সত্যি হলো, ভালো ছেলে বা মেয়ে পাওয়া কঠিন নয়। ভালো ছেলে বা মেয়ের অভাব
নেই। অভাব হলো আমাদের দৃষ্টিভঙ্গির। আমরা নিজেরাই যে "ভালো" শব্দটির অর্থ
পরিবর্তন করে ফেলেছি।
ভালো ছেলে বা মেয়ে বলতেই আমরা -
- সুশ্রী
- স্মার্ট
- উচ্চশিক্ষিত
- ভালো চাকুরী
- ভালো পরিবার (আর্থিক দিক দিয়ে) বুঝিয়ে থাকি। এগুলো যাদের নেই তারা খারাপ আর যাদের আছে তারা ভালো?
তবে তিতা হলেও সত্য যে, এই ভালোর পিছনে ঘুরতে যেতেই ছেলে বা মেয়ে উভয়েই প্রতারিত হচ্ছে। অথচ এই গুনাবলির ১ নাম্বারে "চরিত্রবান'' থাকার কথা ছিল কিন্তু এই গুনের প্রতি আমাদের কোন মাথা ঘামানো নেই!
এবার আপনি ভাবুন আপনি উপরের গুন গুলো সবার আগে চান নাকি একজন "সৎ চরিত্রবান" মানুষকে পাশে চান?
"ভালো" শব্দের সঠিক অর্থকে বাদ দিয়ে- ভালো ছেলে বা মেয়ে খোঁজা আর টিনের চশমা পড়ে খোঁজা একই কথা।
ভালো ছেলে বা মেয়ে বলতেই আমরা -
- সুশ্রী
- স্মার্ট
- উচ্চশিক্ষিত
- ভালো চাকুরী
- ভালো পরিবার (আর্থিক দিক দিয়ে) বুঝিয়ে থাকি। এগুলো যাদের নেই তারা খারাপ আর যাদের আছে তারা ভালো?
তবে তিতা হলেও সত্য যে, এই ভালোর পিছনে ঘুরতে যেতেই ছেলে বা মেয়ে উভয়েই প্রতারিত হচ্ছে। অথচ এই গুনাবলির ১ নাম্বারে "চরিত্রবান'' থাকার কথা ছিল কিন্তু এই গুনের প্রতি আমাদের কোন মাথা ঘামানো নেই!
এবার আপনি ভাবুন আপনি উপরের গুন গুলো সবার আগে চান নাকি একজন "সৎ চরিত্রবান" মানুষকে পাশে চান?
"ভালো" শব্দের সঠিক অর্থকে বাদ দিয়ে- ভালো ছেলে বা মেয়ে খোঁজা আর টিনের চশমা পড়ে খোঁজা একই কথা।