Tuesday, September 8, 2015

"আয়নালের এই আত্ম ত্যাগে জেঁগে উঠুক বিশ্ব মানবতা, জেঁগে উঠুক বিশ্ব বিবেক । যেন মানবতাই নিথ্‌র হয়ে ভিঁড়েছে বেলাভুমিতে ।---

‘আমি খোঁদার কাছে সব বলে দেব’, মৃত্যুর কোলে ঢলে পড়ার মুখে এই ছিল তিন বছর বয়সী অন্য এক সিরীয় শিশুর শেষ আর্তনাদ। বিশ্বের রাজাধিরাজেরা তখন শোনেন নি! এরই সাড়ে তিন মাস পর একই বয়সী আরেকটি শিশুর নির্বাক প্রতিবাদ দুনিয়াকে কাঁপিয়ে দিল। যে মানবতা ভেঁসে গেছে, সেই অমানবতার সমুদ্রে ভাঁসতে ভাঁসতে শিশুটি এসে ঠেকেছিল তুরস্কের উপকূলে। সেই দৃশ্য কেউ তুললেন, কেউ তা ফেসবুকে দিলেন, কোনো পত্রিকা তা প্রকাশ করলো, কোনো টেলিভিশনে তা প্রচারিত হলো।
,
ধর্ষিতা কিশোরীর নাম মানবতা! রাজনের অসহায় আর্ত চিৎকারের নাম মানবতা! ফিলিস্তিনি শিশুদের হত্যার নাম মানবতা! আয়লান গালিব সহ সমুদ্রে ভাঁসমান অসংখ্য শিশুদের লাশের নাম মানবতা! মানবতা কোথাও নেই! মানবতা নেই বাংলাদেশে! মানবতা নেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ গোটা ইউরুপে। মানবতা নেই খোদ জাতিসংঘে।
সুতরাং, আয়লানের বাবার কান্না, রাজনের মায়ের কান্না, সারা বিশ্বের মানবতার আহাজারি অনন্ত অসীম।
কিছুই বদলায় নি, বদলাবেও না । ফেসেবুক আর সোস্যাল মিডিয়া তে কিছুদিন সাধারণ মানুষদের কমেন্ট, লাইক আর ডিস্ লাইক চলবে আর হয়তো কিছু দেশ নমনীয়তার উদাহরণ দেখাবে কিন্তু শাসক গোষ্ঠীদের সীমাহীন লোভ আর দুর্নীতি ঘুরে ফিরে বাড়তেই থাকবে । এই হলো মানব সভ্যতা। ধংস না হওয়া পর্যন্ত এসব চলবে।
এর কারণ আছে, এখনকার পৃথিবীর এই সিস্টেম টেকসই নয়, যারা পৃথিবী শাসন করছে তারা বৃদ্ধ স্যাডিস্ট এবং লোভী, তাই বিচার বুদ্ধি বীমুখ. দুঃক্ষিত এক স্পেসি মানব জাতি ।
আত্মকেন্দ্রিক, স্বার্থপর মানুষ তৈরি করছে এই সভ্যতার সিস্টেম। মানুষ যতো শিক্ষিত হচ্ছে ততো বেশি ভোগবাদী বাস্তবতাকে মেনে নিয়ে তারই দাসত্ব করছে।
পাশ্চাত্য সভ্যতার "নিওকলনাইজেসন স্ট্রেটেজি" এই "আইএস" এটি আমরা জেনেও মুখ বন্ধ করে রাখছি, কি করবো ওরাইতো "বিশ্ব মোড়ল"। এই অন্ধ একচোখা সভ্যতার প্রতারনা "হিপনোটাইজ" করে রেখেছে আমাদের সমাজের বিবেককে। আইএস একটি প্রতারনা! কেবল ক্ষমতা দখলের বাহানা মাত্র।
অায়নালের সৌভাগ্য তার মৃত্যতে অভিবাসীরা অাশ্রয়প্রার্থী হলো । তবে ধিক্কার দিচ্ছি অভিবাসীদেরকে তারা শুধু তাদের নিজের স্বার্থ বিবেচনা করে দেশান্তর হয় । তাদের দেশে প্রেম বলতে কোন কিছু নেই ।

আয়নালের এই আত্ম ত্যাগে জেঁগে উঠুক বিশ্ব মানবতা, জেঁগে উঠুক বিশ্ব বিবেক, মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক শান্তিময় হোক এই মহাবিশ্ব...!