যার আইজ্যাক নিউটন"!
পদার্থ বিজ্ঞানের এক বড় বিজ্ঞানী। বর্তমান বিজ্ঞানকে এই পর্যায়ে আনার জন্য তাঁর গুরুত্ত অপরিসীম। তিনি সেই সময় যে সুত্র গুলো আবিস্কার করেছেন তা সত্যি বিস্ময়কর!
যারা চিন্তা করেন তাঁরা ভেবে দেখুন তো, এই বিজ্ঞানী যেই সব সুত্র দিয়েছেন তা পুরপুরি নিজের মাথা থেকে? তিনি বর্তমানের মতো কোন বই পড়েন-নি, আবার কোন অলৌকিক ক্ষমতার অধিকারীও ছিলেন না। তবে এই মহামূল্যবান জ্ঞান কোথায় পেলেন!
আপনি এখন বলবেন এসব নিউটনের মাথায় ছিল, হ্যাঁ ভাই আপনি ঠিকি ধরেছেন।
তাহলে আপনার প্রশ্ন এখানে অলৌকিকতার কি আছে। আপনি যদি সত্যি জ্ঞানী হোন তবে অলৌকিকতাকে খুঁজে পাবেন।
যদি খুজে না পান তবে আপনাকে পিছনে যেতে হবে ১৪০০ বছর পূর্বে যেই সময় মুসলমানদের পবিত্র "কোরআন্ শরীফ" নাজিল হয়। সুরা বাকারায় একটি ঘটনা আছে, নিশ্চয়ই পরেছেন। আদম (আঃ) আর "বিবি হাওয়ার" ঘটনা।
সেদিন সৃষ্টিকর্তা বলেছিলেন ''আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই আর ফেরেস্তারা বলেছিল আমরাই তো আপনার গুণগান সর্বদা গাইছি। যদি আপনি প্রতিনিধি সৃষ্টি করেন তো তাঁরা গোলযোগ সৃষ্টি করবে। সেদিন মহান সৃষ্টিকর্তা বলেছিলেন '' আমি যা জানি তোমরা তা জানো না''
এরপর তিনি সৃষ্টি করলেন "আদমকে"।
শিক্ষা দিলেন নাম (এই মহাবিশ্বের জানা অজানা সকল জ্ঞান)। তারপর ফেরেস্তাদের একত্রিত করে পরীক্ষা নিলেন আর জ্ঞানের সেই পরিক্ষায় বিজয়ী হলেন "আদম" (আঃ)। তাঁকে সেজদা করতে বললেন সৃষ্টিকর্তা নিজেই।
আজে ১৫০০ বছর পর আমরা সেই মানুষ যে জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে। আমাদের চিকিৎসা বিজ্ঞানও অনেক এগিয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, বাবা-মার থেকে যে সন্তান জন্ম নেয় সে বাবা মার কাছ থেকে অনেক কিছুই পায়। এই জিনগতও জিনিষ গুলো হতে পারে বিভিন্নও রোগ, জ্ঞান , আচার আচরন আরও অনেক কিছু।
এখন চিন্তা করুন নিউটন কোথায় পেলে এমন জ্ঞান। আপনি যে আমার লিখা পড়ছেন, আপনার মাঝেও এমন জ্ঞান আছে যা আপনি নিজেও জানেন না। হয়তো জানবেন যখন আপনার মাঝে তা প্রকাশ পাবে।
"আদম (আঃ)" আর "বিবি হাওয়া" যাদের মাধ্যমে এই বিশাল মানব জাতি। তাদের মাধ্যমে ছড়িয়েছে এই বিশাল জ্ঞান ভাণ্ডার। আজ এই কারণে আপনি যদি ভাবার মতো ভাবতে পারেন অথবা চিন্তা করতে পারেন তবে অবশ্যই আপনি এমন কিছু করতে পারবেন যা কেউ অতীতে করতে পারে নাই।
এইটাই আমার অলৌকিকতার গল্প।
মানা না মানা আপনার কাছে। শুধু বলবো চিন্তা করে দেখুন।