আড্ডা শেষে শূণ্য কাপ পিরিচের মতো ভৌতিক নির্জনতা; তোমাকে ঘিরে সারাক্ষণ
ঝুলে থাকবে তছ্নছ্ ফাইবারের জটিলতা, কদম ফুলের পাপড়ি ডেন্ট গুলো ভেদ করে,
জং পড়া নিটিং মেশিন আর হিংস্র ডাইং এর মধ্যে ধু-ধু করবে তোমার জীবন ভয়ার্ত
সব যুদ্ধের নিডেল আর উল্টে থাকা ফেব্রিকস! পাশে ক্ষত- বিক্ষত একটা চাঁদ ওঠা
কদমফুলের মতো তুমি মুখ লুকিয়ে রাখবে গা ছম-ছম করা পলেস্টারে ।
আর আমি দেখবো লুপের ভেতর দিয়ে ; অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবো।
চলন্ত মেশিনের শব্দের তালে তোমার পুরনো ছন্দের গান শুনাবো।
ডাইং এর বন্ড গুলো আরো জোড়ালো করে, সম্পর্কের মাঝে লেপটে দিয়ে এমন এক লুপ বানাবো যে, এটে থাকবে চিরকাল, কালের পর কাল।
সম্পর্কের মাঝের আগাছা গুলো ব্রাশিং করে দিবো। যেখানে তুমি কোমলতা পাবে আর প্রশান্তিতে ঘুমাবে, তোমার গায়ে থাকবে আমার নিজ হাতে বুনা শবনম। যে শবনম আমি রাত ভর জেগে বুনেছি। এতে মিশে আছে আমার প্রতিটি অনুভূতির ছোয়া সাথে আমার হাতের স্পর্শ। যুগে যুগে তোমার সৌন্দর্য তোমাকে জান্নাতের পরী বানাবে। যেখানে থাকবো আমরা জনম জনম।
আর আমি দেখবো লুপের ভেতর দিয়ে ; অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবো।
চলন্ত মেশিনের শব্দের তালে তোমার পুরনো ছন্দের গান শুনাবো।
ডাইং এর বন্ড গুলো আরো জোড়ালো করে, সম্পর্কের মাঝে লেপটে দিয়ে এমন এক লুপ বানাবো যে, এটে থাকবে চিরকাল, কালের পর কাল।
সম্পর্কের মাঝের আগাছা গুলো ব্রাশিং করে দিবো। যেখানে তুমি কোমলতা পাবে আর প্রশান্তিতে ঘুমাবে, তোমার গায়ে থাকবে আমার নিজ হাতে বুনা শবনম। যে শবনম আমি রাত ভর জেগে বুনেছি। এতে মিশে আছে আমার প্রতিটি অনুভূতির ছোয়া সাথে আমার হাতের স্পর্শ। যুগে যুগে তোমার সৌন্দর্য তোমাকে জান্নাতের পরী বানাবে। যেখানে থাকবো আমরা জনম জনম।