Monday, September 7, 2015

"কষ্ট ও সুখগুলো, রোমান্টিকতায় ভিজুক---

মনে মনে খুব চাইছি আজ সারারাত বৃষ্টি হোক,
ঠিক ঠিক ভোরে বৃষ্টি থেমে গিয়ে সকালটা ঝিরঝিরি বাতাসের সাথে মেঘলা থাকুক, দ্রিম দ্রিম শব্দে মেঘের গর্জন থাকুক,
ঝিরিঝিরি বাতাসের সাথে হুট হাট ঝিরিঝিরি বৃষ্টির ঝাপ্টা থাকুক,
আর ইচ্ছেমতো এই শহরে ঝিরিঝিরি বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টির ঝাপ্টায় ভিজতে ভিজতে ঘুরতে থাকি,
আজ সারারাত ঝুম বৃষ্টির সাথে তাল মিলিয়ে ক্যাচাল করি,
ঝিরিঝিরি বৃষ্টিটা না হয় আজ রাতের ঝুম বৃষ্টির মতোই হোক,
ইচ্ছে করে ছাতা ফেলে দিয়ে বৃষ্টি বিলাসে মেতে উঠতে,
ইচ্ছে করে তোর পঁচা গান গুলি-ই নতুন করে শুনতে,
আজ আমার সবটুকু দাবী ঐ নীল আকাশের কাছে
ঠিক ঠিক এই কল্পনার মতো করে কাল বৃষ্টি নামুক,
কষ্ট ও সুখগুলো-রোমান্টিকতায় ভিজুক!