Monday, September 7, 2015

ব্রেকআপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন করলো---

ছেলেটির ফোন দেখে মেয়েটি খুব অবাক হলো কেননা এক বছরের মধ্যে ছেলেটি কোন দিন মেয়েটিকে ফোন দেইনি বরং মেয়েটি ফোন করলে তাকে যা নয় তা বলে অপমান করত যাই হোক মেয়েটি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করল...
ছেলেঃ হ্যালো
মেয়েঃ হ্যাঁ বলো কি বলবা কেন ফোন করেছো...
ছেলেঃ তুমি কেমন আছো জানার জন্য
মেয়েঃ কেন আমি কেমন আছি তা জেনে তুমি কি করবে
ছেলেঃ বলনা খুব জানতে ইচ্ছা করছে
মেয়েঃ কেমন আছি বলতে পারব না তবে এইটুকু বলতে পারি তোমার জন্য এখন আর চোখের জল ঝরে না, মাঝরাতে তোমার কথা ভেবে এখন আর ঘুম ভাঙ্গে না, তোমার জন্য বুকের ভিতর সেই চিনচিনে ব্যাথাটা এখন আর অনুভব করিনা, তোমাকে ছাড়া একা একা পথ চলতে এখন আর ভয় লাগে না আর এর নাম যদি হয় ভালো থাকা তবে ভালো আছি তোমাকে ছাড়াই আমি ভাল আছি।
ছেলেঃ ও তাই ঠিক আছে ভালো থেকো। এই কথা বলে ছেলেটি লাইনটা কেটে দিল। ছেলেটি লাইন কাটার সাথে সাথে মেয়েটির দু'চোখ বেঁয়ে জল ঝরতে লাগলো যা প্রতিরোধ করা গেল না বা প্রতিরোধ করতে চাইল না সে। মেয়েটি তখন মনে মনে বলল তুমি এখনও আগের মতই আছো আগে যেমন আমার মুখের কথা বিশ্বাস করতে আমার মনের কথা বুঝতে না ঠিক এখন তুমি আমার মুখের কথাই বিশ্বাস করলে একটি বারও বুঝতে পারলে না আমার মনের কথা। আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না, কারন তুমিই হলে আমার ভালো থাকার মাধ্যম।
,
কেউ যদি দুরত্ত্ব বাড়াতে চায়, তাকে চলে যেতে দেয়া উচিত। যদি ফিরে আসা নিয়তিতে থাকে তাহলে সে ফিরে আসবেই। পাওয়াতেই কি স্বর্গ সুখ? আমার কাছ থেকে দূরে থেকে সে যদি সুখী হয় আমিও সুখী।
সত্য সুন্দর পবিত্র ভালোবাসা হলে তাকে তার মত চলতে দাও, সত্যের পারিশ্রমিক তুমি পাবেই।