Monday, September 7, 2015

একেকটা সপ্তাহ---

একেকটা সপ্তাহ দেখতে দেখতে শেষ হয়ে যায়। সোম আসে, বিষ্যুদ আসে, আসে আরেকটা উইকএন্ড। ১২-১৪ ঘন্টা জব ইভেন্টে সুট-টাই পরে দাঁত কেলানো বা অন্যকিছু।
কাজের চাপ? না, ভুল, আসলে কোন কাজই শেষ করতে পারিনা। সবই সিকিভাগ করে, অর্ধেক করে ফেলে রাখি। শেষ হয় না কোন কাজই। নিজের পড়াশুনা যেখানে আছে, সেইখানেই পড়ে থাকে, রিসার্চ এর কাজ সামান্যতম হয়ে ওঠেনা, টনক নড়ে, যখন কাজের চাপ খুব বেড়ে যায়। চাকুরির অনলাইন অ্যাপ্লিকেশনগুলো করবো করবো করে করা হয়ে ওঠেনা।
খাবারের অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। রান্না করিনা অনেকদিন, দুই সপ্তাহ আগে ডাল রেঁধেছিলাম আর চিংড়ি ভর্তা, সেই শেষ। রান্নার সময় পাইনা।
শরীরটা ভালো নেই। বয়স বাড়ছে, সেটা বুঝতে পারি খুব ভালোমতোই ইদানিং। মাঝেমাঝে নিজেই নিজের কাছে ছুটি নেই, কোন একটা সন্ধ্যে বা কোন একটা সকাল - শুয়ে শুয়ে টিভি দেখি বা মুভ্যি। সংগীতগুলো অপূর্ব লাগে ছবিটায়। মনটা অদ্ভূত অনুভূতিতে ভরে ওঠে।
দেখতে দেখতে বছরটা ফুরিয়ে এলো, জুলাই মাস পড়ে গেছে। আগামী মাস মাসগুলো কীভাবে যাবে - জানিনা!