→ হিন্দু কাকে বলে?
উঃ- সনাতন ধর্মে বিশ্বাসী তথা সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু বলে।
→ নাস্তিক কাকে বলে?
উঃ- ঈশ্বর তথা আল্লাহ্ পাকের উপর যাহার বিশ্বাস নেই তাহাকেই নাস্তিক বলে।
→ এন্টি-মুসলিম কাকে বলে?
উঃ- যারা ইসলাম ধর্মে বিশ্বাসী নয় এবং সর্বদা ইসলাম ধ্বংসিকা কাজে ব্যাস্ত তাকে এন্টি - মুসলিম বলে।
"উপরিউক্ত প্রতিটি সংজ্ঞাকেই আপনি একে অপরের সাথে কোন ভাবেই মেলাতে পারবেন না।"
আমরা তিনজন বন্ধু যখন একসাথে আড্ডা দেই কখনো এমন কথার ধার আমরা খুঁজে পাইনি যে,
" দোস্ত তুই তো হিন্দু, তুই এই বিষয়ে নাক গলাস না বা তুই তো মুসলিম তুই এটা গলাস না।"
অপরদিকে অভিজিৎ রায় বলেছিলেন "বানর থেকে মানুষের উৎপত্তি। (মে বি তার ফ্যামিলির কেও টারজান ছিল) সৃষ্টিকর্তা বলতে কিছু নেই"।
__ যাক বেচারা মারা গেছে নাইলে জিগাইতাম বানরটাকে সৃষ্টি কে করেছিলো? হয়ত বেঁচে থাকলে আমাকে উত্তর দিতো বানর গন্ডার থেকে সৃষ্টি হয়েছে।
-- দ্বিতীয় কথা অভিজিৎ কাকু হিন্দুদের অনেক ত্রুটি নিয়ে অনেক কথাই লিখালিখি করেছেন তবে সেগুলো শালীনভাবে। যাক আমি ঐদিকে যেতে চাইনা।
এবার মূল প্রেক্ষাপট "ধর্ম যার যার,, তবুও সবার বিশ্বাস থাকে সৃষ্টিকর্তায়"
কিন্তু অভিজিৎ রায় সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন না। তাই আমরা এখন তাকে সংজ্ঞা এক থেকে দুই এ নিয়ে এলাম। মানে "নাস্তিক"।
এবার আলোচনা করি নাস্তিকতা নিয়ে।
নাস্তিকরা বিশ্বাস করে আল্লাহ, ভগবান, ঈশ্বর বলতে কিছু নেই, সব নাকি Red bull এনার্জি ড্রিংক্স এর সৃষ্টি। কারন It gives u wings...
নাস্তিকরা অন্য ধর্মের উপর উঠে পরে লাগে। কোন ধর্মের মানুষকে নিজের ব্যাক্তিগত বিশ্বাস দিয়ে খুঁচিয়ে নিজের মতো করতে চায়।
কিন্তু নাস্তিকরা বিশ্রী ভাষায় অন্যধর্মকে গালাগালি আর সৃষ্টিকর্তাকে অকথ্য ভাষায় বর্ননা দিতে পারে না। তারা ভালো করেই জানে পৃথিবীতে নাস্তিক মাত্র ৫% বাকি ৯৫% কে তারা কখনোই হারাতে পারবে না।
`~` এন্টি-মুসলিম তারা, যাদের লক্ষ্য ইসলাম ধর্ম বলে কোন ধর্ম থাকতে পারেনা। ইসলামের প্রতিটি স্তম্ভকে আঘাত করেই চলবে যতক্ষন না ভাঁঙে। এর জন্য ভাষা যেমনই হোক আর কাজ যতই ঘৃনিত হোক তারা করে। ইসলামে এন্টি-মুসলিমদের কাফের বলা হয়।
একজন নাস্তিককে খুন করা হলে বলতে পারতাম না এটা ঠিক হয়নি। সে তো সমাজের ক্ষতি করেনি। তার মতো করে সে চলেছে।
কিন্তু এখানে খুন করা হয়েছে (নাস্তিক+এন্টি-মুসলিম) একজন টারজানকে।
অনেক ব্যানার নিয়ে রাস্তায় নেমেছ হিন্দু ভাইয়েরা, আমরা মুসলিমরা তোমাদের উপর নির্যাতন করি। কিন্তু খোদার কসম যখন শুনি কেও তোমাদের মন্দির ভেঙেছে আমরা তাদের ধিক্কার দেই, সমর্থন নয়।
অনেক ভিডিও বের হয়েছে বাংলাদেশের পতাকা পুড়িয়ে, জুতা দিয়ে পাড়িয়ে। কিন্তু এটা কোন দেশের যুদ্ধ তো ছিলোনা।
ইসলাম শান্তির ধর্ম ছিল, আছে, থাকবে।
ধর্ম বাঁচাতে অতীতে হিন্দুদের দ্বারা রচিত হয়েছে "মহা-ভারত"। আমাদের ঘটেছে কারবালা আর বদর যুদ্ধ।
আগে মহামানবরা ছিলেন সব সহ্য করে, কাজ করতেন। তাদের জীবনী শুনলে চোখে পানি আসে।
কিন্তু আমরা মহামানব না। আমাদের কে গালি দাও সয়ে নেব। কিন্তু আমাদের ধর্ম আর নবী- রাসুলদের মত নিষ্পাপ দের নিয়ে খারাপ কথা লিখলে সোজা ক্লিন বোল্ড।
পরিশেষে বলতে চাই, অভিজিৎ রায়ের হত্যার বিষয়টা এমন না যে ও গতকাল পাপ করছে আর আজ ওকে হত্যা করা হয়েছে। ২০০১ থেকে ও লিখে আসছে, আর আজ ২০১৫। লিখার মাধ্যমে ওকে অনেক বুঝানো হয়েছে ব্লগে।
আমাদের ধর্মে তারা ত্রুটি খুঁজে পেলে সেগুলো জানাতে পারে আমরা সলভ করবো, তাদের ভুল ধরিয়ে দেব। কিন্তু তারা যা লিখে সেগুলো চটি বললেও ভূল হবে না।
আর অভিজিৎ রায় হচ্ছে তসলিমা নাসরিন সহ গোটা বিশ্বের এন্টি-মুসলিমদের জন্য নিউজ -
"তোমরা থামো, তোমাদের অনেক বুঝানো হচ্ছে তোমরা থামো। নয়তো পরে Review চাইলেও লাভ হবেনা। আম্পায়ার কিন্তু আগেই বলেছেন "yes, Its Out"