Sunday, September 6, 2015

পৃথিবীতে দু'শ্রেণীর মানুষ আছে …



প্রথম শ্রেণী হলো, যারা বিখ্যাত 3-Idiots মুভির সেই পরীক্ষায় ফেল করা ছেলেটির মতো গান ধরে … Give me some sunshine … Give me some rain … Give me another chance … I wanna grow up once again … তারপর দিন শেষে ফাঁসির দড়িতে ঝুলে সুন্দর জীবনটি শেষ করে দেয়
.
ফাঁসির দড়িতে ঝুলে এরা আসলে ভুল কাজ করে না ঠিক কাজটিই করে মরার আগেই যারা এভাবে হেরে যায়, মরে যায় ...তাদের আসলে মরে যাওয়াই ভাল এভাবে ধুকে ধুকে বাঁচার কোন মানে হয় না ... পৃথিবীটি আসলে এই সব ভীরুদের জন্য নয় মানুষের সুন্দর জীবনটি আসলে এই সব কাপুরুষদের জন্য নয়
.
অন্য আরেক শ্রেণীর মানুষ আছে, যারা যুদ্ধ করে বেঁচে থাকে ... হারনামক শব্দটি জীবনের ডিকশনারী থেকে অনেক আগেই খুঁটে খুঁটে ছিঁড়ে ফেলে দেয় মরার আগে এরা কখনও মরে না হারার আগে কখনও হারে না জীবনের সুন্দর অর্থ শুধু এই সব যোদ্ধাদের জন্যই ...
.
পৃথিবীটি এদের মতো বিজয়ীদের জন্যই …!
এই সব কথা শোনার পরেও যদি মনে করেন আপনি পারবেন না
আপনাকে দিয়ে হবে না তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ যান ঘরটি বন্ধ করে দড়িতে ঝুলে যান
বা গিলে ফেলেন এক বোতল ঘুমের ঔষুধ কোন সমস্যা নেই কিচ্ছু হবে না শুধু কিছু লোককে কষ্ট করে আপনার লাসটি বহন করতে হবে
.
আপনি না থাকলেও কাল সকালে সূর্য উঠবে, ঠিকই সন্ধ্যাও হবে পাশের বাসার রহমান সাহেব তার বউকে নিয়ে সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবেন কালও আমার বন্ধু রনি, গার্লফ্রেন্ডের সাথে পার্কে বসে বসে প্রেম করবে সব কিছুই আগের মতই থাকবে কোন কিছুই বদলাবে না
.
আপনি না থাকলে কারও জীবনেই কোন ইফেক্ট পড়বে না
আপনিই শুধু মিস করবেন জীবনের অপার রহস্যময় সৌন্দর্য
.
জীবনের সব হতাশা ঝেড়ে নতুন করে শুরু করেণ দেখেন, রাস্তার বাকে কিছু না কিছু নতুন আপনার জন্য অপেক্ষা করছে অবশ্যই করছে কিন্তুু তার জন্য অন্তত রাস্তার সেই মোড় পর্যন্ত আপনাকে পৌছতে তো হবে …! যদি তার আগে নিজেকে শেষ করে দেন তবে কে জানে কি অসম্ভব সুন্দর কিছু মিস করলেন আপনি ... কি অপেক্ষা করছিল সেই মোড়ে ...?
.
আপনিই ডিসাইড করেন ... হতাশা, ব্যর্থতা, “আমাকে দিয়ে হবে না” … এই শব্দ আর বাক্য গুলো আপনার ডিকশনারিতে আজ থেকে আর থাকবে নাকি থাকবে না! আপনিই ডিসাইড করেন ... আপনি কোন শ্রেণীর মানুষ হতে চান, প্রথমটি না দ্বিতীয়টি...