Sunday, September 6, 2015

আবারও নতুন পৃথিবীর সন্ধান দিয়েছে নাসা...!



নাসা নাকি মহাকাশে পৃথিবীর মতোই এক গ্রহ আবিষ্কার করেছে, যেখানে কোনো প্রাণীর বাঁচার মতো পরিবেশ থাকতে পারে বলা হচ্ছে এটি দ্বিতীয় পৃথিবী! গ্রহটির নাম দেয়া হয়েছে কেপলার ৪৫২বিএটি আমাদের সূর্যের মতোই একটি নক্ষত্রের চারপাশে প্রায় সমান দূরে প্রদক্ষিণ করছে 
এই পৃথিবীর আয়তন আমাদের পৃথিবীর চেয়ে মাত্র ৬০ শতাংশ বেশি এবং সেখানে ৩৮৫ দিনে বছর হয়, আমাদের চেয়ে মাত্র ২০ দিন বেশীসেখানে পৃথিবীর মতো পাহাড় ও জলবায়ু রয়েছে বলে ধারণা করা হচ্ছেপানি থাকার সম্ভাবনাও রয়েছে 
সমস্যা হছে, গ্রহটি আমাদের পৃথিবী থেকে ১৪শ আলোকবর্ষ দূরে 
আলোর গতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার মাইলএই বেগে আলো ১ বছরে যত দূরত্ব অতিক্রম করে, তাকে বলে এক আলোকবর্ষ দূরত্ব সেকেন্ডে ১০ মাইল গতিতে কোনো নভোযান বা রকেটে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র যেতে লাগবে ১৫মিনিটপ্লুটোতে পৌছাতে এ গতিসম্পন্ন একটি নভোযান লেগেছে ১০ বছরআর দ্বিতীয় পৃথিবী কেপলার ৪৫২বি-তে যেতে লাগবে অন্তত ২ কোটি ৬০ লাখ বছর!