Friday, September 4, 2015

"যৌন আবেদনময়তার পক্ষে---



একদল বালক বালিকা তাদের বয়ঃসন্ধি কালে জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের কু- কাজে নেশা ভাঙ্গ থেকে শুরু করে যৌন মাদকতা পর্যন্ত খেয়াল নেই কারোর নীল চোরা স্রোতে ভাঁসছে এই দেশীয় সভ্যতা পশ্চিমী দেশ গুলোকে অনুসরণ করতে মানা নেই কিন্তু পশ্চিমি দেশগুলোর মতই যে আমাদের দেশেও ফ্রি সেক্সের জোঁয়ার আসতে শুরু করেছে তা বোঝা যাবে ভিক্টোরিয়ার সবুজ ঘাসে কিংবা সিনেমা হলের নীল আলোয় প্রাপ্ত বয়স্ক মানুষদের অনুপস্থিতির ভাঁটা দেখে

- নারী স্বাধীনতা অবশ্যই থাকা দরকার তার মানে এই নয় যে স্বাধীনতা মানে বিশৃঙ্খলতার ছাড় পত্র সংযত এবং শৃঙ্খল জীবনের মানেই সভ্যতা কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি থেকে বিচ্যুত হচ্ছে সমাজ তাই মেকি নারী স্বাধীনতার নামে যে অশ্লীলতাকে প্রধান্য দিচ্ছেন গুটি কয়েক তথা কথিত বুদ্ধিজীবি তাও বুঝতে বাকি নেই কারো
-  তবু নিজেদের আমোদ প্রমোদের নীল মাত্রাকে বেডরুমের বেড কভার ছাড়িয়ে সমাজের সাদা হিমালয়ে তার প্রভাব ফেলতেও দ্বিধা বোধ করছেন না ওই শ্রেণীর মানুষরা সাফল্যপ্রীয় মানুষদের জীবন অভিধানে যেমন Impossible শব্দটি থাকে না তেমনি এই সব বুদ্ধিজীবিদের বুদ্ধিতে শালীনতা এবং অশালীনতার পার্থক্য কুলায় না ব্লাউজের হুক খুলে যৌন আবেদনময়তার পক্ষেই থাকছেন এই সব বুদ্ধিজীবিরা যৌন সুড়সুড়ি মুলক লেখা এখন পুরস্কার পাচ্ছে ভুরি ভুরি...!