আজকাল আর অবাক হইনা, চমকে উঠিনা, চিন্তা করে রোমকূপ শিহরিত হয়না। দিন দিন গায়ে সয়ে যাচ্ছে। শুধু বারবার মনে একটা প্রশ্ন উঁকি দেয়। আমাদের পূর্বপুরুষরা কি বর্বর ছিল? আমরা কি হালাকু খান, চেঙ্গিস খান বা আফ্রিকার জঙ্গলের মানুষখেকোদের উত্তরাধিকার?
হঠাৎ করে কী শুরু হল দেশে? হঠাৎ শুরু হল নাকি অনেক দিন ধরেই চলে আসছিল কিন্তু আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে তা উপেক্ষা করে এসেছি? শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত থেকে শুরু করে রাজনীতিবিদ কিংবা চ্যালা, প্রবাসী কিংবা শ্রমিক, স্কুলমাস্টার কিংবা ক্রিকেটার সবাই এক কাতারে। মনুষ্যত্ব, মানবিকতা কিংবা ভালবাসা এই শব্দগুলো আজ বাংলাদেশে সমাহিত হয়ে গেছে। বাংলাদেশ যেন আজ শিশু নির্যাতনের গোরস্তান।
ছি!!!! ঘেন্না করতেও ঘেন্না হয় আমার। শাহাদাত হোসেন রাজিব!!! আপনি না বাংলাদেশের হাজার লাখো শিশুর রোল মডেল। কত শিশুই না জানি বড় হয়ে আপনার মত পেস বোলার হতে চেয়েছিল। একজন রোল মডেল হিসেবে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করলেন ওদের সামনে।
লজ্জা করে না আপনার পালিয়ে বেড়াতে? হ্যাপি নামের যে বাচ্চাটার উপরে আপনি ও আপনার পরিবার নির্যাতন করতেন, তার পেটে আপনি লাথি মারতেন তাই না? আপনি লাথি মেরেছেন বাংলাদেশের মানচিত্রে! আপনি লাথি মেরেছেন লাল সবুজের পতাকায়। আপনি লাথি মেরেছেন কোটি শিশুর স্বপ্নে, যারা বড় হয়ে আপনার মত হতে চাইত।
হঠাৎ করে কী শুরু হল দেশে? হঠাৎ শুরু হল নাকি অনেক দিন ধরেই চলে আসছিল কিন্তু আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে তা উপেক্ষা করে এসেছি? শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত থেকে শুরু করে রাজনীতিবিদ কিংবা চ্যালা, প্রবাসী কিংবা শ্রমিক, স্কুলমাস্টার কিংবা ক্রিকেটার সবাই এক কাতারে। মনুষ্যত্ব, মানবিকতা কিংবা ভালবাসা এই শব্দগুলো আজ বাংলাদেশে সমাহিত হয়ে গেছে। বাংলাদেশ যেন আজ শিশু নির্যাতনের গোরস্তান।
ছি!!!! ঘেন্না করতেও ঘেন্না হয় আমার। শাহাদাত হোসেন রাজিব!!! আপনি না বাংলাদেশের হাজার লাখো শিশুর রোল মডেল। কত শিশুই না জানি বড় হয়ে আপনার মত পেস বোলার হতে চেয়েছিল। একজন রোল মডেল হিসেবে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করলেন ওদের সামনে।
লজ্জা করে না আপনার পালিয়ে বেড়াতে? হ্যাপি নামের যে বাচ্চাটার উপরে আপনি ও আপনার পরিবার নির্যাতন করতেন, তার পেটে আপনি লাথি মারতেন তাই না? আপনি লাথি মেরেছেন বাংলাদেশের মানচিত্রে! আপনি লাথি মেরেছেন লাল সবুজের পতাকায়। আপনি লাথি মেরেছেন কোটি শিশুর স্বপ্নে, যারা বড় হয়ে আপনার মত হতে চাইত।