Monday, September 7, 2015

"আবার প্রমানিত হলো বাংঙ্গালি মনুষ্যত্ব বা মানবতার মাপ কাঠি একে বারে শূন্য হয়ে গেছে!---

→ গত বাংলা নববর্ষের দিন থেকে শুরু করলে এমন অনেক ঘটনা দেখা যায় যা দিয়ে এটি প্রমান করা যায়। সেই টিএসি মোড় থেকে আজকের সিলেট ঘটনা যদি দেখা যায়, যে কেউ বলবে বাংঙ্গালি মনুষ্যত্ব নেই বললেই চলে।
→ এখন বলা যায় যে,মনুষ্যত্ব বা মানবতা কি?
যে চারিত্রিক গুনাবলি এবং মনস্তাত্বিক বৈশিষ্ট্যসমুহ অর্জনের মাধ্যমে একজন মানুষ পরিপুর্ন মানুষে পরিনত হয় তাকে
মনুষ্যত্ব বা মানবতা বলে।
অতএর,
পরিষ্কার ভাবে দেখা যায়ে নববর্ষ দিন এমন কাজটি বা কিছু দিন আগের হৎঠাত করে শুরু হওয়া ধর্ষন চোর বলে কাউকে পিটিয়ে হত্যা করা এগুলো কি তাদের বিবের দিয়ে করা?
আসলে এরা কুকুরবিড়াল মস্তিষ্কজাত নিয়ে জন্মিছে।
→ এখন দেখুন এই যে, গত ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁওয়ে চোর ‘অপবাদে’ এক শিশুকে পিটিয়ে হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়েছিল এটা কি মানুষের কাজ?
প্রায় আধাঘণ্টা ধরে নির্যাতনের সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ
করেন নির্যাতনকারীদেরই একজন, যা ওই ভিডিওর কথোপকথনে স্পষ্ট। এগুলো মানুষ না মানুষের রুপে শয়তান।
পৃথিবীর সবচেয়ে মায়াশীল প্রাণীর নাম মানুষ! সবচেয়ে হিংস্র প্রাণীর নামও মানুষ! আমাদের দেশে কোন মায়াময় মানুষ নেই!
আমরা একটি শিশুকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলতে পারি! এই
খুনিদের ফাঁসির দাবি করি আমি।
কি হচ্ছে এসব? একটি সভ্য দেশের মানুষদের বিবেকবোধ কতোটা নিচে নামলো?
→ আর যে মানুষের বিবেক এতটা নিচে নামতে পারে, সে দেশের সব চাইতে ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও শ্লীলতাহানি হতে পারে। সেই কুলাঙ্গার গুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিলেও পুলিশ নাকি তাদের ছেড়ে দিয়েছে৷ পুলিশের কাছে বার বার যাওয়া হলেও তারা কোনো ব্যাবস্থা নেয়নি। তাহলে এদেশে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়ে এই সব পুলিশ পোষার দরকার কি?
যৌন সন্ত্রাস চালানো হলে, অপরাধীদের ধরিয়ে দেয়া হলেও
পুলিশ ছেড়ে দেয়! তাহলে কি আশা করা যায় আমাদের দেশের পুলিশ দিয়ে?
→ বতর্মানে পুলিশকে ৫০ টাকা নতুন নোট দিলেই পার পেয়ে যায়ে ইয়াবা-গাঁজা, আর ১০০টাকা দিলে মাফ হয়ে যায়ে যে কোন আপরাধ!