একটি সুন্দরী মেয়ে, যে অনেক সুন্দর। যার সৌন্দর্য "জিন্স" আর "টপসে" বহুগুণ বেড়ে যায়।
রাস্তার ছেলে থেকে বুড়ো সবাই হা করে তাকিয়ে থাকে তার দিকে।
সে অনেক আমোদিত হয়!
সবার চোখের সামনে দিয়ে তার দেহখানি প্রদর্শন করে হাঁটে। কিন্তু সে কি জানে যে সে ওদের প্রত্যেকের চোখ দ্বারা ধর্ষিত হচ্ছে?
ধর্ষিত হচ্ছে তার গায়ের প্রত্যেকটি লোমকূপ।
ছেলেরা গার্লফ্রেন্ড হিসেবে এইসব দেহ প্রদর্শন কারীকে পছন্দ করলেও বিয়ে করার জন্য পর্দাশীল মেয়ে খোঁজে- যেমন করে আমরা বাজারে গেলে গ্লাসের ভেতরের প্যাকেট করা পন্যটিই খুঁজি। এই অর্ধনগ্ন মেয়ে গুলোর দেহ অনেক ছেলেদের শারীরিক লালসার যোগান মাত্র। ভালবাসার ছিটেফোঁটাও থাকেনা ওইসব কু- দৃষ্টিতে। এই উগ্র পোষাক পরার কারনে সেই মেয়ে সহ যারা তাকে দেখছে তারা ভাগীদার হচ্ছে গোনাহের।
পর্দাকরা কিংবা বোরখা পরা একটি মেয়েকে টিজ্ করতে ছেলেরা সাহস পায়না। আনেকে ভাবছেন শুধু মেয়েদের দোষ? না। এখানে ছেলেদেরও দোষ আছে কিন্তু সকলেই নয় কিছু বিকৃত মনা হায়না পুরুষ বর্তমান সমাজেও আছে শুধু তাদের কেই বলছি।
,
বরং মেয়েরা যতোই খারাপ ড্রেস পরুক নাকেন, বোরকা পরা একটি মেয়ে দেখলে তাদের মাথা আপনা থেকেই নত হয়ে যায় শ্রদ্ধা আর সম্মানে।
দুইদিনের এই দুনিয়ায় যারা সময়ের স্রোতে গাঁ ভাঁসিয়ে না দিয়ে নিজের আত্মসম্মান বজায় রেখে চল্লে তাদের জন্য পরম করুনাময় অবশ্যই ভালো কিছু রেখেছেন। যিনি অন্তরীক্ষের অন্তর্যামী, সমগ্র পৃথিবীর মালিকতিনি যেন সকল মেয়েদের পর্দাশীল হওয়ার তৌফিক দেন। এই প্রার্থনায়...আমীন।
রাস্তার ছেলে থেকে বুড়ো সবাই হা করে তাকিয়ে থাকে তার দিকে।
সে অনেক আমোদিত হয়!
সবার চোখের সামনে দিয়ে তার দেহখানি প্রদর্শন করে হাঁটে। কিন্তু সে কি জানে যে সে ওদের প্রত্যেকের চোখ দ্বারা ধর্ষিত হচ্ছে?
ধর্ষিত হচ্ছে তার গায়ের প্রত্যেকটি লোমকূপ।
ছেলেরা গার্লফ্রেন্ড হিসেবে এইসব দেহ প্রদর্শন কারীকে পছন্দ করলেও বিয়ে করার জন্য পর্দাশীল মেয়ে খোঁজে- যেমন করে আমরা বাজারে গেলে গ্লাসের ভেতরের প্যাকেট করা পন্যটিই খুঁজি। এই অর্ধনগ্ন মেয়ে গুলোর দেহ অনেক ছেলেদের শারীরিক লালসার যোগান মাত্র। ভালবাসার ছিটেফোঁটাও থাকেনা ওইসব কু- দৃষ্টিতে। এই উগ্র পোষাক পরার কারনে সেই মেয়ে সহ যারা তাকে দেখছে তারা ভাগীদার হচ্ছে গোনাহের।
পর্দাকরা কিংবা বোরখা পরা একটি মেয়েকে টিজ্ করতে ছেলেরা সাহস পায়না। আনেকে ভাবছেন শুধু মেয়েদের দোষ? না। এখানে ছেলেদেরও দোষ আছে কিন্তু সকলেই নয় কিছু বিকৃত মনা হায়না পুরুষ বর্তমান সমাজেও আছে শুধু তাদের কেই বলছি।
,
বরং মেয়েরা যতোই খারাপ ড্রেস পরুক নাকেন, বোরকা পরা একটি মেয়ে দেখলে তাদের মাথা আপনা থেকেই নত হয়ে যায় শ্রদ্ধা আর সম্মানে।
দুইদিনের এই দুনিয়ায় যারা সময়ের স্রোতে গাঁ ভাঁসিয়ে না দিয়ে নিজের আত্মসম্মান বজায় রেখে চল্লে তাদের জন্য পরম করুনাময় অবশ্যই ভালো কিছু রেখেছেন। যিনি অন্তরীক্ষের অন্তর্যামী, সমগ্র পৃথিবীর মালিকতিনি যেন সকল মেয়েদের পর্দাশীল হওয়ার তৌফিক দেন। এই প্রার্থনায়...আমীন।