Monday, September 7, 2015

"বিয়ে--

বিয়ে নারী মুক্তির বাঁধা ঘটায়, বিয়ে পুরুষ তন্ত্রের মেয়েদের অসহায় করার একটি গভীর ষড়যন্ত্র,
বিয়ে নারীকে সন্তান উৎপাদনে বাধ্য করে, বিয়ে নারীকে করে তুলে পণ্য, বিয়ে নারীর জীবন করে বিপন্য,
বিয়ে মানে নারী নির্যাতন, বিয়ে মানে নারীর বীরত্বের পতন, বিয়ে মানে একটা কঠিন সত্যের পতন,
বিয়ে মানে দুকূল হারা, বিয়ে মানে চুয়াল্লিশ ধারা, বিয়ে মানে হারিয়ে ফেলা, বিয়ে মানে হারিয়ে যাওয়া,
বিয়ে মানে থালা-বাসন, বিয়ে মানে স্বামীর আসন,
বিয়ে মানে পায়ের নিচে সর্গ খোঁজা, বিয়ে মানে ভারি করা মাতায় বোঝাঁ,
বিয়ে মানে সংসার জীবন, বিয়ে মানে এইতো মরণ।